দুঃস্থ মেধাবীদের পাশে ‘নতুন সকাল’
৫০ জন দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীর পঠনপাঠনের দায়িত্ব নিচ্ছে সিউড়ির ‘নতুন সকাল’ নামে একটি সংস্থা। বছর দু’য়েক আগে তৈরি হওয়া এই সংস্থা ইতিপূর্বে জেলার প্রায় ৩০০ ছাত্রছাত্রীর পঠনপাঠনের ব্যাপারে নানা ভাবে সাহায্য করে আসছে। এ বছরও পঞ্চম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত ১৫০ জন দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার সমস্ত ব্যয়ভার বহন করবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
সংস্থার সম্পাদক, পেশায় শিক্ষক মানিক রায় বলেন, “আমাদের সংস্থাটি কোনও স্বেচ্ছাসেবী সংস্থা নয়। সামাজিক দায়বদ্ধতা থেকেই শহরের বেশ কিছু শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন মিলে ‘নতুন সকাল’ সংস্থা গড়ে তুলেছে। সংস্থার মূল উদ্দেশ্য শিক্ষা ক্ষেত্রে দুঃস্থ মেধাবীদের পাশে দাঁড়ানো। ছাত্রছাত্রীদের সাহায্যের সমস্ত খরচ বহন করে সংস্থার সাধারণ, একজিকিউটিভ ও উপদেষ্টা মণ্ডলীর ১২০ জন সদস্য।” তিনি জানালেন, সিউড়ি জেলা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবনাথ চট্টোপাধ্যায় সংস্থার উপদেষ্টা মণ্ডলের চেয়ারম্যান। সংস্থার দাবি, গত দু’বছরে প্রায় ৩০০ জন ছাত্রছাত্রীকে পড়াশোনার সব রকমের সরঞ্জাম-সহ আর্থিক সহযোগিতা করে আসছে। এ বছর আরও ১৫০ ছাত্রছাত্রীকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। সংস্থার সদস্য ছাড়াও শহরের বিভিন্ন পেশার শুভবুদ্ধিসম্পন্ন লোকজনও ‘নতুন সকাল’কে আর্থিক সহযোগিতা করে থাকেন। মানিকবাবু জানালেন, গত বছরই সিউড়িরর বাসিন্দা অমিয় মণ্ডল তাঁদের সংস্থায় ২০ হাজার টাকা দান করেছেন।
সংস্থার কাছ থেকে ইতিপূর্বে সাহায্য পেয়েছেন সিউড়ি কড়িধ্যা গ্রামের তন্নী সরকার, পানুড়িয়া গ্রামের প্রদীপ দাস, মহম্মদবাজারের কুবিলপুর গ্রামের সাগরিকা গড়াই-রা। তন্নী বলেন, “নতুন সকাল সহযোগিতায় আমি এখন কলকাতা মেডিক্যাল কলেজে নার্সিং নিয়ে পড়ছি। সংস্থা এ ভাবে পাশে দাঁড়ানোয় উপকৃত হয়েছি।” সংস্থার সহযোগিতায় এ ভাবেই এগিয়ে চলেছে সিউড়ি রামকৃষ্ণ বিদ্যাপীঠে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া সাগরিকা কিংবা সিউড়ি বিদ্যাসাগর কলেজে অঙ্কে স্নাতক নিয়ে পড়া প্রদীপ দাস-রা।
সংস্থা এখন সরকারি সাহায্যের জন্য সিউড়ি মহকুমাশাসকের কাছে দ্বারস্থ হয়েছে। তাদের আশা, সরকারি সাহায্য পেলে ‘নতুন সকাল’ আরও অনেক দুঃস্থ মেধাবীর পাশে দাঁড়াতে পারবে। সাহায্যের আশ্বাস দিয়েছেন সিউড়ির মহকুমাশাসক চন্দ্রনাথ রায়ও। তিনি বলেন, “প্রশাসন সব সময় এরকম সংস্থার পাশে থেকে সহযোগিতার চেষ্টা করবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.