টুকরো খবর
ডাম্পারে আগুন, মৃত্যু
উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সঙ্গে কাঠবোঝাই একটি ডাম্পারের স্পর্শে ডাম্পারটিতে আগুন ধরে গিয়ে মারা গেলেন একজন। মঙ্গলবার বিকেলে ধুবুলিয়ার যক্ষ্মা হাসপাতাল চত্বরের ঘটনা। তবে মৃতের নাম এখনও জানা যায়নি। পরে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে রাস্তার দু’ধারের গাছ কেটে যক্ষ্মা হাসপাতাল চত্বরে জড়ো করে রাখা হচ্ছে বেশ কিছুদিন ধরেই। এ দিন একটি ডাম্পার থেকে কাটা গাছ নামানোর সময়ে ডাম্পারের সঙ্গে বিদ্যুতের তারের ছোঁয়ায় তা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুন লেগে যায়। তখনই অগ্নিদগ্ধ হন চালকের সহকারী। কৃষ্ণনগর সদর মহকুমাশাসক পূর্ণেন্দু মাজী বলেন, “কাঠ নামানোর সময়ে বিদ্যুতের তারের ছোঁয়ায় ডাম্পারটিতে আগুন লেগে যায়। একজন মারা গিয়েছেন।”

জমি লিজ দেওয়ার দাবি
মঙ্গলবার বহরমপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে স্মারকলিপি দিলেন বহরমপুরে বস্তিবাসীরা। ২৫টি ওয়ার্ডের হাজার চারেক বস্তিবাসী মিছিল করে এ দিন দুপুরে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে যান। অভিযোগ, তাঁরা বছর কুড়ি শহরের খাস জমিতে রয়েছেন। জমি লিজ দেওয়ার ব্যাপারে ২০০৯-এ বামফ্রন্ট সরকার আইন করে। তাঁরা জমি লিজ ও পুনর্বাসনের দাবি জানান। জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক রবীন্দ্রনাথ সরকার বলেন, “লিজের ব্যাপারে রাজ্য ভূমি ও ভূমি সংস্কার দফতরের সঙ্গে আলোচনা হবে।”

আদালতে কর্মবিরতি
শনিবার পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে বহরমপুর উকিলসভা। সভাপতি আবুবক্কর সিদ্দিকি বলেন, “মঙ্গলবার বৈঠক ডেকে শনিবার পর্যন্ত বহরমপুরের সব আদালতে কর্মবিরতির সিদ্ধান্ত হয়েছে। প্রচণ্ড গরমের জন্য এই সিদ্ধান্ত।” সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী, রাজ্যের বার কাউন্সিল ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানানো হয়েছে বলেও তিনি জানান।

দুই কিশোরকে ফেরাল পুলিশ
রাতের অন্ধকারে মামার বাড়ির রাস্তা চিনতে পারেনি বছর তেরোর ছোট্টু শর্মা। উত্তরপ্রদেশের বরেলির বাড়ি থেকে বন্ধু সোনু শর্মাকে নিয়ে শান্তিপুরে মামারবাড়িতে আসছিল ছোট্টু। পথ হারানো দুই কিশোরকে শান্তিপুরের মাতালগড় এলাকায় অনেকক্ষণ ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। শান্তিপুর থানায় যোগাযোগ করে ওই দুই কিশোরকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকালে পুলিশ তাদের শান্তিপুরের মামারবাড়িতে পৌঁছে দেয়।

খুনে যাবজ্জীবন
খুনের ঘটনায় মঙ্গলবার কান্দির অতিরিক্ত দায়রা বিচারক পিনাকীরঞ্জন ঝা অশোক হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। ২০০২-এর ২৮ অগস্ট খড়গ্রামের যমুনি গ্রামের মিলন হালদারকে খুন করে অশোক। মিলনের মা দুর্গাবালা হালদার অভিযোগ করেন। তাকে ২০০৩-এ বেনারস থেকে গ্রেফতার করে পুলিশ।

খেতে বোমা ফেটে জখম
ধান জমিতে বোমা ফেটে জখম হয়েছে দুই কিশোর। মঙ্গলবার সকালে বহরমপুরের কর্ণসুবর্ণের যদুপুরের এই ঘটনায় জখম আলফাজ আহমেদ ও আরিফ হোসেনকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। আরিফের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। তার হাতের একটি আঙুল উড়ে গিয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রতিবেশী ওই দুই কিশোর অষ্টম শ্রেণির ছাত্র। এ দিন তারা ধান কাটছিল। বোমা ফেটে জখম হয় তারা।

অস্ত্র-সহ ধৃত
আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার লালগোলার যশোইতলা গ্রাম থেকে ৩টি নাইন এমএম বোরের পিস্তল-সহ আইনুল হক নামে ওই যুবককে ধরে পুলিশ। বাড়ি রানিতলার নারায়ণপুরে। তার কাছ থেকে পিস্তল ছাড়াও ৩টে ম্যাগাজিন, ২৪ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, আইনুল বেআইনি অস্ত্র কেনাবেচায় জড়িত।

শিশুর মৃত্যু
মাথার উপরে ইট খসে পড়ায় মৃত্যু হয়েছে চার মাসের নাসিরা খাতুনের। বাড়ি সুতির সাহাজাদপুরে। পরিবারের তরফে জানা গিয়েছে, সোমবার বিকেলে দোলনায় শুয়ে ছিল নাসিরা। দোলনাটি দেওয়ালে ধাক্কা দিলে একটি ইট খসে পড়ে নাসিরার মাথায়। আহত শিশুটিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন সন্ধ্যায় মারা যায় সে।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে চপলা ননিয়া (৬৫) নামে এক মহিলার। তাঁর বাড়ি স্থানীয় লবনচোয়ায়। মঙ্গলবার দুপুরে পুত্রবধূ বিশাখা ননিয়ার সঙ্গে তিনি জঙ্গিপুরের একটি গ্রামীণ ব্যাঙ্কে বার্ধক্য ভাতার টাকা তুলতে এসেছিলেন। বিশাখাদেবী বলেন, “গরমে খুব কষ্ট হচ্ছিল। ব্যাঙ্ক থেকে বেরিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। রাস্তায় পড়েও যান। চোখে মুখে জল দিতে থাকি।” ঘটনাস্থলেই মৃত্যু হয় চপলাদেবীর।

নদীতে নিখোঁজ
স্নান করতে এসে নিখোঁজ হয়ে গিয়েছে বছর সাতেকের গৌরী দাস। তার বাড়ি মায়াপুরে। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ স্কুল থেকে ফিরে মায়ের সঙ্গে হুলোরঘাটে স্নান করতে গিয়েছিল গৌরী। সাঁতার কাটতে কাটতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় সে। পুলিশ জানিয়েছে, তল্লাশি চালানো হচ্ছে।

সিপিএমের প্রার্থী নেই
জলঙ্গির ঘোষপাড়া সর্বপল্লি বিদ্যানিকেতনের পরিচালন সমিতির নির্বাচনে প্রার্থী দিল না সিপিএম ও তৃণমূল। মঙ্গলবার মনোনয়ন জমার শেষ দিন। কংগ্রেসের ৬ জন অভিভাবক ছাড়া আর কোনও মনোনয়ন জমা পড়েনি।

শিশুকন্যার দেহ
নর্দমায় মিলল এক সদ্যোজাতের মৃতদেহ। কৃষ্ণনগরের নাজিরাপাড়ায় পলিথিনে মোড়া ওই শিশুকন্যার দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শিশুটির দেহ নর্দমায় ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশে খবর দেন।

লরির ধাক্কায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে নেসবানু খাতুন (৬) নামে একটি শিশুর। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে সামশেরগঞ্জের বাসুদেবপুরে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.