যৌথ বাহিনীর অভিযান চলাকালীন চাইবাসার কৈতুকা জঙ্গল লাগোয়া গ্রামে হানা দিয়ে এলাকার প্রভাবশালী দুই ব্যক্তিকে হত্যা করল মাওবাদী জঙ্গিরা। গুলিবিদ্ধ দুটি দেহই পাওয়া গিয়েছে কৈতুকা জঙ্গলে। তদন্তকারী পুলিশ অফিসাররা মনে করছেন, প্রথমে জঙ্গিরা গ্রাম থেকে ওই দুজনকে তুলে জঙ্গলে নিয়ে যায়। সেখানেই খুব কাছ থেকে গুলি করে তাঁদের হত্যা করা হয়।
গত কাল রাতের এই ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মাওবাদীদের হাতে লেখা পোস্টার পাওয়া গিয়েছে। পোস্টারে ওই জোড়া হত্যাকাণ্ডের দায় স্বীকার করা হয়েছে। জঙ্গিরা জানিয়েছে, পুলিশের চর বলেই তাঁদের হত্যা করা হয়েছে। নিহতরা হলেন: যুগলকিশোর তাঁতি (৫৫) এবং এলাকার বিজেপি নেতা জীবনলাল সওয়াতি (৩৮)। চাইবাসার পুলিশ সুপার অরুণকুমার সিংহ জানিয়েছেন, গত কাল গভীর রাতে মাওবাদী জঙ্গিরা অতর্কিতে হানা দেয় করাইকেলা থানার কৈতুকা জঙ্গল লাগোয়া গ্রামটিতে। পুলিশের চর সন্দেহে গুলি করে হত্যা করেছে দুজন গ্রামবাসীকে। জঙ্গলের একই জায়গা থেকে মিলেছে দুই গ্রামবাসীর মৃতদেহ। দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
চাইবাসার করাইকেলা থানা এলাকায় মাওবাদী জঙ্গিদের হাতে দলীয় কর্মী খুন হওয়ার ব্যপারে এ দিন বিজেপির রাজ্য নেতৃত্ব কোনও মন্তব্য করেনি। আজ বিকেলে দলের রাজ্য সভাপতি দীনেশানন্দ গোস্বামী বলেন, “আমাদের এক কর্মী খুন হয়েছেন বলে শুনেছি। কিন্তু বিস্তারিত কোনও তথ্য এখনও পাইনি।” |