শতবর্ষে বসিরহাটের স্বাধীনতা সংগ্রামী |
স্বাধীনতা সংগ্রামী দেবোময় ভট্টাচার্য থাকেন বসিরহাটের নলকোঁড়া গ্রামে। রবিবার সেখানেই তাঁর একশো বছরের জন্মদিন পালন করল নাতি-নাতনিরা। যে হাতে ধরা লাঠির ভয়ে এক সময়ে কাঁপত ব্রিটিশ পুলিশ, সেই হাতেই ছুরি ধরে দেবোময়বাবু কেক কাটলেন এ দিন। বসিরহাট পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এক সময়ে। ব্যারাকপুর ও চন্দননগরের সরকারি স্কুলে সংস্কৃত পড়িয়েছেন। ভ্যাবলা-টেঁটরা হাইস্কুলেও শিক্ষকতা করেছেন। দৈনিক খাদ্য তালিকার মধ্যে আছে আখের গুড়, দুধ ও কর্নফ্লেক্স। হাসতে হাসতে বললেন, “শরীরের জন্য কিছুটা সময় দিতেই হয়। না হলে শরীর-মন ভাল থাকবে কী করে?” নাতি-নাতনিরা জানালেন, অনুশীলন সমিতির সদস্য ছিলেন দেবোময়। লাঠি ঘোরাতেন অবিশ্বাস্য দ্রুতগতিতে। ইট-পাটকেলও ছিটকে যেত সেই লাঠির সামনে। ব্রিটিশ আমলে গ্রামের ছেলেদের নিয়ে তৈরি করেছিলেন ‘বান্ধব সমিতি।’ স্বাধীনতা সংগ্রামীদের বহু গোপন নথিপত্র মাটির তলায় লুকিয়ে রেখেছেন বহু বার।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার |
ঘরের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে স্বরূপনগরের পূর্ব পোলতা গ্রামে। পুলিশ জানায়, মৃতার নাম রেস্কনা মোল্লা (২১)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টিনের দেওয়াল ও টালির চালের বাড়ি বাড়ি রেস্কনাদের। বিপিএল তালিকাভুক্ত মোল্লা পরিবারের বাড়িতে সম্প্রতি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এ দিন বেলা ১০টা নাগাদ সব্জি কাটছিলেন ওই মহিলা। দেওয়ালের টিনে হাত লাগা মাত্র তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রতিবেশীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলেও তাঁকে বাঁচানো যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও ভাবে টিনের দেওয়াল বিদ্যুৎবাহী হয়ে গিয়েছিল।
|
এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মগরাহাট থানার এএসআই অনিমেষ দাসকে সাসপেন্ড করা হল। মাস খানেক আগে মগরাহাট থানা এলাকার বাসিন্দা এক মহিলা ওই পুলিশকর্মীর বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠীর কাছে ওই অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার জানিয়েছেন, বিভাগীয় তদন্তের পরে বুধবার সাসপেন্ড করা হয় ওই পুলিশকর্মীকে। অনিমেষবাবুকে আলিপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। |