টুকরো খবর
গণপিটুনিতে তৃণমূল নেতার ভাই গ্রেফতার
চোর সন্দেহে মনোরোগী এক যুবককে পিটিয়ে মারায় অভিযোগে ৮ জনকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় তারক শী নামে স্থানীয় এক তৃণমূল নেতার নামও জড়িয়েছে। ওই নেতার ভাই ঘণ্টেশ্বরকে গ্রেফতারও করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঘাটাল থানার সাদিচকের মাঠ থেকে সুশান্ত মণ্ডল নামে মানসিক ভারসাম্যহীন ওই যুবকের দেহ উদ্ধার করে। অভিযোগ, সোমবার রাতে নন্দীপুর গ্রামে ওই যুবক ঘোরাঘুরি করছিলেন। চোর সন্দেহে গ্রামের কিছু লোক তাকে পিটিয়ে মেরে ফেলে। এই ঘটনায় দলীয় নেতার নাম জড়ানোয় অস্বস্তিতে পড়েছে তৃণমূল। ঘাটালের নন্দীপুর সংলগ্ন বেলপুকুরের বাসিন্দা তারক শী গত পুরভোটে শহরের ১৭ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। বর্তমানে তিনি ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের পরিচালন সমিতির সদস্য। তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক দিলীপ মাঝি বলেন, “শুনেছি তারক এই ঘটনায় মূল অভিযুক্ত। ঘটনাটি নিন্দনীয়। আইন আইনের পথে চলবে।” ঘাটাল থানার ওসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ধৃত ৮ জনের মধ্যে ৭ জনের বাড়ি নন্দীপুরে। আর এক জন সংলগ্ন বেলপুকুরের বাসিন্দা। ধৃতদের বুধবার ঘাটাল আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিন জেল-হাজতের নির্দেশ দেন। এই ঘটনায় অভিযুক্ত মোট ৩০ জন। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

বধূ নির্যাতনের নালিশ, ধৃত
বধূ নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ধৃত গুরুপদ সামন্তকে কাঁথি এসিজেএম আদালতে হাজির করা হলে ১৪ দিন জেল-হেফাজতের নির্দেশ হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে ভট্টবাড় গ্রামের নাবালিকা নমিতার সঙ্গে বিয়ে হয় পটাশপুর থানা এলাকার ছোট উদয়পুর গ্রামের বাসিন্দা গুরুপদর। অভিযোগ, বিয়ের কয়েক দিন পর থেকেই স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেরা তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। মাঝে শ্বশুরবাড়ি থেকে তাঁকে তাড়িয়ে দেওয়াও হয়। কিন্তু বিয়ের পর থেকেই বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ না রাখায় নমিতা আশ্রয় পাননি বাপের বাড়িতেও। বছর খানেক আগে স্থানীয় চন্দনপুর গ্রামের মন্দিরের এক পুরোহিত তাঁকে নিজের বাড়িতে আশ্রয় দেন। গত মঙ্গলবার স্বামী ও শ্বশুর-সহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই বধূ।

দাসপুরে প্রচারে তৃণমূল মন্ত্রীরা
দাসপুরে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
প্রার্থী মমতা ভুঁইয়াকে সঙ্গে নিয়ে দাসপুর বিধানসভা উপ-নির্বাচনের প্রচারে বুধবার বিকেলে পদযাত্রা করলেন মন্ত্রী ও তৃণমূল নেতারা। পরে দাসপুর বাসস্ট্যান্ডে সভাও হয়। দাসপুর বকুলতলা থেকে শুরু পদযাত্রার প্রথম সারিতে ছিলেন জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র, তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি দীনেন রায়, বিধায়ক শঙ্কর দলুই, শ্রীকান্ত মাহাতো, মৃগেন মাইতি প্রমুখ। হাজারখানেক লোকের মিছিল শেষ হয় বাসস্ট্যান্ডে। সেখানকার সভায় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধায়ও। তাঁর দাবি, “আমাদের রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। এক বছরের মধ্যে পাহাড় থেকে জঙ্গলমহলের সমস্যার সমাধান হয়েছে। এই উন্নয়নেরই সাথী হবেন মমতা ভুঁইয়া।”

মৌমিতার প্রেরণা সৌরভের লড়াই
প্রত্যন্ত গ্রামের বাড়িতে এখনও বিদ্যুতের আলো এসে পৌঁছয়নি। লম্ফের ধোঁওয়া ওঠা মৃদু আলোতেই পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকে ৪১৯ নম্বর পেয়েছে রামনগর-২ ব্লকের সটিলাপুর গ্রামের মৌমিতা করণ। ৮৩ শতাংশ নম্বর পেয়েও আর্থিক কারণে উচ্চশিক্ষা সম্ভব হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে মৌমিতা। পরিবারের মাত্র চার কাঠা ধানজমি। তাতে গোটা বছরের অন্নের সংস্থান হয় না বলে বাবা যামিনী করণকে ছুটতে হয় পঞ্চায়েতেএকশো দিনের প্রকল্পে কাজ খুঁজতে। উচ্চ মাধ্যমিকে বাংলায় ৮১, ইংরাজিতে ৭৩, জীববিদ্যায় ৮৮, পুষ্টিবিজ্ঞানে ৮৭ আর ভূগোলে ৯০ পেয়েছে মৌমিতা। আগামী দিনে পুষ্টিবিজ্ঞান নিয়ে পড়ে শিক্ষিকা হতে চায় সে। দিনে ১০ ঘণ্টা পড়াশোনা করার পর বাড়ির কাজকর্মে হাত লাগাতে হয় মৌমিতাকে। তারই মধ্যে অবসর সময়ে রবীন্দ্রসঙ্গীত শোনে সে। রবিঠাকুরের কবিতা আর শরৎচন্দ্রের উপন্যাস পড়তে ভাল লাগে। পছন্দের ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির লড়াকু মানসিকতাই মৌমিতাকে জীবনসংগ্রামের প্রেরণা দেয়।

রামনগরে পাট্টা বিলি
নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে ৩৬ জন ভূমিহীন দম্পতিকে জমির পাট্টা দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী। বুধবার বিকেলে রামনগর ২ ব্লকের সভাকক্ষে এই উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, অতিরিক্ত জেলাশাসক (ভূমি) সুনীতা মিত্রদেব, মহকুমাশাসক সুমিত গুপ্ত প্রমুখ।

স্কুলে ত্রি-মূর্তি
ঘাটাল থানার সাদিচক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার আবরণ উন্মোচন করা হল বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ এবং নজরুলের আবক্ষ মূর্তির। উপস্থিত ছিলেন ঘাটালের বিডিও দেবব্রত রায়। স্কুলের প্রধান শিক্ষক প্রণয় ভটাচার্য বলেন, “মূর্তিগুলি তৈরি করতে লক্ষাধিক টাকা খরচ হয়েছে।” জানা গিয়েছে, বিডিও নিজে একটি মূর্তির খরচ দিয়েছেন। অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রী,অভিভাবক, স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

তৃণমূলের মিছিল
পিংলায় মিছিল করল তৃণমূল। বুধবার পিংলার মুণ্ডুমারিতে মিছিল হয়। তৃণমূল সরকারের বর্ষপূর্তি, পুরভোটে জয় ও সিপিএমের সন্ত্রাসের প্রতিবাদেই মিছিল বলে জানিয়েছেন তৃণমূল নেতা গৌতম জানা। সিপিএম এলাকায় সন্ত্রাস চালানোর চেষ্টা করছে বলে মিছিলে স্লোগানও ওঠে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.