|
|
|
|
আজ, উপনির্বাচন |
|
• মোট ভোটার: ২,১৮,১২১ (পুরুষ: ১,১৩,২০৪ এবং মহিলা: ১,৪,৯১৭)।
• মোট বুথ: ২৭৭টি। (মূল ভোট গ্রহণকেন্দ্র ২০১টি ও অতিরিক্ত ৭৬টি।)
• বিশেষ নজর: ১৭টিতে।
• ভোট কর্মী: ১৩২৯ জন।
• বাহিনী: ৬০০ জন কেন্দ্রীয় বাহিনী এবং ৮০০ জন সশস্ত্র রাজ্য পুলিশ।
• ফোন নম্বর: ‘১০০’ ও ‘৭৭৯৭১১১০০০’
|
|
মঙ্গলবার বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। দেখে নেওয়া হচ্ছে ভোটযন্ত্র। ছবি: অভিজিৎ সিংহ।
|
প্রশাসনের বক্তব্য |
• ১৭টি ভোট গ্রহণকেন্দ্রে আমরা বিশেষ নজর থাকবে। প্রতিটি বুথেই কেন্দ্রীয় ও রাজ্য সশস্ত্র পুলিশ থাকবে। কোথাও কোনও ঝামেলা হলে ‘১০০’ ও ‘৭৭৯৭১১১০০০’ নম্বরে যোগাযোগ করতে পারেন।
--বাঁকুড়া পুলিশ সুপার মুকেশ কুমার।
• এই গরমে নিজেকে সুস্থ রাখতে ভোট কর্মীদের কী করতে হবে, সেই বিষয়ে সব সময় সচেতন করা হয়েছে। ভোট গ্রহণকেন্দ্রগুলিতে রয়েছে জলের সুব্যবস্থা, ওআরএসের জল দেওয়া হবে। তিনটি অ্যাম্বুল্যান্স বাঁকুড়া জেলা স্কুলে সব সময় থাকবে।
--সদর মহকুমাশাসক অরিন্দম রায়।
• আজ, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে। গণনা ও ফলপ্রকাশ আগামী শুক্রবার, ১৫ জুন।
|
|
মঙ্গলবার বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। বাহিনীর টহল। ছবি: অভিজিৎ সিংহ। |
|
|
|
|
|