মাওবাদীদের নাম করে আদ্রার এক চিকিৎসকের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম সাগর সূত্রধর ও সুকান্ত রায়। সাগরের বাড়ি রঘুনাথপুর থানার আড়রা গ্রামে এবং সুকান্ত আদ্রার বেনিয়াসোলের বাসিন্দা। মঙ্গলবার রাতে গ্রফতার হয়। বুধবার রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক দু’জনকে ৭ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদ্রার এক হোমিওপ্যাথি চিকিৎসককে মাওবাদীদের নাম করে টাকা চেয়ে হুমকি দিচ্ছিল ওই দু’জন। ওই চিকিৎসক পুলিশকে জানান। রঘুনাথপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “তদন্ত শুরুর পরে দেখা যায় ঘটনার সঙ্গে মাওবাদীদের কোনও সম্পর্ক নেই। পরে মোবাইল ফোনের সূত্র ধরে ওই দু’জনকে ধরা হয়।” পুলিশের দাবি, দু’জনের বিরুদ্ধে আগে অপরাধমূলক কাজ কর্মের অভিযোগ ছিল।
|
জল সরবরাহের পাইপ ফেটে যাওয়ায় ফের মঙ্গলবার থেকে মানবাজারে জল সরবরাহ বন্ধ রয়েছে। তীব্র গরমে এর ফলে এলাকায় জলের সঙ্কট আরও তীব্র হয়ে উঠেছে। মানবাজার পঞ্চায়েতের প্রধান অনুরূপা সেন জানান, হরেকৃষ্ণপুর-মানবাজার রাস্তায় একটি বাঁধের কাছে পাইপ ফেটে যাওয়ায় জল সরবরাহে বিপত্তি দেখা দিয়েছে। তাঁর অভিযোগ, “খোঁজ নিয়ে জেনেছি সোমবার রাতে কিছু দুষ্কৃতী জলের পাইপ ফাটিয়ে দিয়েছে। পুলিশকে তদন্ত করতে বলা হয়েছে।” তাঁর আশ্বাস, ফাটা পাইপ মেরামতির কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে ওই এলাকাতেই জলের পাইপ ফাটিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। বারবার একই ঘটনা ঘটায় বাসিন্দারাও তিতি বিরক্ত হয়ে উঠেছেন। কংসাবতী নদীর হরেকৃষ্ণপুর ঘাট থেকে মানবাজারে জল সরবরাহ হয়।
|
বিয়েবাড়ি থেকে ফেরার পথে রাস্তায় একটি মোটরবাইক উল্টে মৃত্যু হল এক আরোহীর। জখম হলেন তাঁর সঙ্গী। মঙ্গলবার রাতে সারেঙ্গা থানার বীরভানপুর মোড়ে, সারেঙ্গা-পিড়রগাড়ি রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জিত সিংহ (২৩)। বাড়ি সিমলাপাল থানার মুকুন্দপুর গ্রামে। তাঁরা সারেঙ্গার কুসুমটিকরি গ্রাম থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক থেকে তাঁরা ছিটকে পড়েন। |