টুকরো খবর
সীমান্ত-বাণিজ্য বন্ধ চার দিন, বেনাপোলে শ্রমিকদের ধর্মঘট
সরকার নির্ধারিত বর্ধিত মজুরি অবিলম্বে চালু করার দাবিতে বাংলাদেশের বেনাপোল বন্দরে শ্রমিকদের ধর্মঘটের জেরে প্রায় চার দিন বন্ধ রইল ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে সীমান্ত-বাণিজ্য। বাংলাদেশ সরকারের দাবি পূরণের আশ্বাসে বুধবার দুপুরের পর ওই ধর্মঘট উঠে গেলেও সীমান্ত-বাণিজ্য স্বাভাবিক হয়নি। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ অবশ্য জানান, আজ, বৃহস্পতিবার থেকে পুরোদস্তুর বাণিজ্য চলবে। ভারত-বাংলাদেশ সড়ক-বাণিজ্যের সিংহভাগই চলে পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে। কিন্তু, শনিবার রাতে বেনাপোলে পণ্য ওঠানো-নামানো কাজের সঙ্গে যুক্ত শ্রমিকেরা ধর্মঘট শুরু করেন। রবিবার সকাল থেকেই তার প্রভাব পড়ে পেট্রাপোলে। ট্রাক-টার্মিনাসে পণ্য বোঝাই বহু ট্রাক জড়ো হয়ে যায়। পচনশীল পণ্য বোঝাই ট্রাকগুলিকে অবশ্য বসিরহাট সীমান্তের ঘোজাডাঙা বন্দর দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। ধর্মঘটে বেনাপোলে প্রায় ৭০০ ট্রাক আটকে পড়ে বলে পেট্রাপোল বন্দর সূত্রের খবর। খাবার, পানীয় জল এবং বিশ্রামের জন্য ওই সব ট্রাক চালক ও খালাসিরা বেনাপোলে ট্রাক রেখে চলে আসেন পেট্রাপোলে। বেনাপোল বন্দর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বাংলাদেশ সরকার বেনাপোলের শ্রমিকদের মজুরি বাড়ানোর আশ্বাস দিলেও তা চালু হয়নি। শ্রমিকেরা বর্ধিত বেতনের দাবিতে অনড় থাকায় সীমান্ত-বাণিজ্য বিঘ্নিত হয়। মঙ্গলবার রাতে বেনাপোলে এবং বুধবার দুপুরে ঢাকায় বেনাপোল বন্দর কর্তৃপক্ষের যুগ্ম-সচিব ইরতিজা আহমেদ চৌধুরী ও বাংলাদেশ নৌ-পরিবহণ মন্ত্রকের যুগ্ম-সচিব বাইতুল আমিন শ্রমিক-নেতাদের সঙ্গে বৈঠক করেন। বাইতুল আমিন বলেন, “শীঘ্রই সরকার নির্ধারিত বর্ধিত মজুরি চালু করা হবে বলে শ্রমিকদের জানানো হয়েছে। বুধবার দুপুরের পরেই শ্রমিকেরা ধর্মঘট তুলে নেন।”

রিবকের অনিয়ম নিয়ে বিশেষ গোয়েন্দা দফতরের রিপোর্ট শীঘ্রই
ভারতে রিবকের আর্থিক অনিয়ম নিয়ে শীঘ্রই রিপোর্ট জমা দেবে বিশেষ গোয়েন্দা দফতর বা সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (এসএফআইও)। কেন্দ্রীয় কোম্পানি বিষয়ক মন্ত্রী বীরাপ্পা মইলি এ কথা জানিয়ে বলেন, অনিয়মের বিষয়টি এসএফআইও যথেষ্ট গুরুত্ব দিয়ে বিচার করছে। অদূর ভবিষ্যতেই এ নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেবে তারা। আর্থিক অনিয়মের গুরুত্ব বুঝে ইতিমধ্যেই কোম্পানি বিষয়ক মন্ত্রকের অধীন তদন্তকারী সংস্থাটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। তাদের তদন্তও নিরপেক্ষ এবং যথাযথ হবে বলেও দাবি মইলির। রিপোর্ট জমা দেওয়ার জন্য এসএফআইও-কে চার মাস সময় দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে সংস্থার প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর শুভেন্দ্র সিংহ প্রেম এবং চিফ অপারেটিং অফিসার বিষ্ণু ভগতের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনে অ্যাডিডাস এবং রিবক। এই অনিয়মের জন্য তাদের ৮৭০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করে রিবক। তবে অনিয়মের পরিমাণ অনেকটাই কম বলে পরে গুড়গাঁও থানারর পক্ষ থেকে জানানো হয়। তার পর গত মাসেই ভারতে রিবকের হিসাব পরীক্ষার নির্দেশ দিয়েছিল মন্ত্রক।

কর নিয়ে ফেসবুক, গুগলকে নোটিস
ফেসবুক, গুগল এবং কেন্দ্রকে নোটিস জারি করল দিল্লি হাইকোর্ট। ভারতে ব্যবসা করে লাভের মুখ দেখলেও কেন সংস্থাগুলি এ দেশে আয়কর জমা দেয় না, তা নিয়ে আদালতে একটি জনস্বার্থ মামলা করেছিলেন প্রাক্তন বিজেপি অনুগামী ও রাষ্ট্রীয় স্বাভিমান আন্দোলন সংগঠনের তরফে কে এন গোবিন্দাচার্য। তারই শুনানিতে বুধবার কেন্দ্রকে চার সপ্তাহের মধ্যে নোটিসের উত্তর দিতে বলেছে আদালত। পাশাপাশি, ফেসবুক বা গুগ্লের বিভিন্ন পরিষেবা যাতে দেশে কোনও ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের মাধ্যম না হয়ে ওঠে, তা নিশ্চিত করার ভারও সংস্থাগুলিকেই নিতে হবে বলে আবেদনও করা হয়েছে জনস্বার্থ মামলাটিতে।

১ জুলাই থেকে কর অধিকাংশ পরিষেবায়
বাজেট প্রস্তাব অনুযায়ী ১ জুলাই থেকেই ১৭টি বাদে সব পরিষেবা আসছে করের আওতায়। জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। এখন কর দিতে হয় ১১৯টি পরিষেবায়। এর সঙ্গে যুক্ত হচ্ছে এত দিন করের আওতার বাইরে থাকা আরও বহু ক্ষেত্র। যার মধ্যে অন্যতম কোচিং ক্লাস, প্রশিক্ষণ কেন্দ্র, প্রথম শ্রেণি ও শীতাতপ নিয়ন্ত্রিত রেলের কামরা ইত্যাদি। তবে জুয়াখেলা, বাজি, লটারি, বিনোদন পার্কে প্রবেশে পরিষেবা কর দিতে হবে না। করের বাইরে থাকছে শ্মশানঘাট, কবরস্থান, মিটার ট্যাক্সি, অটোরিক্সা, পণ্য ও যাত্রী পরিবহণ, বিদ্যুৎ সরবরাহ, স্কুল, বিশ্ববিদ্যালয় অনুমোদিত বৃত্তিমূলক পাঠ্যক্রম ইত্যাদিও।

পর্যটনের প্রসারে
পর্যটনের প্রসারে বেসরকারি ভ্রমণ সংস্থাগুলির সঙ্গে হাত মেলাচ্ছে রাজ্য। সরকারের সাহায্য নিয়ে ‘পর্যটন উৎসব’-এর আয়োজন করছে বাংলার বেসরকারি ভ্রমণ সংস্থাগুলির সংগঠন ‘টাব’। তবে বেড়ানোর চেনা-অচেনা জায়গার হদিস দিয়েই এর কাজ ফুরোবে না। জালিয়াত ভ্রমণ সংস্থার খপ্পরে পড়ে নাজেহাল পর্যটকের কী করণীয়, তা বোঝাতে সামিল হবে ক্রেতাসুরক্ষা দফতরও। পর্যটনমন্ত্রী রচপাল সিংহ বলেন, “অভিযোগ পেলে ওই ভ্রমণ সংস্থাগুলিকে কালো তালিকাভুক্ত করা হবে।” টাব-এর সাহায্য নিয়ে সব ভ্রমণ সংস্থাকেই নথিভুক্ত করাতে চায় পর্যটন দফতর। মন্ত্রীর মতে, “এর ফলে বিপদের সময়ে পর্যটকদের পাশে দাঁড়ানো সহজ হবে।” ৮-১১ জুন আইস স্কেটিং রিঙ্কে এই মেলায় কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের পর্যটন দফতর ছাড়াও এ রাজ্যের বিভিন্ন ভ্রমণ সংস্থা, ভ্রমণ-সংক্রান্ত স্বনির্ভর গোষ্ঠী অংশ নেবে। মেলায় আমন্ত্রিত বাংলাদেশের পর্যটন দফতরও।

দফতর স্থানান্তর
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আঞ্চলিক দফতর (রিজিয়ন-টু) হাওড়ার গ্যাঞ্জেস গার্ডেন থেকে চুঁচুড়ায় সরানো হল। ফলে এ বার হুগলি জেলার ৫৬টি শাখাও এর আওতায় আসবে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, এতে পরিষেবা আরও উন্নত হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.