গোল টেবিলগুলো ঘিরে গোটা কয়েক চেয়ার। প্রতিটিতে চলল জমিয়ে আড্ডা। তবে নিচু স্বরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক-এক বার, এক-একটি টেবিলের সামনে চলে গিয়ে আড্ডায় যোগ দিলেন। সঙ্গে চলল কিছু ‘কাজের কথা’-ও। উপলক্ষ, সরকারের এক বছর পূর্তি। আর তার জন্য টাউন হলে বসেছিল ‘গেট টুগেদার’-এর অনুষ্ঠান। বর্ষপূর্তি শুরু হয়েছিল আট দিন ধরে মেলা আর বই প্রকাশের মধ্য দিয়ে। মঙ্গলবার সেই তালিকায় যুক্ত হল প্রশাসনের কর্তাদের ‘গেট টুগেদার’, যার মধ্যমণি স্বয়ং মুখ্যমন্ত্রী। এ দিনের অনুষ্ঠানটি যে ‘অন্য রকম’, তা নিজেই জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “অধিকাংশ দফতর ভাল কাজ করেছে। এই কৃতিত্ব আপনাদের। তবে পশুপালন, মৎস্য দফতরের মতো দু-একটি দফতর আরও ভাল কাজ করতে পারত। আমি ওই দফতরের সচিবদের সঙ্গে কথা বলে নিয়েছি। যাই হোক, আজ এ সব নিয়ে আলোচনার দিন নয়। আমি এ সব বলতেও চাই না।” মুখ্যসচিব সমর ঘোষ বলেন, “পরামর্শ বা মতামত যাই হোক, আমরা যেন নির্ভয়ে মতামত জানাতে পারি। সেটাই তো আমাদের কর্তব্য। সকলের সব মতামত শুনেই তো সরকার কাজ করবে। তবে ইচ্ছাকৃত ভাবে কেউ ভুল করলে তার জন্য শাস্তি পেতে হবে। অনিচ্ছাকৃত ভূল হলে মন্ত্রীরা বুঝবেন।” অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন মন্ত্রিসভার সদস্য সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, মণীশ গুপ্ত, অমিত মিত্র, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। ছিলেন রাজ্যের আইএএস অফিসারেরা। মুখ্যমন্ত্রী প্রত্যেকের সঙ্গে পরিচিত হন। কংগ্রেসের মন্ত্রীদের দেখা যায়নি। সন্ধ্যে সাতটায় শুরু হয়ে এই নৈশভোজ চলে রাত ন’টা পর্যন্ত। মুখ্যমন্ত্রী তার পনেরো মিনিট আগে চলে যান। আজ, বুধবার একই রকম অনুষ্ঠানে থাকবেন রাজ্যের আইপিএস অফিসারেরা।
|
পরের মাধ্যমিক ২৫ ফেব্রুয়ারি |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ বারের মাধ্যমিকের ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে মঙ্গলবার আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিনও জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছর পরীক্ষা শুরু হবে ২৫ ফেব্রুয়ারি। ২০১৩-র মাধ্যমিকের রুটিন: ২৫ ফেব্রুয়ারি প্রথম ভাষা প্রথম পত্র, ২৬ ফেব্রুয়ারি প্রথম ভাষা দ্বিতীয় পত্র, ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ২৮ ফেব্রুয়ারি ইতিহাস, ১ মার্চ ভূগোল, ২ মার্চ ভৌতবিজ্ঞান, ৪ মার্চ অঙ্ক, ৫ মার্চ প্রাণিবিজ্ঞান, ৬ মার্চ ঐচ্ছিক বিষয়। |