গুজরাতে ভাদিনার তেল শোধনাগারের প্রায় ১০ হাজার কোটি টাকার সম্প্রসারণ প্রকল্প সম্পূর্ণ হওয়ার কথা ঘোষণা করল রুইয়া গোষ্ঠীর সংস্থা এসার অয়েল। তা-ও আবার নির্ধারিত সময়ের চার মাস আগেই। সংস্থার দাবি, এই সম্প্রসারণের ফলে ভাদিনারে তেল শোধনের ক্ষমতা বেড়ে দাঁড়াল বছরে ২ কোটি টন বা দিনে ৪,০৫,০০০ ব্যারেল।
এসার অয়েলের তরফে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এগ্জিকিউটিভ ললিত গুপ্ত জানিয়েছেন, এর মাধ্যমেই সংস্থা এত দিন ধরে ধাপে ধাপে লগ্নির যে পরিকল্পনা নিয়েছিল, সেই বৃত্ত সম্পূর্ণ হল। এখন এসার তার শেয়ারহোল্ডারদের হাতে এই বিপুল বিনিয়োগের সুফল পুরোপুরি তুলে দিতে প্রস্তুত। ভারতের মোট তেল শোধন ক্ষমতার প্রায় ১০% জোগান দেয় ভাদিনার। পরিসংখ্যান অনুযায়ী যেটি দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি শোধনাগার। সংস্থা কর্তৃপক্ষের দাবি, এই লগ্নির হাত ধরে এ বার তারা ৮০ শতাংশের বেশি আলট্রা হেভি ও হেভি ক্রুড পরিশোধনের পাশাপাশি ইউরো ফোর ও ইউরো ফাইভ-এর মতো অত্যন্ত উন্নত মানের পেট্রোল ও ডিজেলও দেশীয় ও আন্তর্জাতিক বাজারে জোগান দিতে পারবে।
বস্তুত, গত মার্চেই ভাদিনার তেল শোধনাগারের ক্ষমতা বছরে ১ কোটি ৫ লক্ষ থেকে বেড়ে হয়েছিল ১ কোটি ৮০ লক্ষ টন। তখনও পর্যন্ত লগ্নি হয়েছিল ৯,১০০ কোটি টাকা। এর পর মূলধনী খাতে ঢালা হয় আরও ১,৭০০ কোটি। ফলে শেষ ধাপের এই ১০ হাজার টাকা নিয়ে সেখানে রুইয়াদের মোট লগ্নির পরিমাণ সাকুল্যে পৌঁছল ২৪ হাজার কোটি টাকায়।
এ দিকে, আগামী দিনে তারা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, উত্তর-পূর্ব ইউরোপের মতো বাজারে পা রাখার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছে এসার অয়েল। তবে একই সঙ্গে তাদের দাবি, বেশির ভাগ পণ্য আগের মতো শুধুমাত্র সরবরাহ করা হবে দেশীয় বাজারেই। |