বাস্কেটবলে রানার্স বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
কলকাতা রাখী সঙ্ঘের মাঠে আয়োজিত অনূর্ধ্ব ১৬ বাস্কেটবলে মেয়ে ও ছেলেদের, দু’টি বিভাগেই রানার্স হয়েছে বর্ধমান। ছেলেদের বিভাগে সেমিফাইনালে বর্ধমান ৬৯-৬০ পয়েন্টে রাখী সঙ্ঘকে হারিয়ে ফাইনালে গেলেও বড়বাজার যুবকসভার কাছে ৩৯-৬৮ পয়েন্টে হেরে যায়। মেয়েরা সেমিফাইনালে দক্ষিণ ২৪ পরগনাকে ৬৫-৪২ পয়েন্টে হারায়। তবে ফাইনালে রাখী সঙ্ঘের কাছে হারে ১৪-৪৯ পয়েন্টে। |
খেতাব মিলনীর
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
হাওড়ার ডুমুরজোলায় আয়োজিত টি-২০ আন্তঃক্লাব ক্রিকেটে খেতাব জিতেছে বর্ধমানের মিলনী ক্লাব। তারা ফাইনালে ৫ উইকেটে হারিয়েছে হাওড়ার নর্থ ক্লাবকে। প্রথমে ব্যাট করে নর্থ ক্লাব করে ১৪৬। মিলনীর মনজিৎ ঘোষ ও সঞ্জয় যাদব যথাক্রমে তিনটি ও দু’টি করে উইকেট দখল করেন। জবাবে মিলনী ১৫ ওভারে করে ১৪৭-৫। অভিষক চৌধুরী ৫৫ ও সোহম ঘোষ ৪০ করেন। অভিষেক ম্যাচ ও প্রতিযোগিতার সেরা হয়েছেন। |
নৈশ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
মাদার টেরেজা ক্লাব আয়োজিত নৈশ ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল রবীন্দ্র ভারতী। তারা যুক্তবন্ধুকে ৫-৪ গোলে হারিয়ে দেয়। ফাইনালের সেরা হলেন বিজয়ী দলের নির্মল রায়। এ দিন ফুটবল নিয়ে নানা কারিগরী প্রদর্শন করেন প্রধান অতিথি উত্তম দাস। খেলা পরিচালনায় ছিলেন ভাস্কর মুখোপাধ্যায়, অরুণ রায় ও সুখেন বন্দ্যোপাধ্যায়। |