একটি সরকারি বাসে লুঠপাট চালাল আট জনের সশস্ত্র ডাকাত দল। মঙ্গলবার রাতে দুর্গাপুর থেকে রঘুনাথগঞ্জে যাচ্ছিল বাসটি। সেই সময় ৩৪ নম্বর জাতীয় সড়কে মোড়গ্রামের কাছে যাত্রী সেজে ওই বাসটিতে ওঠে ডাকাতেরা। তারপরেই শুরু করে লুটপাঠ। চালকের হাতে ভোজালির কোপ মেরে তাঁকে সিট থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর পরিবর্তে বাসটি চালাতে থাকে ডাকাতদেরই এক জন। মিনিট দশেক বাদে বাস থেকে নেমে যায় তারা। যাত্রীদের অভিযোগ, লক্ষাধিক টাকা লুঠ করেছে ডাকাতেরা।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক কিশোরের। নাম ওমর শেখ (১৬)। সোমবার সাগরপাড়া-বহরমপুর রাজ্য সড়কে গাড়ির ধাক্কায় জখম ওমরকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাতে সেখানেই মারা যায় সে। |