‘সৈয়দাবাদ সপ্তর্ষি নাট্যসংস্থা’ গত ৬ মে রবিবার থেকে ১৫ মে মঙ্গলবার পর্যন্ত ১০ দিনে বহরমপুর শহরের মধ্যে ৩টি নাটক মঞ্চস্থ করল। ওই নাট্যসংস্থর নাট্যকার ও পরিচালক কিশোর মুখোপাধ্যায় বলেন, “খাগড়া এলাকার দয়াময়ী কালীবাড়িতে গত ৬ মে ও ৭ মে মঞ্চস্থ হয়েছে দু’টি নাটক ঠাকুর রামকৃষ্ণ ও বামাখ্যাপা। মঙ্গলবার ১৫ মে শহরের কুঞ্জঘাটা এলাকায় কীর্তনের আসরে অভিনীত হয় ‘নদের নিমাই’। আমাদের নাট্যসংস্থার পক্ষ থেকে বহরমপুর শহরের সৈয়দাবাদ এলাকায় গত ১৫ বছর ধরে প্রতিমাসে ৪টি করে নাটক মঞ্চস্থ করা হয়।”
|
বহরমপুর রবীন্দ্রমেলা চল্লিশ বছরে পা দিল। সংস্থার চার দশক পূর্তি উপলক্ষে পাঁচ দিন ধরে রবীন্দ্রজন্মোৎসব পালন করল। বহরমপুর রবীন্দ্রসদনের মূল মঞ্চের পাশাপাশি মুক্তমঞ্চেও পাঁচ দিনের ওই অনুষ্ঠান হয়। সংস্থার পক্ষে ভাস্বতী চক্রবর্তী বলেন, “অনুষ্ঠানে সমবেত সংগীত, নৃত্য, নৃত্য-গীতি-আলেখ্য ও গীতিনাট্য মিলিয়ে বহরমপুরে ৬টি স্কুলের ছাত্রছাত্রী এবং ১৬টি সংগীত সংস্থার সদস্যরা অংশ নেন। এ ছাড়াও একক সংগীত পরিবেশন করেন প্রায় ১৫০ জন শিল্পী। আবৃত্তি করেন ৫০ জন। নাচ, গান, আবৃত্তি ও আঁকা মিলিয়ে মোট ১৬টি বিভাগে এপ্রিল মাস জুড়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।”
|
বহরমপুর থেকে প্রকাশিত সাময়িক পত্রিকা ‘এবং পদাতিক’-এর নবম বর্ষ সংখ্যা প্রকাশিত হল। বেশ কয়েক জন প্রতিষ্ঠিত কবির লেখা ছাড়াও রয়েছে বুদ্ধদেব বসুর ‘সাহিতপত্র’-এর পুনর্মুদ্রণ রয়েছে বেশ কিছু প্রবন্ধ। প্রয়াত কবি সুশীল ভৌমিকের স্মরণে রয়েছে বিশেষ ক্রোড়পত্র। রাশিয়ার কবি ভেরা পাভলোভার ৫টি কবিতার অনুবাদ করেছেন উজ্জ্বল সিংহ।
|
তাঁরা ষোল জন। তাঁরা সবাই ঘর-সংসার নিয়েই রয়েছেন। তা সামলেই ২৫শে বৈশাখ উদযাপন করছেন। তাঁদের সংস্থার নাম ‘বঁধূ আনন্দতীর্থ’। বহরমপুরের রাধিকা মোহন সেন রোডের ওই গৃহিনীরা সংস্থার এক সদস্যার বাড়িতে এ বারও নাচে-গানে-আবৃত্তিতে রবীন্দ্র জন্মদিন পালন। |