ফের পিছোল রেণু সরকার খুনের শুনানি |
ফের পিছিয়ে গেল অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা রেণু সরকার হত্যা-মামলার শুনানি। সোমবার বোলপুরের ফাস্ট ট্র্যাক আদালতে মামলার ‘চার্জ গঠন’ ও ‘চার্জ শুনানি’-এর কথা ছিল। কিন্তু, অতিরিক্ত গরমের জন্য ল’ক্লার্ক এবং আইনজীবীরা কর্মবিরতি পালন করায় বিচারক সোমেশপ্রসাদ সিংহ এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২৫ জুন ধার্য করেছেন। ওই দিন রেণু সরকার খুনে অন্যতম অভিযুক্ত ও ধৃত উজ্জ্বল তপাদার-সহ ৩ জনকে সিউড়ি জেলা সংশোধনাগার থেকে বোলপুর আদালতে ফের হাজির করানোর নির্দেশ দিয়েছে আদালত। এর আগে ৩১ মে বিজেপির ডাকা ভারত বন্ধেও বার অ্যাসোসিয়েশন কর্মবিরতি পালন করায় পিছিয়ে গিয়েছিল এই মামলার শুনানি। সরকারি আইনজীবী তপনকুমার দে বলেন, “ঘটনায় অন্যতম অভিযুক্ত পিন্টু দাসের জামিনের আবেদনের শুনানিও ওই দিন হবে বলে বিচারক নির্দেশ দিয়েছেন।” সম্প্রতি পিন্টু দাসের আইনজীবী দিলীপ নায়েক তাঁর মক্কেলের জামিনের আবেদন করেছেন। গত ১৩ জানুয়ারি রাতে নিজের শান্তিনিকেতনের বাগানপাড়ায় নিজের বাড়ির দোতলার ঘরে খুন হন প্রাক্তন স্কুল শিক্ষিকা রেণুদেবী। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ ওই বাড়ির কেয়ারটেকার উজ্জ্বল-সহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে।
|
বোলপুরে মৃত হকারের পরিবারকে সাহায্য |
বোলপুরের মৃত হকার ফেকনা দাসের (স্বপন) বাড়িতে এসে সোমবার সকালে তাঁর মায়ের হাতে ১০ হাজার টাকা তুলে দিলেন রাজ্যের পরিকল্পনা ও রূপায়ণ মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। চন্দ্রনাথবাবু বলেন, “মৃতের পরিবারের কথা চিন্তা ভাবনা করে বিষয়টি রেলমন্ত্রককে জানানো হবে।” তাঁর সঙ্গে এ দিন ছিলেন ওয়ার্ড কাউন্সিলর তথা বোলপুরের তৃণমূল পুরপ্রধান সুশান্ত ভকত ও উপ পুরপ্রধান নরেশ চন্দ্র বাউড়িও। চলতি মাসের প্রথম সপ্তাহে তোলা না দেওয়ার অপরাধে রেলের হকার স্বপনবাবুকে বোলপুর স্টেশন চত্বরে পিটিয়ে মারার অভিযোগ ওঠে আরপিএফের এএসআই একে চৌধুরীর বিরুদ্ধে। ঘটনার পরেই রণক্ষেত্রের চেহারা নেয় বোলপুর স্টেশন চত্বর। ভাঙচুর হয় আরপিএফ, জিআরপি অফিসে। বোলপুর থানার এক এএসআই-সহ ২ জন আহতও হন। পরে ওই দফতর ভাঙচুর, সরকারি কাজে বাধা এবং পুলিশকর্মীকে মারধরের অভিযোগে পুলিশ ৯ জনকে গ্রেফতার করে। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ-সহ অভিযুক্তের ‘দৃষ্টান্তমূলক’ শাস্তির। এ দিন বোলপুরে একই দাবি জানিয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাত ভদ্রও। তিনি আজ, মঙ্গলবার মৃতের বাড়ি যাবেন।
|
ফের সাঁইথিয়া স্টেশনে মৃতদেহ |
দু’দিনের ব্যবধানে সাঁইথিয়া স্টেশনে দু’টি মৃতদেহ উদ্ধার হল। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ সাঁইথিয়া ২ নম্বর প্লাটফর্মে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম পাণ্ডু মাড্ডি (৪০)। তাঁর বাড়ি সাঁইথিয়ার নেতুর গ্রামে। এ দিন তাঁর স্ত্রী সখী মাড্ডি মৃতদেহটি শনাক্ত করেন। প্রাথমিক ভাবে অনুমান, অত্যধিক গরমের কারণে হৃদযন্ত্র বিকল হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। পুলিশ মৃতদেহটি ময়না-তদন্তের জন্য রামপুরহাট মহকুমা হাসপাতালে। প্রসঙ্গত, শনিবার সকালেও সাঁইথিয়া স্টেশনে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। স্টেশনের যাত্রীরা দাবি করেছিলেন, গরমে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
|
অজয়ের চর থেকে উদ্ধার হওয়া মৃত যুগলের পরিচয় জানতে পেরেছে পুলিশ। মৃতদের নাম বাবুই সোরেন (২৩) ও লক্ষ্মী হেমব্রম (১৬)। পুলিশের অনুমান, কীটনাশক খেয়েই আত্মঘাতী হয়েছেন ইলামবাজার থানার ভরতপুরের ওই দুই বাসিন্দা। পুলিশ এলাকায় গিয়ে জানতে পেরেছে, পাশাপাশি পাড়ায় তাঁদের বসবাস। তবে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কি না দুই পরিবারের কেউই তা নিশ্চিত করে বলতে পারেননি। দু’টি দেহের কোথাও আঘাতের চিহ্ন নেই।
|
বেতন বৃদ্ধি ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা-সহ একাধিক বিষয়ে রবিবার আইএনটিটিইউসি অনুমোদিত বোলপুর ব্লক ও শহর তৃণমূল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সম্মেলন হয়ে গেল বোলপুরে।
|
একেই গরম। তার উপর অত্যধিক লোডশেডিং। এই অভিযোগে বিদ্যুৎ দফতরের সিউড়ি কালীবাড়ি অফিসে বিক্ষোভ দেখালেন সাঁইথিয়ার সল্পার ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ। |