বরখোলার বিধায়ক রুমি নাথের বিরুদ্ধে ৭০ লক্ষ টাকার অর্থ ও গয়না চুরি, অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া এবং বেআইনি ভাবে অন্য পুরুষকে বিয়ে করার অভিযোগে শিলচরের সিজেএম আদালতে মামলা ঠুকলেন তাঁর স্বামী রাকেশ সিংহ। সেই সঙ্গে এ অভিযোগও উঠেছে, রুমি দেবী ও তাঁর দ্বিতীয় স্বামী আবু সাহিদ মহম্মদ জাকির হুসেন মুখে ১৩ এপ্রিল বিয়ে করার কথা বললেও ত্রিপুরার আদালতে এফিডেভিট করে জানিয়েছেন যে, তাঁদের বিয়ে হয়েছে ১৫ মে। রাকেশের অভিযোগ, বিয়ের তারিখ ও ধর্ম নিয়েও আদালতেও মিথ্যা হলফনামা দিয়েছেন রুমিরা।
প্রথম স্বামী রাকেশের বিরুদ্ধে ইতিমধ্যে দিসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন রুমি। গত কাল রাকেশও স্ত্রীর বিরুদ্ধে, শিলচরের সিজেএম আদালতে মামলা দায়ের করেন। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ না ঘটিয়ে দ্বিতীয় বিয়ে, সহবাস এবং চুরির অভিযোগ প্রমাণ হলে রুমির সাত বছর অবধি কারাদণ্ড হতে পারে। রুমির অবশ্য দাবি, “৭০ লক্ষ টাকার গয়না ও টাকা দূরের কথা, পালানোর সময় আমার ব্যাগে ৩০০ টাকা, গলায় একটি হার ও কানে দুল ছিল মাত্র।”
সীমান্ত উন্নয়ন মন্ত্রী সিদ্দেক আহমেদ নিজে রুমি-জাকিরের বিয়ে দিয়েছেন বলে এর আগে দাবি করেছিলেন বিধায়ক রুমি দেবী। কিন্তু এখন গোটা ব্যাপারটাই অস্বীকার করে সিদ্দেক অভিযোগ তুলেছেন যে, জাকির রুমিকে বিয়ে করার আগে আরও দুই মহিলার সঙ্গে সহবাস করেছেন জাকির। তিনি ধর্ষণের মামলায়ও জড়িত। সিদ্দেক বরং রুমিকে সাহায্য করার জন্য জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী গৌতম রায় ও তার ঘনিষ্ঠ ইকবাল হুসেনের দিকে আঙুল তুলেছেন। |