ডিজেলের দাম বাড়ানো হবে না, সম্প্রতি তা খোলসা করে দিয়েছে কেন্দ্র। পাশাপাশি, পেট্রোল গাড়ির চাহিদা বাড়াতে ডিজেল গাড়ির উপর উৎপাদন শুল্প বাড়ানোর প্রস্তাবে ক্ষুব্ধ গাড়ি শিল্পের সংগঠন সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাক -চারার্স অ্যাসোসিয়েশন (সিয়াম)। তাদের বক্তব্য, এতে পেট্রোল ও ডিজেল গাড়ির চাহিদার মধ্যে যে ভারসাম্যের অভাব দেখা দিয়েছে, তা বাড়বে। সিয়ামের বক্তব্য, উৎপাদন শুল্ক বাবদ ডিজেল গাড়ি থেকে সরকারের আয় বেশি। শুল্ক বাড়লে ভর্তুকির তুলনায় সরকারের আয় সামান্যই বাড়বে, দাবি তাদের। অথচ ডিজেল গাড়ির চাহিদা কমবে। সমস্যা বাড়বে গাড়ি শিল্পে। সিয়াম প্রেসিডেন্ট এস শাণ্ডিল্য ডিজেল গাড়ির উৎপাদন শুল্ক বৃদ্ধির প্রস্তাবকে হঠকারী বলেই মন্তব্য করেছেন। বরং সিয়ামের দাবি, ডিজেলের দাম বাড়ানোর পাশাপাশি পেট্রোল গাড়ির চাহিদা বাড়াতে ব্যবস্থা নিক কেন্দ্র। যেমন কর কমিয়ে পেট্রোলের দাম কমানো। ডিজেলের দাম বাড়লে উভয়ের দরের ফারাকও কমবে। গাড়ি শিল্প বছরে প্রায় ২০ হাজার কোটি টাকার উৎপাদন শুল্ক জমা দেয়। ডিজেল গাড়ির শুল্ক বাড়ার অর্থ, সেই ‘সোনার হাঁস’ কেটে ফেলা, কেন্দ্রকে এ ভাবেই হুঁশিয়ারি দিয়েছে সিয়াম।
|
ফের পড়ল ডলারে টাকার দাম। তিন দিনে ৮২ পয়সা বাড়ার পর মঙ্গলবার তা পড়ে গিয়েছে প্রায় ৪৯ পয়সা। তবে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এ দিন আশ্বাস দিয়ে জানিয়েছেন, টাকার এই পতন খুব একটা দীর্ঘস্থায়ী হবে না। এ দিন মায়ানমার থেকে ফেরার পথে বিশেষ বিমানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারের অস্থির পরিস্থিতি, বিশেষ করে ইউরোপের ঋণ মেটানো নিয়ে সঙ্কটই টাকার এই পতন ডেকে আনছে।মঙ্গলবার টাকা ৪৯ পয়সা নীচে নেমে যাওয়ায় বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৫৫.৬৭ টাকা। টাকার এই পতনের জেরে দুর্বলই ছিল শেয়ার বাজার। দিনের শেষে সেনসেক্স বেড়েছে মাত্র ২২ পয়েন্ট।
|
টু-জি স্পেকট্রাম নিলামের ক্ষেত্রে তাদের প্রস্তাবিত দর নিয়ে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)-র সামনে সওয়াল করল টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। ট্রাইয়ের চেয়ারম্যান রাহুল খুল্লার বলেন, “২০০৮-এর পর প্রযুক্তির ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে। সেই কারণেই এই বর্ধিত দর।” তাঁর দাবি, গ্রাহকদের এতে কল প্রতি খুব বেশি হলে ৫ পয়সা খরচ বাড়বে। খুল্লার বলেন, তাঁর পূর্বসুরি জে এস শর্মাও এর পক্ষে যুক্তি দেখিয়েছিলেন। তাঁর আমলেই এই সুপারিশ পেশ হয়। প্রসঙ্গত, প্রতি মেগাহার্ৎজ স্পেকট্রাম নিলামের জন্য ন্যূনতম ৩,৬২২ কোটি টাকা দর বেঁধে দেওয়ার সুপারিশ করেছে ট্রাই। ২০০৮-এর দামের তুলনায় যা প্রায় ১০ গুণ বেশি।
|
কলকাতা থেকে এ বার রাঁচির উড়ান চালু করল ডিটিডিএস সংস্থা। গত ক’মাস ধরে তারা কলকাতা থেকে জামশেদপুর, ভুবনেশ্বর, রউরকেলায় উড়ান চালাচ্ছিল। সংস্থার সেল্স ম্যানেজার শ্যামল চক্রবর্তী জানিয়েছেন, আজ থেকে কলকাতা-রাঁচি বিমান চলবে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। ভাড়া ৪,৭৯০ টাকা। বিহারের স্পিরিট এয়ারের সঙ্গে যৌথ ভাবে একটি নয় আসনের শেসনা বিমান ব্যবহৃত হচ্ছে। ভাল যাত্রী পেলে রাঁচি-পটনা উড়ান শুরুরও ইচ্ছা রয়েছে সংস্থার। কলকাতায় এত দিন একটি নয় ও একটি তিন আসনের বিমান ছিল।
|
গাড়িতে ব্যবহারের জন্য নতুন মোটর অয়েল ‘সার্ভো ফিউচুরা সিন্থ’ আনল আইওসি। সংস্থার দাবি, আধুনিক প্রযুক্তিতে তৈরি এই লুব্রিক্যান্ট গাড়ির গতি, ইঞ্জিনের সুরক্ষা ও জীবনকাল-সহ সব কিছুকেই আরও উন্নত করবে। তা বিশেষত ভারতের মতো দেশের রাস্তার পক্ষে অত্যন্ত উপযোগী। |