ব্লক অফিসে চড়াও হয়ে বিডিও-কে চেয়ার ‘ছুড়ে মারল’ জনতা। অভিযোগ, তারা ব্লক অফিসের তিন কর্মীকেও মারধর করে। মঙ্গলবার দুপুরে জয়নগর-২ ব্লকের ওই ঘটনায় জড়িত সন্দেহে ৩০ জনকে আটকে জেরা করছে পুলিশ। পুলিশ ও ব্লক প্রশাসন সূত্রের খবর, বাগবেড়িয়া ও সাহাজাদাপুর গ্রাম থেকে কিছু বাসিন্দা বিদ্যুদয়নের দাবিতে ব্লক অফিসে যান। দফতরের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। আচমকা ৪০-৫০ জন বিডিও-র অফিসে ঢোকেন। অভিযোগ, বিডিও-র ঘরের আসবাব ভাঙচুর করেন।
|
ছেলের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে ফেরার সময়ে দুর্ঘটনায় মৃত্যু হল মায়ের। মঙ্গলবার দুপুরে, দক্ষিণ শহরতলির বিষ্ণুপুরে। দুর্ঘটনায় জখম হয়েছেন ওই ছাত্র-সহ পাঁচ জন। পুলিশ জানায়, মৃতার নাম স্মৃতিকণা ঘোষ (৩৫)। তাঁর ছেলে স্বরাজ এ বার বিদ্যানগর মাল্টিপারপাস থেকে মাধ্যমিক দিয়েছিল। ছেলেকে নিয়েই এ দিন রেজাল্ট আনতে যান তিনি। বাড়ি ফেরার পথে মামুদপুরের কাছে ট্রেকার উল্টে যায়।
|
ত্রিকোণ প্রেমের জেরেই খুন হয়েছেন ঘোলার ব্যবসায়ী ইন্দ্র দাস। বুধবার মৃত ব্যবসায়ীর প্রতিবেশী, সুভাষ দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতারের পরে এমনই দাবি করল পুলিশ। গত শনিবার রাতে বাড়ির সামনেই খুন হন সোদপুরের বাসিন্দা ইন্দ্রবাবু। খুনের পরে ওই ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে সুভাষের সম্পর্ক নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশের দাবি, জেরায় সুভাষ স্বীকার করেছে, ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন।
|
অটোর সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল অটোচালকের। মঙ্গলবার, বারুইপুরের সূর্যপুরে। মৃতের নাম বাপি পাল (৩০)। দুর্ঘটনায় জখম হয়েছেন অটোর চার যাত্রী। তাঁরা মেডিক্যাল কলেজে ভর্তি। গাড়িটি আটক করা হয়েছে। চালক পলাতক। |