টুকরো খবর
ডাক্তারকে রড দিয়ে মারল দুষ্কৃতীরা
রড দিয়ে মেরে চিকিৎসকের মাথা ফাটিয়ে মদ্যপ দুষ্কৃতীরা। মঙ্গলবার রাত ৯টা নাগাদ দুর্গাপুরে ভিড়িঙ্গি আমবাগান এলাকায় ঘটনাটি ঘটে। দিব্যেন্দু দত্ত নামে ওই দন্ত চিকিৎসক দ্য মিশন হাসপাতালের সঙ্গে যুক্ত। তাঁকে সেখানেই ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশে কর্মরত তাঁর এক বন্ধুর গাড়িতে হাসপাতাল থেকে আমবাগানের বাড়িতে ফিরছিলেন দিব্যেন্দুবাবু। বাড়ির কিছুটা আগেই জনা চারেক মদ্যপ যুবক রাস্তায় দাঁড়িয়েছিল। তাদের আচরণ নিয়ে আপত্তি করলে রড দিয়ে মেরে তারা গাড়ির কাচ ভেঙে দেয়। দিব্যেন্দুবাবুরা চিৎকার শুরু করলে তারা তখনকার মতো পালায়। বাড়ি পৌঁছে বন্ধুকে নিয়ে তিনি ভিতরে ঢুকে গিয়েছিলেন। কিছু ক্ষণ পরে ২০-২৫ জন দুষ্কৃতী এসে গাড়ি ভাঙচুর শুরু করে। দিব্যেন্দুবাবু বাড়ি থেকে বেরিয়ে প্রতিবাদ করতেই এক জন রড দিয়ে তাঁর মাথায় মারে। তিনি মাটিতে পড়ে যান। মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। এলাকার লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালায়। দ্য মিশন হাসপাতালের চেয়ারম্যান সত্যজিৎ বসু বলেন, “নিজের বাড়িতেই এক চিকিৎসক এ ভাবে আক্রান্ত হলেন, এটা খুবই দুশ্চিন্তার কথা। পুলিশ দ্রুত অপরাধীদের খুঁজে বের করুক।” দুর্গাপুরের এসিপি কাজি সামসুদ্দিন বলেন, “খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের পরিচয় জানার চেষ্টা চলছে।”

হুমকির নালিশ সিপিএমের
কয়লা খনন করতে গিয়ে বিস্ফোরণের জেরে প্রায় ১২টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। প্রতিকার চাইতে দলীয় নেতৃত্ব এলাকায় গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হুমকিতে ফিরে আসতে হয়েছে বলে অভিযোগ সিপিএমের। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার ঝাঁটিবন এলাকায়। সিপিএমের জামুড়িয়া ২ নম্বর লোকাল কমিটির সম্পাদক প্রহ্লাদ বিসাই অভিযোগ করেন, বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে তাঁরা মঙ্গলবার ইসিএলের সাউথ কেন্দা বেসরকারি প্যাচ সংলগ্ন বেলবাঁধ খোলা ধাওড়া এলাকায় যান। কিন্তু সেখানে প্যাচের ঠিকাদার ও তৃণমূল দুষ্কৃতীদের মোতায়েন করে বলে অভিযোগ। প্রহ্লাদবাবুর অভিযোগ, “তারা রীতিমতো ভয় দেখায় ও হুমকি দেয়। সিআইএসএফ এবং পুলিশ এলেও হামলার ভয়ে ফিরে আসি।” তৃণমূল প্রদেশ কমিটির সদস্য প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের অবশ্য দাবি, এ দিন দুপুরেই তাঁরা ওই প্যাচ সংলগ্ন এলাকা পরিদর্শন করে দেখেন, ৩৫টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এর পরে এজিএম আসেন। প্রদীপবাবুর পাল্টা অভিযোগ, “আমরা ইসিএলকে জানিয়েছি, দ্রুত সমীক্ষা শেষ করে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। প্রহ্লাদবাবু নিজেই অশান্তি সৃষ্টি করতে এলাকায় যান। বিপন্ন পরিবারের সদস্যেরাই প্রতিরোধ করেন।” এরিয়ার এজিএম পি কে সরকার জানান, সমীক্ষার কাজ শুরু হয়েছে।

‘স্টার’ হয়নি, ছাত্রী আত্মঘাতী
মাধ্যমিকের ফল মন মতো না হয়নি। ফল বেরোনোর পরেই এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ মিলল তার ঘরে। পুলিশ জানায়, মৃতার নাম ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় (১৬)। মঙ্গলবার দুপুরে তার মৃতদেহের পাশ থেকে পুলিশ একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করেছে। তাতে লেখা আছে, ইন্দ্রাণী পরীক্ষায় ‘স্টার নম্বর’ আশা করেছিল। কিন্তু সে প্রথম বিভাগে উত্তীর্ণ হলেও ‘স্টার’ মেলেনি। পুলিশের অনুমান, সেই অবসাদেই সে আত্মঘাতী হয়েছে। ছাত্রীটির বাবা নেই। সে এক মাত্র সন্তান। মা-ই সংসার চালান। ঘটনার সময়ে কেউ বাড়িতে ছিল না। গোটা ঘটনায় পাড়ার লোকজন থেকে শুরু করে আত্মীয়বন্ধুরা শোকস্তব্ধ। ইন্দ্রাণীর মা-ও এই ঘটনা নিয়ে কোনও কথা বলতে চাননি।

‘সন্ত্রাসের’ ছবি রাখার পরামর্শ
তৃণমূল ‘সন্ত্রাস’ করায় তারা পুরভোটে প্রচার চালাতে পারছে না বলে আগে থেকেই অভিযোগ করে আসছে সিপিএম। এক ধাপ এগিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র আবার ভোটের দিন ‘সন্ত্রাসের ছবি’ মোবাইলে তুলে রাখার পরামর্শ দিলেন দলের কর্মী-সমর্থকদের। মঙ্গলবার দুর্গাপুরে ভোটের প্রচারে গিয়ে গাঁধী মোড়ে এক জনসভায় সূর্যবাবু বলেন, “ভোটের দিন ওরা সন্ত্রাস করবে। সেই সন্ত্রাসের ছবি তুলে প্রমাণ রাখুন। পরে কাজে লাগবে।”

কোথায় কী
জামুড়িয়া

কাজী নজরুল ইসলামের জন্ম উৎসব পালন। সাংস্কৃতিক অনুষ্ঠান।
সন্ধ্যা ৭ টা। উদ্যোগ: নজরুল অ্যাকাডেমি, চুরুলিয়া।

নজরুল জন্ম জয়ন্তী পালন। সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭ টা।
উদ্যোগ: নজরুল মেলা কমিটি ও হরিজন কল্যান সমিতি, ছত্রিশ গন্ডা গ্রাম।

হিরাপুর

দেবব্রত চট্টোপাধ্যায় ও শঙ্কর চট্টোপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা। বিসিসি মাঠ। সকাল ৭ টা।

ফুটবল প্রতিযোগিতা। আমবাগান তার কাঁটা মাঠ। বিকাল ৪ টা। উদ্যোগ: ভারতী সঙ্ঘ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.