|
|
|
|
কাটোয়ায় গরমের বলি তিন |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
গরমের জেরে তিন জনের মৃত্যু হয়েছে কাটোয়া মহকুমায়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মেনকা বাস্কে (৪৮), মায়া মাঝি (৫১) ও গান্ধী লোহার (৫১)। মেনকাদেবী ও মায়াদেবীর বাড়ি যথাক্রমে মঙ্গলকোটের কৃষ্ণপুর গ্রাম ও ছোট পসলা গ্রামে। গান্ধীবাবুর বাড়ি কাটোয়ার শ্রীখণ্ডে। পেশায় মৎস্যজীবী গান্ধীবাবু এ দিন দুপুরে গ্রামের বাইরে মাছ ধরতে গিয়েছিলেন। বিকেল সাড়ে ৫টা নাগাদ তাঁকে রাস্তায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান তিনি। সেখানেই ময়না-তদন্তও করা হয়।
কাটোয়া হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, গরমের জেরে অসুস্থ হয়ে হাসপাতালে আরও ১০ জন ভর্তি হয়েছেন। রোগীদের ওয়ারেস দেওয়া হচ্ছে। ১১টি বড় বৈদ্যুতিন পাখার ব্যবস্থা করা হয়েছে বলেও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। |
|
রাস্তার মোড়ে পানীয় জলের ব্যবস্থা কাটোয়ায়। নিজস্ব চিত্র। |
অন্য দিকে, গরমে নাগরিকদের সুবিধার জন্য কাটোয়া পুরসভা ও মহকুমা প্রশাসনের তরফে শহরের গোয়েনকা মোড়, পুরসভা মোড়, লেনিন সরণি, স্টেশনবাজার চৌরাস্তায় পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পানীয় জল সরবরাহ করতে টিউবওয়েল সংস্কারের জন্য জেলা প্রশাসনের তরফে ৫৬ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এছাড়া গরম থেকে কর্মীদের বাঁচাতে জেলা প্রশাসন প্রস্তাব দিয়েছে একশো দিনের কাজ সকালে করার।
গরমের জেরেই বাতিল হয়ে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের নির্ধারিত বৃক্ষরোপন কর্মসূচি। মঙ্গলবার বিশ্বপরিবেশ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে প্রায় ৫০০টি গাছ লাগানোর পরিকল্পনা ছিল। বিভাগীয় প্রধান জয়ন্ত দত্ত বলেন, “বৃষ্টির অভাবে এতগুলো গাছকে বাঁচিয়ে রাখা যেত না। তাই কর্মসূচি বাতিল করতে হয়েছে। বর্ষা এলেই গাছ লাগানো হবে।” বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র সন্তু ঘোষ বলেন, ‘‘আমরা তৈরিই থাকছি। বৃষ্টি নামলেই সারাদিন ধরে গাছ লাগাবে ছাত্রেরা।” |
|
|
|
|
|