ফের নজির সোনার দামে
সংস্কারের দাওয়াইয়ে চাঙ্গা বাজার
গ্নিকারীদের আস্থা ফেরাতে আর্থিক সংস্কারের পথে কেন্দ্রীয় সরকারের জোরকদমে পা ফেলার অঙ্গীকার এবং রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর সম্ভাবনাই বুধবার প্রাণ ফেরাল শেয়ার বাজারে। ২০১২-এ এ পর্যন্ত সেনসেক্সের সবচেয়ে বেশি এই উত্থানে লগ্নিকারীদের ঝুলিতে একদিনেই এল ১.৩০ লক্ষ কোটি টাকা। মূলত তার হাত ধরে চাঙ্গা হয়ে ওঠে টাকাও। এক লাফে সেনসেক্স বেড়েছে ৪৩৪ পয়েন্ট। ডলারে টাকার দাম বেড়েছে ২৮ পয়সা।
ইতিমধ্যেই ৩০ হাজার টাকা ছোঁয়া সোনাও এ দিন নতুন নজির গড়ে ৩০,৪০০ পেরিয়ে গিয়েছে। চেন্নাইয়ের দামই সর্বোচ্চ। প্রতি ১০ গ্রাম পাকা সোনা ৩০,৪৮৫ টাকা। কলকাতায় ৩০,৪১৫ টাকা, দিল্লিতে ৩০,৪০০। বিশ্ব বাজারে ডলার পড়ে যাওয়ার জেরেই নিরাপদ লগ্নির মাধ্যম হিসেবে বেড়েছে সোনার দাম। তারই প্রভাব পড়ে ভারতে। এ দেশে এর সঙ্গে যোগ হয় বিয়ের মরসুমে সোনার বাড়তি চাহিদার চাপও।
এ দিন প্রধানত বেড়েছে ব্যাঙ্ক, পরিকাঠামো এবং গাড়ি সংস্থার শেয়ার দর। এশীয় বাজারের সূচকগুলি প্রায় ২ শতাংশ বেড়ে যাওয়া এবং ইউরোপের সূচক ৩ শতাংশের মতো বেড়ে যাওয়ার প্রভাব পড়ে মুম্বই বাজারে। প্রকৃতপক্ষে ইউরোপীয় শীর্ষ ব্যাঙ্ক সুদের হার কমাতে পারে, এই প্রত্যাশাতেই বেড়ে যায় সেখানকার সূচকগুলি। শেষ পর্যন্ত অবশ্য সুদ অপরিবর্তিতই রাখে তারা। বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়ায় ১৬,৪৫৪.৩০ পয়েন্টে। গত ৩ জানুয়ারি ৪২১ পয়েন্ট বাড়ার পর এ দিনই সেনসেক্স সবচেয়ে বেশি বাড়ল।
সেনসেক্সের উত্থানের জন্য যে সব কারণকে বিশেষজ্ঞরা চিহ্নিত করেছেন, তার মধ্যে রয়েছে:
বিমান পরিবহণে প্রত্যক্ষ বিদেশি লগ্নির দরজা খোলার আশায় সংশ্লিষ্ট শেয়ার দর বাড়ে ১৭%।
বড় পরিকাঠামো প্রকল্প রূপায়ণ ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক ডাকা। যার জেরে উঠেছে এই শিল্পের শেয়ার
পেনশন ফান্ডে প্রত্যক্ষ বিদেশি লগ্নির দরজা খুলে দেওয়ার উদ্যোগ
ফের রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর আশা
চাঙ্গা বাজারে এ দিন বিদেশি লগ্নি সংস্থাগুলি ২৬৯ কোটি টাকার শেয়ার কেনার জেরে বেড়েছে টাকার দামও। রফতানিকারী ও ব্যাঙ্কগুলির ডলার বিক্রিও টাকার দাম বাড়াতে সাহ্যয্য করে। দিনের শেষে প্রতি ডলার দাঁড়ায় ৫৫.৩৬ টাকা। এক সপ্তাহে সর্বোচ্চ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.