হাওড়ায় বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে আক্রান্ত |
পুরসভার ঘোষিত বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে আক্রান্ত হলেন হাওড়া পুরসভার দু’জন ইঞ্জিনিয়ার ও কর্মীরা। বুধবার, শিবপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ট্রাম ডিপো এলাকায়। পুরসভা সূত্রে খবর, ঘোষবাগান লেনের একটি বাড়ির চারতলার বেআইনি অংশ ভাঙতে যান পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাপস দত্ত ও পার্থ লাহিড়ী। তাঁদের সঙ্গে পুলিশবাহিনীও ছিল। অভিযোগ, তাঁরা বেআইনি অংশ ভাঙতে শুরু করলে ওই বাড়ির বাসিন্দা-সহ কয়েকশো মানুষ পুলিশের সামনে তাঁদের মারধর করেন। পুরসভার পক্ষ থেকে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। মেয়র মমতা জয়সোয়াল বলেন, “বেআইনি বাড়ি ভাঙতে গেলেই ইঞ্জিনিয়ার ও কর্মীরা আক্রান্ত হচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রে পুলিশ দর্শকের ভূমিকা নিচ্ছে। এ ভাবে চললে পুরসভা বেআইনি বাড়ি তৈরি রুখবে কী করে?” হাওড়া সিটি পুলিশের ডিসি নিশাদ পারভেজ বলেন, “পুরসভা বাহিনী চাইলেই দেওয়া হচ্ছে। এ দিনও দেওয়া হয়েছিল। ঠিক কী হয়েছিল, খোঁজ নিয়ে দেখছি।”
|
চাকরির প্রথম দিন কর্মস্থলের পথে মৃত্যু হল এক যুবকের। বুধবার সকালে হাওড়া-তারকেশ্বর শাখার নালিকুল স্টেশনের ওই ঘটনায় মৃতের নাম প্রগত সিংহ রায় (২৫)। তিনি তারকেশ্বরের পদ্মপুকুর এলাকার বাসিন্দা। রেল পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কলকাতার একটি বেসরকারি সংস্থায় চাকরি পেয়েছিলেন প্রগত। এ দিন কাজে যোগ দেওয়ার কথা ছিল। দিন কয়েক ধরে অসুস্থ প্রগতকে তাঁর বাবা অসীম সিংহ রায় সকালে ট্রেনে তুলে দেন। চলন্ত ট্রেনেই অসুস্থ হয়ে পড়ায় প্রগত নেমে পড়েন হরিপাল স্টেশনে। খানিক জিরিয়ে ফের ট্রেন ধরেন। শরীর খারাপ লাগায় এ বার নেমে পড়েন নালিকুলে। সেখান থেকেই ফোনে সে কথা জানান বাবাকে। অসীমবাবু ছেলেকে বলেন, কাছেই এক পরিচিতের বাড়ি চলে যেতে। কিন্তু প্রগত তা না শুনে আবার হাওড়াগামী ট্রেনে ওঠার চেষ্টা করেন। ভিড় ট্রেনের রড ধরতে গিয়ে হাত ফস্কে যায়। যাত্রীরা টেনে তোলার চেষ্টা করলেও ট্রেন গতি বাড়িয়ে দেওয়ায় প্ল্যাটফর্মে থেকে কিছুটা দূরে লাইনের পাশে পড়ে মারা যান ওই যুবক।
|
জাম পাড়তে গিয়ে বাড়ির কার্নিস ভেঙে যাওয়ায় পড়ে গিয়ে মৃত্যু হল এক বালিকার। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে খানাকুলের বালিপুরে। মৃতের নাম তানিয়া মাইতি (১৩)। পুলিশ জানায়, বাড়ির একতলার ছাদের কার্নিসে দাঁড়িয়ে সে গাছ থেকে জাম পাড়ছিল। তখনই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
|
জেলা প্রশাসন দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরেও দুষ্কৃতীরা এলাকার একটি বিল ভরাটের চেষ্টা করায় এ বার প্রতিবাদ সভা করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সন্ধ্যায় হাওড়ার দাশনগরে এই প্রতিবাদ সভা হয়। বাসিন্দাদের অভিযোগ, দাশনগরে চপলাদেবী রোডে হাওড়া পুরসভার তালিকাভুক্ত এক একরের ওই বিলটি দীর্ঘ দিন ধরে ভরাটের চেষ্টা চালিয়ে যাচ্ছিল এলাকার কিছু জমি মাফিয়া। এ ব্যাপারে হাওড়া পুরসভার মেয়র ও জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানাবার পরে প্রশাসন ভরাট রুখতে উদ্যোগী হয়। পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়। কিন্তু তার পরেও ওই বিলটি ভরাটের কাজ চলতে থাকে বলে অভিযোগ। যদিও এ ব্যাপারে হাওড়া সিটি পুলিশের ডিসি (সদর) নিশাদ পারভেজ বলেন, “ওই বিলটি ফের ভরাট হচ্ছে কি না জানা নেই। হলে ব্যবস্থা নেওয়া হবে।” |