টুকরো খবর |
প্রশাসনের আশ্বাসে চালু হল বাস
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
যাত্রীদের দুর্গতির কথা ভেবে সোমবার থেকেই দুর্গাপুরের এইট বি রুটে বাস চলাচল চালু করে দিলেন বাস মালিকরা। তাঁরা জানান, আপাতত আর নতুন করে বাস বন্ধের পদক্ষেপ নেওয়া হবে না। বাসমালিক সংগঠনের পক্ষে কাজলবাবু বলেন, “মহকুমা শাসকের আশ্বাসে আপাতত আমরা বাস বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” অটো চালকদের বিরুদ্ধে নির্দিষ্ট রুট না মেনে যাত্রী পরিবহন, নিয়ম না মেনে অতিরিক্ত যাত্রী তোলা-সহ বিভিন্ন অভিযোগ তুলে শনিবার থেকে এইট বি রুটের ৪৮ টি বাস বন্ধ করে দেন বাস মালিকরা। তাঁদের অভিযোগ, অটোর বেআইনি কাজ-কারবারে বাসে যাত্রীর আকাল দেখা দিয়েছে। অবিলম্বে প্রশাসন ব্যবস্থা না নিলে মঙ্গলবার থেকে শহরের অন্যান্য রুটেও বাস বন্ধের হুমকি দিয়েছিলেন তাঁরা। তবে সোমবার অবশ্য তাঁরা বাস চালান। জানান, সপ্তাহান্তে বাস বন্ধ করে তাঁরা প্রশাসনকে বার্তা দিতে চেয়েছিলেন। কিন্তু কাজের দিনে যাতে লোকজন অসুবিধায় না পড়েন তাই সকাল থেকে বাস চালু করে দেওয়া হয়েছে। অটো চালকরা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।সোমবার মহকুমা শাসকের সঙ্গে বৈঠক করেন বাস মালিকেরা তাঁদের অভিযোগগুলি জানান। আলোচনার পরে মহকুমা শাসক আয়েষা রানি জানান, বাস মালিকরা অটোচালকদের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু অভিযোগ করেছেন। মহকুমা পরিবহন আধিকারিককে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। মহকুমা শাসক বলেন, “আইন না মেনে যাত্রী পরিবহন করা অটোচালকদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।”
|
মাদক খাইয়ে লুঠপাট ট্রেনে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ট্রেনের ভিতর এক ব্যক্তিকে মাদক-মিশ্রিত খাবার খাইয়ে তাঁর সঙ্গে থাকা জিনিসপত্র লুঠ করল দুষ্কৃতীরা। আসানসোল রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম লালাবাবু মাহাতো। সোমবার ভোরে যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে অসুস্থ ওই ব্যক্তিকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করায় জিআরপি। হাসপাতালে পুরুলিয়ার ঝালদার বাসিন্দা লালাবাবু পুলিশকে জানান, তিনি ওড়িশা থেকে সাউথ বিহার এক্সপ্রেসে চেপে আসানসোলে আসছিলেন। এক যাত্রী তাঁকে বিস্কুট খেতে দেন। এরপরেই জ্ঞান হারান তিনি। তাঁর কাছ থেকে একটি ব্যাগ ও কয়েক হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে পুলিশকে জানান তিনি।
|
পর্যাপ্ত জলের দাবি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
তিন মাস হয়ে গেল জ্বালানি কয়লা মিলছে না। জলের সমস্যও তীব্র। এই সমস্ত মেটানোর দাবিতে নিমচা কোলিয়ারি চত্বরে আইএনটিউসি-র নেতৃত্বে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। তাঁরা জানান, সপ্তাহে এক দিন জল আসে। তবে তা-ও অপর্যাপ্ত। তাঁদের তরফে বাবলু সিংহের হুমকি, এ দিন কাজ বন্ধ না করে বিক্ষোভ দেখানো হল। এর পরেও যদি সমস্যা না মেটে তা হলে উৎপাদন বন্ধ রেখে আন্দোলনে নামবেন তাঁরা। খনি কর্তৃপক্ষ জানিয়েছেন, দাবিগুলি গুরুত্ব দিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
বিভিন্ন দাবিতে বিক্ষোভ কেন্দায়
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
বিভিন্ন দাবিতে কেন্দা এরিয়া কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করল আইএনটিটিইউসি। তাঁদের দাবি, দীর্ঘদিন সংস্কারের অভাবে কর্মী আবাসনগুলির অবস্থা বেহাল। বিপন্ন ভূগর্ভের সুরক্ষা ব্যবস্থাও। এমনকী তামার ও লুজ মেন পদে কর্মরত কর্মীরা সঠিক বেতন পাচ্ছেন না বলেও জানান তাঁরা। সংগঠনের তরফে গুরুপ্রসাদ চক্রবর্তী জানান, এরিয়ার অন্তর্গত ১৩টি কোলিয়ারিতেই এই সমস্যা রয়েছে। এরিয়া কর্তৃপক্ষের আশ্বাস, দাবিগুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
দোকানে চুরি, ধৃত ৪
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
চুরির ঘটনায় জড়িত সন্দেহে সোমবার চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বেনাচিতির নতুনপল্লি এলাকা থেকে রবিলাল দাস, সৌরভ মাইতি, সৌরভ ঠাকুর ও রাজা প্রধান নামে ওই চারজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বি-জোনের হর্ষবর্ধন রোড এলাকার একটি মোবাইলের দোকান থেকে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়। দোকানের মালিক অভিযোগ জানান। ওই চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগেই চার জনকে ধরে পুলিশ।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
|
নিজস্ব চিত্র। |
ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার বিকেলে রানিগঞ্জের বাইপাস রোডে পুরনো এগরা এলাকার ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম ঈশ্বর বাউরি (৫২)। ঘটনার জেরে প্রায় ১ ঘণ্টা মৃতদেহ আটকে রানিগঞ্জের বাইপাস রোডে বিক্ষোভ দেখান বাসিন্দারা। তাঁদের দাবি, বেপরোয়া ভাবে ডাম্পারগুলি চে। ট্রাফিক নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থাও নেই। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
|
অসহ্য গরম, মৃত্যু দু’জনের
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
তীব্র গরমে গত দুই দিনে ফের আসানসোলে মৃত্যু হল দুই ব্যক্তির। আসানসোল মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে আসানসোলের ঘাঘড়বুড়ি এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে (আনুমানিক বয়স ৫০ বছর) মহকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের অনুমান, গরমের জেরেই মৃত্যু হয়েছে তাঁর। রবিবার ভানোড়া ওয়েস্ট ব্লক কোলিয়ারির কর্মী বিনোদ সিংহ (৪১) কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। ইসিএলের কাল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সোমবার ময়না-তদন্ত হয়েছে।
|
রাস্তার পাঁচিল ভাঙল পুরসভা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
|
নিজস্ব চিত্র। |
বহু বছর ধরে আটকে রাখা আসানসোলের মহিশীলার একটি রাস্তাকে দখলমুক্ত করল আসানসোল পুরসভা। সোমবার সকালে পুরসভার তরফে ওই রাস্তাটি বন্ধ করে রাখা একটি পাঁচিল ভেঙে দেওয়া হয়।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, মহিশীলার সবুজপল্লি এলাকায় একটি ১৫ ফুটের রাস্তা আছে। বেশ কয়েক বছর ধরে এলাকার কয়েক জন একটি পাঁচিল তুলে এত দিন রাস্তাটিকে আটকে রেখেছিলেন। তা নিয়ে এলাকার বাসিন্দারা পুর কর্তৃপক্ষের কাছে রাস্তাটি দখলমুক্ত করার দাবি জানান। তাঁদের অভিযোগ, গত পুরবোর্ডের আমলেও তাঁরা একাধিক বার এই দাবি তুলেছিলেন। বর্তমান পুরবোর্ড জমির মাপজোক করে সোমবার ওই পাঁচিলটি ভেঙে দেয়। মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় জানান, পাঁচিলটি ভেঙে দেওয়ায় বাসিন্দাদের আর ঘুরপথে যাতায়াত করতে হবে না।
|
বার্ষিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
একটি সাংস্কৃতিক ফোরামের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল রবিবার। ধাদকা মোড়ের অনুষ্ঠানে ছোটদের অভিনীত নাটক ‘উকিলের বুদ্ধি’ সকলের মন কাড়ে। আসানসোল ব্রেইল আকাদেমির ৫ শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। এ ছাড়া ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা করেন আসানসোল রামকৃষ্ণ মিশনের স্বামী গঙ্গানন্দ। আয়োজকদের পক্ষে প্রদীপ মজুমদার জানান, ১০ বছর আগে স্থানীয়দের সুযোগ করে দিতেই অনুষ্ঠান শুরু করা হয়েছে।
|
প্রৌঢ়ের ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সোমবার সকালে সুনীল আঁকুড়ে (৫০) নামে এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। আমরাইয়ের ঘটনা। পুলিশের অনুমান, মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। রবিবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। ময়না-তদন্তের জন্য দেহটি দুর্গাপুর হাসপাতালে পাঠানো হয়।
|
কোথায় কী |
কাটোয়া
শিশুশ্রমিক প্রতিরোধ দিবস উপলক্ষে পদযাত্রা। কাটোয়া পৌরসভা। সকাল ৭টা। উদ্যোগ: কাটোয়া পৌরসভা। |
|