বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় জখম হলেন ইসিএলের এক অফিসার। রবিবার রাতে আসানসোল (উত্তর) থানার নুনি এলাকায় ঘটনাটি ঘটে। জখম ওই অফিসার ইসিএলের কাল্লা হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানায়। ওই অফিসারের গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ।
ইসিএলের সালানপুর এরিয়ার অফিসার অশোককুমার ভার্মা আসানসোল (উত্তর) থানার পুলিশের কাছে অভিযোগ করেন, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ তিনি অফিসের গাড়িতে চেপে আবাসনে ফিরছিলেন। নুনির কাছে শ্মশানকালী মন্দিরের সামনে তাঁর পথ আটকে দাঁড়ায় একটি মোটরবাইক। তাতে তিন জন আরোহী ছিল। তারা প্রথমে তাঁর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তার পরে তাঁর এটিএম কার্ডটিও হাতিয়ে নেয়। এটিএম কার্ড ব্যবহারের গোপন নম্বরটি দুষ্কৃতীরা তাঁর কাছে জানতে চায়। তা জানাতে অস্বীকার করলে তারা তাঁর মাথায় আঘাত করে পালিয়ে যায় বলে অশোকবাবুর অভিযোগ।
এ দিকে, আসানসোল উত্তর থানা এলাকায় নুনি, সেনর্যালে, কন্যাপুর অঞ্চলে দুষ্কৃতীদের দৌরাত্ম্য ও অপরাধ বাড়ছে বলে অভিযোগ করেছে বারাবনি ব্লক যুব তৃণমূল। দলের নেতা পাপ্পু উপাধ্যায়ের অভিযোগ, এলাকায় একটি মোটরবাইক চুরি চক্র সম্প্রতি সক্রিয় হয়ে উঠেছে। আসানসোল (উত্তর) থানার পুলিশ জানায়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। রবিবার রাতে রেলপাড় এলাকা থেকে মহম্মদ হাকিম নামে এক জনকে আটকও করা হয়েছে। তার কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানায় পুলিশ। |