টুকরো খবর
তিন সহকর্মীকে মেরে আত্মঘাতী মদ্যপ জওয়ান
অপ্রকৃতিস্থ অবস্থায় নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে তিন সহকর্মীকে মেরে শেষে আত্মঘাতী হলেন রিজার্ভ ব্যাটালিয়নের এক জওয়ান। ঘটনাটি ঘটেছে মণিপুরের লামলাই এলাকার মাফৌ বাঁধে। পুলিশ জানায়, গত কাল দুপুরেই ৬ নম্বর আইআরবি-র ব্যারাক থেকে বেরিয়ে গিয়েছিলেন রাইফেলম্যান কাইখো হাও। বিকেলে মদ্যপ অবস্থায় ব্যারাকে ফিরেই তিনি নিজের ঘরে গিয়ে সেল্ফ লোডিং রাইফেলের ম্যাগাজিনে গুলি ভরতে থাকেন। বিপদ আঁচ করে তাঁর এক সহকর্মী ঘর থেকে বের হয়ে আশপাশের সকলকে সতর্ক করে দেন। এরপরেই, হাও বেরিয়ে এসে গুলি চালাতে থাকেন। ঘটনার সময় ঘুমিয়ে থাকায় সতর্ক হওয়ার সুযোগ পাননি হাবিলদার থকচম বীরবল, খোংজাথাং ভাইতে ও হাওরংবাম দেবেন। বীরবল ও ভাইতে বিছানাতেই মারা যান। দেবেনের মৃত্যু হয় হাসপাতালে। পরে, রাইফেলের নল নিজের মুখে ঢুকিয়ে গুলি চালান হাও। ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে আসেন এডিজি পি এম গৌড় ও ৬ আইআরবির কম্যান্ডিং অফিসার লক্ষ্মী প্রসাদ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অক্টোবরে বিয়ে সইফ-করিনার
শুভ কাজ যে এ বছরেই সেরে ফেলবেন, সইফ-করিনা নিজেরাই জানিয়েছিলেন সে কথা। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৬ অক্টোবর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের এই দুই তারকা। ভাইয়ের বিয়ের খবর জানিয়ে আজ টুইট করেছেন সোহা আলি খান। পটৌডীর নবাব সইফের সঙ্গে গত পাঁচ বছর ধরে সম্পর্ক করিনার। রাজকীয় এই বিয়ের আয়োজনের দিকেই এখন তাকিয়ে তাঁদের ভক্তকুল।

মুখিয়া হত্যার তদন্ত ভার সিবিআইকে
বিরোধীদের দাবি মেনে রণবীর সেনা-প্রধান ব্রহ্মেশ্বর মুখিয়া হত্যাকাণ্ডের তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ারই সুপারিশ করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আজ নিজের বাসভবনেই এ ব্যাপারে বৈঠক ডেকেছিলেন নীতীশ। বৈঠকে উপস্থিত ছিলেন বিহার পুলিশ ও রাজ্য স্বরাষ্ট্র দফতরের পদস্থ কর্তারা। পরে এক সরকারি মুখপাত্র জানান, বৈঠকে সকলের সঙ্গে কথাবার্তা বলার পর ওই হত্যাকাণ্ডের তদন্তের ভার সিবিআইয়ের হাতেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। এ দিকে, আজ হত্যায় জড়িত সন্দেহে জামশেদপুরের বিষ্টুপুর এলাকা থেকে ঋ
তেশ কুমার ওরফে মনু বলে এক যুবককে পুলিশ আটক করেছে। এ ব্যাপারে বিহার পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

শৌচাগারে বিপুল খরচ, সাফাই যোজনা কমিশনের
দু’টি শৌচাগার সারাতে তারা ৩৫ লক্ষ টাকা খরচ করলেও তাকে ‘অপচয়’ বলতে নারাজ যোজনা কমিশন। তথ্যের অধিকার আইনে এই খরচের কথা প্রকাশ্যে আসার পরে তা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে যোজনা কমিশন আজ তাদের বিবৃতিতে বলেছে, “দু’টি শৌচাগার সারাতেই এত টাকা লেগেছে বলা হচ্ছে, কিন্তু আসলে ওই প্রত্যেকটি শৌচাগার একসঙ্গে দশ জন ব্যবহার করতে পারবেন। প্রতিবন্ধীদের আলাদা ব্যবস্থা রয়েছে। রুটিন রক্ষণাবেক্ষণ ও মানোন্নয়নে এই খরচ হয়েছে। দুর্ভাগ্যজনক ভাবে তাকে ‘অপচয়’ বলা হচ্ছে।’’ যোজনা কমিশনের দাবি, তাদের ভবনে শৌচাগারের খারাপ মান নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। তাই গোটা ব্যবস্থাটাই ঢেলে সাজা হয়েছে। তবে তারা বলছে, খরচ হয়েছে ৩০ লক্ষ টাকা। আরও ৫ লক্ষ টাকা ব্যয়ে প্রথমে ওই শৌচাগারে স্মার্ট কার্ড চালু করা হয়েছিল। যা পরে বাতিল করা হয়। তবে বিতর্ক পিছু ছাড়ছে না। বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হুসেন আজ বলেন, “দারিদ্র সম্পর্কে যোজনা কমিশন পাঠ্যবইয়ের বাইরে কিছু জানে না।” কংগ্রেস মুখপাত্র রশিদ আলভিও বলেন, “সরকারি টাকা বুঝেশুনে খরচ করা উচিত। শৌচাগারের ব্যাপারে কী হয়েছে, সেটা আপনারা কমিশনকেই জিজ্ঞাসা করুন।”

প্রণবকে ঘিরে ফের জল্পনা
রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে এ বার জল্পনা উস্কে দিলেন অজিত সিংহ। ইউপিএ-র তরফে প্রার্থী মনোনয়নের বিষয়টি নিয়ে গত কালই কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠক করেছেন তিনি। এর ২৪ ঘণ্টা পর রাষ্ট্রীয় লোকদলের নেতা তথা কেন্দ্রীয় বিমানমন্ত্রী অজিত আজ বলেন, “কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাষ্ট্রপতি পদের জন্য সুযোগ্য নেতা। তাঁর সম্পর্কে আমার মনোভাব ইতিবাচক।” তবে পর ক্ষণেই অজিত যোগ করেন, “অন্যদের সম্পর্কেও অবশ্য আমি ইতিবাচক মনোভাবই পোষণ করি।” শরিকদের সঙ্গে কথা বলে সনিয়া গাঁধী শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে প্রার্থীর নাম ঘোষণা করবেন। তার ঠিক আগেই প্রণববাবুকে নিয়ে অজিতের ওই মন্তব্য স্বাভাবিক ভাবেই ফের জল্পনা উস্কে দিয়েছে রাজধানীতে।

বাবা হলে ছুটি সাত দিনের
ত্রিপুরায় সাতদিনের ‘পিতৃত্বকালীন ছুটি’ চালু হচ্ছে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দুই সন্তানের জন্মের ক্ষেত্রে সাত দিন করে সবেতন এই ছুটি ভোগ করতে পারবেন রাজ্যের সরকারি কর্মীরা। চলতি অর্থবর্ষের বাজেট অধিবেশনেই বিবাহিত পুরুষদের জন্য ‘পিতৃত্বকালীন ছুটি’-র প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী বাদল চৌধুরী। প্রসঙ্গত, ত্রিপুরায় রাজ্য সরকারের অধীনে বিবাহিত মহিলা কর্মীরা ১৮০ দিন অর্থাৎ ছ’ মাস পর্যন্ত ‘মাতৃত্বকালীন’ ছুটি নিতে পারেন।

নরেন্দ্রকে খুন করা হয়নি, দাবি সিবিআইয়ের
আইপিএস অফিসার নরেন্দ্র কুমার সিংহের মৃত্যুর ঘটনা কোনও হত্যাকাণ্ড নয় বলে আজ জানিয়ে দিল সিবিআই। গত মার্চে মধ্যপ্রদেশের মোরেনা জেলায় অবৈধ খনিজ পাচারে বাধা দিতে গিয়ে ট্রাক্টর চাপা পড়ে প্রাণ হারান ওই আইপিএস অফিসার। এই ঘটনায় ট্রাক্টর চালক মনোজ গুর্জরের বিরুদ্ধে খুনের অভিযোগ আজ তুলে নিল সিবিআই। বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সুমন শ্রীবাস্তবের এজলাসে এ দিন এই মামলার চার্জশিট পেশ করে সিবিআই। তাদের পক্ষ থেকে আইনজীবী এ এইচ খান জানান, এই ঘটনায় রাজনীতির যোগ নেই। খনি মাফিয়া চক্রও এর সঙ্গে যুক্ত নয়। ট্রাক্টর চালক বাধা পেয়ে নরেন্দ্র সিংহকে পা দিয়ে ঠেলে দেন। তাতেই পড়ে গিয়ে গাড়ির তলায় চলে যান ওই অফিসার। তাই চার্জশিটে পরিকল্পিত খুনের বদলে অপেক্ষাকৃত লঘু ধারায় অভিযোগ আনা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

তামিলনাড়ু যেতে পারবেন রাজা, বলল আদালত
টুজি কাণ্ডের অন্যতম অভিযুক্ত এ রাজাকে নিজের রাজ্য তামিলনাড়ুতে যাওয়ার অনুমতি দিল দিল্লির এক আদালত। এ মাসের ৮ থেকে ৩০ তারিখের মধ্যে সেখানে যেতে পারবেন তিনি, বলে জানিয়েছে আদালত। গত ১৫ মে টুজি মামলায় জামিন পান রাজা। তখনই আদালত তাঁর নিজের রাজ্যে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল। এই নিষেধাজ্ঞা শিথিল করার আবেদন জানিয়ে ফের আদালতের দ্বারস্থ হন রাজা। তাঁর যুক্তি ছিল, প্রায় এক বছর তামিলনাড়ু যাননি তিনি। তা ছাড়া, গরমের ছুটির জন্য ৯ থেকে ৩০ জুন পর্যন্ত আদালতের কাজ বন্ধ থাকবে। এই যুক্তি মেনে আজ রাজাকে তামিলনাড়ু যাওয়ার অনুমতি দেয় আদালত।

জামশেদপুরে ছিনতাই
দিন দুয়েক আগে একটি পেট্রোল পাম্পে লুঠের পর আজ বিকেলে ফের জামশেদপুরের মানগো থানার ডিমনা রোডের এক বাণিজ্যিক সংস্থার কাছে মোটর গাড়ির ডিকি ভেঙে দেড় লক্ষ টাকা লুঠ করে পালিয়েছে দুষ্কৃতীরা।

গোয়েন্দা তৎপরতা
আসন্ন বর্ষায় মাওবাদী জঙ্গিরা নতুন কৌশলে হামলা চালাতে পারে— এই আশঙ্কায় আগাম প্রস্তুতি নিচ্ছে ঝাড়খণ্ড প্রশাসন। এই বিষয়ে আজ সিআরপি-র পদস্থ কর্তাদের সঙ্গে রাজ্যের পুলিশ কর্তাদের দীর্ঘ বৈঠক হয়। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডে মাওবাদী প্রভাবিত জেলাগুলির পুলিশ সুপাররাও। সরকারি সূত্রের খবর, মাওবাদী জঙ্গি এবং বিভিন্ন নকশাল গোষ্ঠীর বিরুদ্ধে ধারাবাহিক অভিযান জারি তো থাকছেই। পাশাপাশি জঙ্গি সংগঠনগুলির গতিবিধির খবর আগাম সংগ্রহের জন্য গোয়েন্দা বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে ঝাড়খণ্ড প্রশাসন। এর জন্য পুলিশের জনসংযোগ বাড়ানোর উপরে এ দিনের বৈঠকে বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, রাজ্যের মাওবাদী প্রভাবিত জেলাগুলিতে সশস্ত্র পুলিশের সংখ্যা বাড়ানো হবে। নজরদারি বাড়ানো হবে জঙ্গল ও সংলগ্ন গ্রামাঞ্চলে। ঝাড়খণ্ডের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তীসগঢ় এবং বিহারের সীমাবর্তী এলাকায় বিশেষ নজরদারি জারি রাখা হচ্ছে।

শিবির থেকে জঙ্গি উধাও
সংঘর্ষবিরতিতে থাকা এএনভিসি জঙ্গিদের মাথা গুনে দেখা গেল অন্তত ১৫ জন জঙ্গি বিক্ষুব্ধ শিবিরে যোগ দিয়েছে। মেঘালয়ের গারো পাহাড়ে, সংঘর্ষবিরতিতে থাকা এএনভিসি জঙ্গি সংগঠনে সম্প্রতি ভাঙন ধরে। দীর্ঘদিন ধরে শান্তি আলোচনা শুরু না হওয়ায় তোরিক জংনিং মারাকের নেতৃত্বে সংগঠনের কয়েকজন সদস্য, অস্ত্র নিয়ে অরণ্যে ফিরে গিয়েছেন। ঠিক কতজন জঙ্গি শিবির ছেড়েছেন জানতে গত কাল তুরায়, জঙ্গিদের মাথা গোনা হয়। নথিভুক্ত ১৮৭ জন জঙ্গির মধ্যে গণনায় হাজির ছিলেন ১৫৬ জন অস্ত্রসমর্পণ করা জঙ্গি। ব্যক্তিগত কারণ বা অসুস্থতার জন্য ১৬ জন আসতে পারেননি। পুলিশের সন্দেহ, বাকি ১৫ জন অস্ত্র-সহ তোরিকের সঙ্গে পালিয়েছেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.