ফরাসি ওপেনের পুরুষ সিঙ্গলস সেমিফাইনালে এক, দুই, তিন নম্বর বাছাই উঠলেও তাল ভঙ্গ ঘটল চতুর্থ কোয়ার্টার ফাইনালে। চার নম্বর বাছাই অ্যান্ডি মারে নন, জিতলেন ছ’নম্বর দাভিদ ফেরার। ফলে শুক্রবারের দ্বিতীয় সেমিফাইনাল দুই স্প্যানিশের মধ্যে। ক্লে কোর্ট সম্রাট রাফায়েল নাদাল বনাম তাঁর দেশোয়ালি প্রতিপক্ষ ফেরার।
বুধবারের রোলাঁ গারো স্প্যানিশদের চেয়েও বেশি আগ্রহের গ্র্যান্ড স্লাম ক্ষেত্র হয়ে উঠতে পারত ভারতীয় টেনিসপ্রেমীদের কাছে। কিন্তু সেখানেও তাল ভঙ্গ হয়ে গেল। মিক্সড ডাবলস ফাইনালে লি বনাম হেশ তথা ফাইনালের চার কুশীলবের মধ্যে তিন জনই ভারতের হতে-হতেও হল না। বৃহস্পতিবারের ফাইনালের চব্বিশ ঘণ্টা আগেই লিখে ফেলা গেল না যে, মিক্সড ডাবলস খেতাব প্যারিস থেকে ভারতে আসছেই।
কারণ সেমিফাইনালে মহেশ ভূপতি-সানিয়া মির্জা ৬-৪, ৬-২ ব্রাসিয়ালি-ভস্কোবায়োভাকে হারালেও লিয়েন্ডার পেজ-এলেনা ভেসনিনা অপ্রত্যাশিত ভাবে হেরে গেলেন অখ্যাত মেক্সিকান-পোলিশ জুটি গঞ্জালেস-ইগনাচিকের কাছে। ৩-৬, ৬-৭ (২-৭)। অথচ আগের রাউন্ডেই শীর্ষ বাছাই জুটিকে হারিয়েছিলেন লিয়েন্ডাররা। মহেশ-সানিয়া জুটির ঝুলিতে একটা গ্র্যান্ড স্লাম খেতাব (২০০৯ অস্ট্রেলীয় ওপেন) আছে। এ বার নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলছেন। কালও ফাইনালে সপ্তম বাছাই ভারতীয় জুটি ফেভারিট। কিন্তু লিয়েন্ডারদের হারিয়ে ফাইনালে ওঠা অবাছাই প্রতিপক্ষদের হালকা ভাবে নেওয়ারও কোনও অবকাশ নেই।
ক্লে কোর্ট গ্র্যান্ড স্লামে লি বনাম হেশ লাইন আপ তৈরির সম্ভাবনা যখন ক্রমশ ফ্যাকাশে হচ্ছে, ততক্ষণে ছ’বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদাল আরও এক বার কোয়ার্টার ফাইনালে স্ট্রেট সেটে হারালেন স্বদেশীয় অ্যালমাগ্রোকে। ৭-৬ (৭-৪), ৬-২, ৬-৪। আটে আট এবং ক্লে কোর্টে অ্যালমাগ্রোর বিরুদ্ধে ৬-০ হল নাদালের। তার মধ্যে তিন বার রোলাঁ গারোয় কোয়ার্টার ফাইনালে। যিনি সর্বাধিক সপ্তম বার ফরাসি ওপেন জিতে বিয়র্ন বর্গের রেকর্ড ভাঙার অভিযানে নেমেছেন। নাদালের সেমিফাইনাল প্রতিপক্ষ ফেরার অ্যান্ডি মারেকে ক্লে কোর্টে চতুর্থ বার হারালেন। ৬-৪, ৬-৭ (৩-৭), ৬-৩, ৬-২। মেয়েদের দ্বিতীয় সেমিফাইনালে শারাপোভার সামনে কিভিতোভা। গত বছরের উইম্বলডন ফাইনাল হারের শোধ তোলার সুযোগ রুশ গ্ল্যামার গার্লের সামনে। কোয়ার্টার ফাইনালে শারাপোভা ৬-২, ৬-৩ হারান কানেপিকে। স্বেদোভাকে ৩-৬, ৬-২, ৬-৪ হারিয়েছেন কিভিতোভা। |