আইনজীবিদের কর্মবিরতি ফের নতুন করে শুরু হয়েছে বর্ধমান জেলা আদালত ও কালনা মহকুমা আদালতে। বর্ধমান জেলা আদালতে গত ২৪ মে থেকে এই কর্মবিরতি শুরু হয়েছিল। তারপরে ৪ জুন আইনজীবিরা কাজে যোগ দেন। কিন্তু পরপর দ’ুদিন আদালত চলার পরেই জরুরি সভা ডেকে ফের কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে বর্ধমান বার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, “কর্মবিরতি চলবে শুক্রবার পর্যন্ত। সোমবার থেকে আবার আমরা কাজে যোগ দেব। পর্যাপ্ত পানীয় জল, প্রতিটি এজলাসে জেনারেটর, বিচারপ্রার্থীদের বসার ব্যবস্থা ইত্যাদি দাবি জানিয়েছিলাম। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই প্রচন্ড গরমে ফের কর্মবিরতি শুরু করেছি।” কালনা মহকুমা আদালতেও পানীয় জলের অভাব, আদালত চত্বরে বসার জায়গার সমস্যা, রায়ের সার্টিফায়েড কপি পেতে দেরি-সহ প্রায় একই রকম নানা দাবিতে বুধবার থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। চলবে শুক্রবার পর্যন্ত। এই সব দাবি নিয়েই সম্প্রতি পাঁচ দিনের কর্মবিরতি ডেকেছিলেন আইনজীবীরা। বার অ্যাসোসিয়েশনের সদস্য বিকাশ রায় বলেন, “আদালত বন্ধ থাকায় সাধারণ মানুষের অসুবিধা হবে। কিন্তু দাবি না মানা হলে আমরা ঠিক ভাবে কাজ করতে পারছি না।”
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ছাত্রীর। পুলিশ জানায়, মৃতার নাম ঝুমা সরকার (১৮)। বাড়ি ভাতারের আমডাঙা গ্রামে। ওঁরগ্রাম বালিকা বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী ছিলেন তিনি। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পরীক্ষায় অকৃতকার্য হয়ে বাড়ি ফেরার পরে ঝুমাকে বকাবকি করেন বাড়ির লোকেরা। এর পরেই তার ওড়নার ফাঁসে ঝুলন্ত দেহ মেলে।
|
প্রায় ১৩ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল রেল পুলিশ। মঙ্গলবার ভোরে ডাউন জামালপুর এক্সপ্রেসের কামরায় একটি স্কুলব্যাগের ভেতরে ওই হাজার টাকার নোটগুলি মেলে। নোট পাচারের দায়ে তিন জনকে গ্রেফতারও করেছে পুলিশ। সকলেরই বাড়ি ঝাড়খণ্ডে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা জাল নোট নিয়ে হাওড়ায় যাচ্ছিল।
|
বিষ্ণুপুর হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর অপমৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বিষ্ণুপুরের বোলতলা এলাকায় ভাড়াবাড়িতে পল্লব চট্টোপাধ্যায় (৩৪) নামে ওই যুবকের মৃত্যু হয়। তাঁর বাড়ি কাটোয়ার কারুয়া গ্রামে। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার তড়িৎকান্তি পাল বলেন, “রাতে বাড়ি ফিরে তিনি ঠাণ্ডা পানীয় ও মিষ্টি খেয়েছিলেন। তার পরেই তাঁর মৃত্যু হয় বলে জেনেছি।” পুলিশ দেহটি উদ্ধার করে। |