মিলল শেক্সপিয়রের থিয়েটার
বশেষে সরানো গেল ‘পর্দা’টা! দেখা মিলল ‘দিস উডেন ও’-র। পোশাকি নাম ‘কার্টেন থিয়েটার’ উইলিয়াম শেক্সপিয়রের নাট্যকর্মের অন্যতম ‘মঞ্চ।’ লন্ডনের অদূরে শোর্ডিচে সেই কার্টেন থিয়েটারের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে মিউজিয়াম অফ লন্ডন আর্কিওলজি (মোলা)। এই থিয়েটারেই প্রথম অভিনীত হয়েছিল শেক্সপিয়র রচিত‘হেনরি ৫’ নাটক। সেখানেই কার্টেন থিয়েটারকে ‘দিস উডেন ও’ নামে পরিচিতি দিয়ে যান স্বয়ং শেক্সপিয়র।
মোলার তরফ থেকে জানানো হয়েছে, শোর্ডিচে মাটির তিন মিটার নীচে পাওয়া গিয়েছে থিয়েটারের মঞ্চ এবং গ্যালারির কিছু অংশ। ২০১২-র শেষ দিক থেকে শুরু হবে পুরোদস্তুর খননকাজ। ভবিষ্যতে সাধারণ মানুষের দেখার জন্য খুলে দেওয়া হবে এটি। মোলার এক মুখপাত্রের কথায়, “গোটা জিনিসটা অদ্ভুত সুন্দর ভাবে সংরক্ষিত হয়েছে। শেক্সপিয়রের অন্য থিয়েটারগুলোর তুলনায় এর অবস্থা অনেক ভাল।”
লন্ডনের অদূরে শোর্ডিচে খননকাজ চলছে। মিউজিয়াম অফ লন্ডন আর্কিওলজির
সৌজন্যে পাওয়া গিয়েছে গত বছর অক্টোবর মাসের এই ছবিটি। ছবি: এ পি
কিন্তু ঠিক কী কারণে গুরুত্বপূর্ণ কার্টেন? ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ১৫৭৭ সালে খোলা হয়েছিল কার্টেন থিয়েটার। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জেমস বারবেজ। ১৫৯৭ থেকে ১৫৯৯ পর্যন্ত কার্টেন থিয়েটার ছিল ‘লর্ড চেম্বারলিনস মেন’ নাট্যদলের প্রধান আখড়া। সেই দলেরই সদস্য ছিলেন উইলিয়াম শেক্সপিয়র। কারও কারও মতে ‘হেনরি ৫’ ছাড়াও শেক্সপিয়র রচিত ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ও প্রথম অভিনীত হয়েছিল এখানেই। ১৫৯৯-এ লন্ডনের গ্লোব থিয়েটারে চলে যায় ‘লর্ড চেম্বারলিনস মেন।’ সে দিক থেকে দেখলে, শেক্সপিয়রের নাট্যজীবনের একেবারে প্রথম দিকের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িয়ে কার্টেন থিয়েটারের সঙ্গে। শেক্সপিয়রের স্মৃতিবিজড়িত গ্লোব থিয়েটারের সংরক্ষণের সঙ্গে যুক্ত প্যাট্রিক স্পটিসউডের কথায়, “শেক্সপিয়রের নাট্যজীবনকে একটা জিগস পাজল্ ধরলে এই আবিষ্কার তার একটা খণ্ড!” সেই কারণেই দীর্ঘদিন ধরে খোঁজ চলছিল কার্টেন-এর। শোর্ডিচের এই অঞ্চলেই যে কার্টেন রয়েছে জানা ছিল সেটাও। তবে, সঠিক অবস্থানটা জানা গেল এত দিনে। উচ্ছ্বসিত রয়্যাল শেক্সপিয়র কোম্পানির শিল্পনির্দেশক মাইকেল বয়েড বললেন, “দুর্দান্ত খবর। ওখানকার পাথর-মাটি ছুঁয়ে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।” যেন ছুঁয়ে দেখার চেষ্টা দুনিয়ার অন্যতম সেরা নাট্যকারের জীবননাট্যের অদেখা কয়েকটা দৃশ্য!



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.