দুর্ঘটনায় অবরোধ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ট্যাঙ্কারের চাপায় এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে এনজেপি’র তিনবাতি মোড় এলাকা। মঙ্গলবার দুপুর সওয়া ১টা নাগাদ ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা দুটি গাড়িতে ভাঙচুর করে। কর্তব্যরত ট্রাফিক পুলিশকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ। ঘটনার জেরে প্রায় এক ঘন্টা শিলিগুড়ি-জলপাইগুড়ি সড়কে অবরোধ করে রাখা হয়। পুলিশ জানায়, মৃতের নাম গণেশ মণ্ডল (৩৫)। তাঁর বাড়ি জ্যোতির্ময় কলোনিতে। এনজেপি ফাঁড়ির ওসি বাসুদেব সরকার ঘটনাস্থলে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ট্যাঙ্কারটিকে আটক করেছে পুলিশ। তৃণমূলের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রকাশ দাস ঘটনাস্থলে যান। তিনি বলেন, “প্রচুর মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। ট্রাফিক পুলিশ ঠিকঠাক দায়িত্ব পালন করেনি বলে তাঁরা অভিযোগ তুলেছেন। অনেক চেষ্টা করে তাঁদের শান্ত করা হয়।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বাজার থেকে মাংস কিনে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন গণেশবাবু। তিনবাতি মোড় পার হয়ে জলপাইগুড়ির রাস্তায় ঢুকতেই এনজেপির দিক থেকে একটি ট্যাঙ্কার তাঁকে পিষে দিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। বাসিন্দাদের অভিযোগ, তিনবাতি মোড়ে ট্রাফিক পুলিশের কর্তব্যরত কনস্টেবল অন্য একটি জায়গায় গিয়ে অপর দু’জন পুলিশ কর্মীর সঙ্গে গল্প করছিলেন। ট্রাফিক পয়েন্টে কাউকে না দেখে তেলের ট্যাঙ্কারটি দ্রুত গতিতে যাচ্ছিল। যার জন্যই দুর্ঘটনা হয়। ঘটনার পরই মৃতদেহ রাস্তায় রেখে অবরোধ করেন বাসিন্দারা। কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জনতা তাড়া করলে তিনি একটি দোকানে আশ্রয় নেন। দোকান ঘিরে বিক্ষোভ চলতে থাকে। পরে পুলিশ গিয়ে বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। সেই সুযোগে দোকান থেকে বেরিয়ে ভক্তিনগর সিআই অফিসের দিকে যান। সেই সময় অন্য একটি তেলের ট্যাঙ্কার এবং একটি ছোট গাড়ি আটক করে ভাঙচুর করেন জনতা। এনজেপি ফাঁড়ির ওসি বাসুদেববাবু বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে অবরোধ ওঠে যায়। দেহ নিয়ে যায় পুলিশ। ট্যাঙ্কারটিকে আটক করেছে পুলিশ। চালকের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। |
সকলেই পাশ সংশোধনাগারে
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জলপাইগুড়ি সেন্ট্রাল জেলের ১২ জন মাধ্যমিক পরীক্ষার্থীর সকলেই পাশ করেছেন। জেল সূত্রে জানানো হয়েছে, এ বছরের ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন মহিলা বন্দিও রয়েছেন। গত বছরও জেল থেকে ১৩ জন বন্দি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁরাও সকলেই পরীক্ষায় পাশ করেন। এ বছরের পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন মহিলা বন্দি বুলবুলি অধিকারী। তার প্রাপ্ত নম্বর ৪৬১। জেলা সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫ জন, দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত ৪ জন এবং ৩ জন বিচারাধীন বন্দি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। জলপাইগুড়ি জেলা স্কুল থেকে তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়। তবে পর্ষদের বিশেষ অনুমতি নিয়ে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধানাগারেই তাদের পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হয়। খুনের অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রিয়াজুল মিয়াঁ ৪২০ নম্বর পেয়েছেন। জলপাইগুড়ি জেলা স্কুলের শিক্ষকরা বন্দিদের পড়াশোনার তদারকিও করেছেন বলে জানা গিয়েছে। |
সামার ক্যাম্প শুরু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উদ্বোধনী অনুষ্ঠানে মান্তু ঘোষ। ছবি: বিশ্বরূপ বসাক। |
কচিকাঁচাদের নিয়ে টেবল টেনিসের ‘সামার ক্যাম্প’ শুরু হল। বুধবার শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে এক সপ্তাহের ওই শিবির শুরু হয়। টেবল টেনিস খেলে শিবিরের উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান নান্টু পাল, মেয়র পারিষদ অরিন্দম মিত্র। ছিলেন উদ্যোক্তা নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা মান্তু ঘোষও। প্রায় ৩০০ ছেলেমেয়ে ক্যাম্পে অংশ নিয়েছে। এ দিন ২০১১ সালে জাতীয় ক্যাডেট চ্যাম্পিয়ন আকাশ নাথকে সংবর্ধনা দেওয়া হয়। |
কৃতীদের সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র মেধা তালিকায় তৃতীয় স্থানে থাকা অর্পণ ঘোষ এবং পঞ্চম স্থানে থাকা ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের ছাত্র অর্কপ্রভ সাহাকে এদিন ভাল ফল করার জন্য তৃণমূল ছাত্র পরিষদের তরফে সংবর্ধনা দেওয়া হয়। তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা তাদের বাড়ি গিয়ে সংবর্ধনা দেন। |
রেলের তদন্ত কমিটি
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
নিউ মাল থেকে চ্যাংরাবান্ধা যাওয়ার নির্মীয়মাণ লাইনে মালগাড়ি বেলাইন হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করল রেল। গত সোমবার একটি মালগাড়ি নিউ মাল জংশনে ঢোকার মুখে ৩১ নং জাতীয় সড়কের লেবেল ক্রশিং এলাকায় বেলাইন হয়। মালগাড়িটিতে পাথরকুচি ছিল। বেলাইন হয়ে যাওয়ার পর ট্রেনটি ৫০ মিটার ঘষে চলে যায়। |
আন্দোলনে গোর্খা
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
জিটিএ-র আসন পুর্নবিন্যাসের বিরোধিতা করে আন্দোলনে নামল গোর্খা জনমুক্তি মোর্চার গরুবাথান ব্লক নেতৃত্ব। নেতাদের অভিযোগ, আসন বিন্যাসের প্রস্তাবে গরুবাথান শহরের আসন এলাকা ছোট হয়ে গিয়েছে। গরুবাথানের একটি অংশ সামসিং কুমাই এবং আরেকটি অংশ আলগাড়ার সঙ্গে যুক্ত করায় গরুবাথন আসনটি ছোট হয়েছে। |
রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় এক প্রৌঢ়ের দেহ উদ্ধার করেছে পুলিশ। মালদহের হরিশ্চন্দ্রপুরের কুমেদপুর এলাকায় রেললাইনের ধারে রাস্তার উপর থেকে মঙ্গলবার ভোরে দেহটি উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃতের পরনে লুঙ্গি ছাড়া আর কোনও পোশাক ছিল না। শরীরে আঘাতের চিহ্নও ছিল না। ফলে কী ভাবে ওই প্রৌঢ়ের মৃত্যু হল তা জানতে দেহ ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। |