প্রায় এক বছর ধরে তৈরি হয়েও ব্যবহার হচ্ছে না মন্দিরবাজারের বিজয়গঞ্জ মার্কেট কমপ্লেক্স। দোতলা এই ভবনের স্টলগুলি এখনও বিতরণ না হওয়ার ফলেই এই পরিস্থিতি।
২০০৭ সালে তৎকালীন সিপিএম পরিচালিত জেলা পরিষদের উদ্যোগে মার্কেট কমপ্লেক্সটি তৈরির জন্য এক কোটি টাকা অনুমোদন মেলে। জেলা পরিষদের গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের টাকায় সে সময়ে শিলান্যাস হয়েছিল। পরে জেলা পরিষদে ক্ষমতায় আসে তৃণমূল। তারা ওই টাকায় বিজয়গঞ্জ বাজারের পাশে প্রায় এক বিঘা জমির উপরে দোতলা ওই মার্কেট কমপ্লেক্সটি তৈরি করে। এখানে ৫০টি স্টল আছে। কিন্তু সেগুলি এখনও বিলি হয়নি। এ দিকে, মার্কেটটির সামনেই রয়েছে ২০-২৫টি ছোট দোকান। স্টল বিলি করতে গেলে তাদের অগ্রাধিকার দেওয়ার দাবি আছে। |
ওই দোকানদারদের বক্তব্য, স্টল পাওয়ার আশায় তাঁরা নিজেদের দোকানের সংস্কার করছেন না। অথচ, তৈরি হওয়ার পরে প্রায় এক বছর কেটে গেলেও কেন স্টল বিলি হচ্ছে না, তা জানানোও হচ্ছে না। স্থানীয় ব্যবসায়ী রূপম মণ্ডল, তপন সাহাদের দাবি, প্রায় এক বিঘা জমির উপরে দোতলা এই মার্কেট কমপ্লেক্স তৈরির সময়েই তাঁদের স্টল পাওয়ার অগ্রাধিকার দেওয়ার কথা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে আর এ ব্যাপারে কোনও কথাবার্তা এগোয়নি।
মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার বলেন, “সরকারি নিয়ম মেনে ওই স্টলগুলি বিলি করতে কিছু সমস্যা হয়েছিল। তবে মাসখানেক আগে তা মিটিয়ে ফেলা হয়েছে। বিষয়টি জেলা পরিষদ দেখছে।” মার্কেট কমপ্লেক্সের সামনে বসা হকারদের স্টল বিলির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আবু তাহের মোল্লা জানান, দাম নির্ধারণে কিছু সমস্যা হওয়ায় স্টল বিলি করা যায়নি। তবে সেই সমস্যা মিটেছে। সামনের মাসের মধ্যেই বিজ্ঞাপন দিয়ে স্টল বিলির ব্যবস্থা হবে। |