টুকরো খবর
পূজারার সঙ্গে নায়ক সামিও
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’-র বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্ট ম্যাচে ভারত ‘এ’-র রুদ্ধশ্বাস ২ উইকেটে জয়ের পিছনে অধিনায়ক চেতেশ্বর পূজারার অসাধারণ ইনিংসের পাশাপাশি অবদান থাকল বাংলার সামি আমেদেরও। জেতার জন্য ১৮৬ তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে একটা সময় ৯৫-৭ হয়ে গিয়েছিল ভারত ‘এ’। রোহিত শর্মা (২৩), মনোজ তিওয়ারি (৫), ঋদ্ধিমান সাহা (৩) দ্বিতীয় ইনিংসে সবাই ব্যর্থ। কিছু পরে ভুবনেশ্বর কুমারও (৫) ফিরে গেলে ভারত ‘এ’-র স্কোর দাঁড়ায় ১১৫-৮। হার প্রায় অনিবার্য দেখাচ্ছিল। সেখান থেকে দশ নম্বরে ব্যাট করতে নামা বাংলার মিডিয়াম পেসার সামিকে (২৭ নঃআঃ) নিয়ে অনবদ্য পালটা লড়াই দিয়ে পূজারা (৯৬ নঃআঃ) অবিচ্ছেদ্য নবম উইকেটে ৭৩ রান যোগ করে অভাবিত জয় এনে দেন। সামির এর আগে মাত্র ৬টা প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল। যেখানে তাঁর মোট রান সাকূল্যে ৪২। ভারত ‘এ’-র হয়ে ক্যারিবিয়ান সফরেই প্রথম বিদেশের মাঠে খেললেন। কিন্তু ম্যাচে ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে প্রবল চাপের মধ্যে দু’ঘণ্টারও বেশি ক্রিজে অপরাজিত থেকে ৬০ বল খেলেন বাইশ বছরের তরুণ। ২টি বাউন্ডারির পাশাপাশি একটি ছক্কাও মেরেছেন। ‘এ’ দলে তিনি বাংলার চতুর্থ ক্রিকেটার। বাংলার বিজয় হাজারে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সামির দারুণ পারফরম্যান্স (৭ ম্যাচে ১৫ উইকেট) তাঁকে ভারত ‘এ’ দলে জায়গা করে দিয়েছিল।

বোর্ড বনাম ক্রীড়ামন্ত্রক, নামই গেল না অর্জুনের জন্য
ভারতীয় ক্রিকেট বোর্ড ও কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের মধ্যে যোগাযোগের অভাবে ভারতের কোনও ক্রিকেটারের এ বার হয়তো অর্জুন পাওয়া হচ্ছে না। নিয়ম অনুযায়ী বিভিন্ন ক্রীড়া সংস্থা অর্জুন পুরস্কারের জন্য নাম সুপারিশ করে পাঠায় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে। জানা গিয়েছে, ২০১১ সালে ভারত বিশ্বকাপ জেতা সত্ত্বেও ভারতীয় বোর্ডের তরফ থেকে কোনও নাম সুপারিশ করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে পাঠানো হয়নি। বোর্ডের প্রধান প্রশাসনিক অফিসার রত্নাকর শেঠি বলেন, “আমরা ক্রীড়ামন্ত্রকের কাছ থেকে কোনও ফর্ম পাইনি। এটা এই প্রথম বার হল। ওরা আমাদের কিছু জানায়নি। কী ভাবে আমরা নাম পাঠাতাম?” ও দিকে, যোগাযোগ করা হলে ক্রীড়ামন্ত্রী অজয় মাকেনের দফতরের এক কর্তা বলেন, “ভারতীয় বোর্ডকে ফর্ম পাঠাতে হবে কেন যখন ফর্ম ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়? যে কোনও ক্রীড়া সংস্থাই সেটা করতে পারে। ভারতীয় বোর্ড কেন নাম পাঠায়নি, সেটা ওদের ব্যাপার।”

বিদ্রোহীদের সভার পাশে কোচিং
এক দিকে রাজ্য সরকারের বিরুদ্ধে জেলা ক্রীড়া সংস্থাগুলো বিদ্রোহী হয়ে সভা ডেকেছে ময়দানে। অন্য দিকে ক্রীড়া পর্ষদের উদ্যোগে জেলার কোচদের কোচিং হচ্ছে যুবভারতীতে। কলকাতা ক্রীড়ায় আজ অভিনব সমারোহ। ফুটবলে শ্যাম থাপা, মনোজিৎ দাস। অ্যাথলেটিক্সে কুন্তল রায়, মনোরঞ্জন পোড়েল। সাঁতারে বুলা চৌধুরী। জেলার কোচদের ট্রেনিং দেবেন এঁরা। অন্য দিকে জেলা ক্রীড়া সংস্থার ক্ষুব্ধ কর্তারা বৈঠকে বসছেন এ দিনই। অনেকে রাজ্য সরকারের ক্রীড়া দফতরের নির্দেশনামা পাননি। অনেক জেলা সংস্থাকে সংশ্লিষ্ট জেলা শাসক আশ্বাস দিয়েছেন, তাঁরা নতুন কমিটিতে পুরনো সদস্যদেরই রাখবেন। যাঁরা আশ্বাস পাননি, তাঁরা মামলা করার কথা ভাবছেন। সেটা ঠিক হবে সভায়।
মেয়ের জন্য খেলে যাবেন বেকহ্যাম
তাঁর এগারো মাসের কন্যাটির ‘ব্র্যান্ডেড’ পোশাকের জোগান দিতেই তাঁকে ফুটবল খেলে যেতে হবে। সম্প্রতি এই রকম মন্তব্যই করেছেন ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। তিনি জানিয়েছেন, মা ভিক্টোরিয়া বেকহ্যামের মতোই দামি ‘ব্র্যান্ডেড’ পোশাক পছন্দ করে মেয়ে হারপার। আরও বলেছেন, এই বয়সেই হারপারের পোশাক-পরিচ্ছদের সংগ্রহ তাক লাগিয়ে দেওয়ার মতো।

দ্রোণাচার্যের জন্য কোলাসোর নাম
দ্রোণাচার্যের জন্য পাঁচ বার আই লিগজয়ী কোচ আর্মান্দো কোলাসোর নাম কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে পাঠাল ফেডারেশন। যদিও অর্জুনের জন্য কোনও নাম পাওয়া যায়নি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.