আইপিএল ফাইভের প্রথম দল হিসেবে প্লে অফে চলে গেল বীরেন্দ্র সহবাগের দিল্লি ডেয়ারডেভিলস। কিংস ইলেভেন পঞ্জাবকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে পৌঁছে গেল তারা। আর গেল, লিগ টেবলে এক নম্বর হয়েই।
টার্গেট খুবই অল্প ছিল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৬-৮-এর বেশি তুলতে পারেনি কিংস ইলেভেন। কিন্তু সেই অল্প রান তাড়া করতে গিয়ে শুরুতেই হোঁচট খায় দিল্লি। মাত্র ৩৭ রানের মধ্যে সহবাগ (৮), ওয়ার্নার (১৪), রস টেলর-রা (০) ফিরে যান। পরের পর উইকেট তুলে যখন প্লে অফের লড়াইকে যখন আরও আকষর্ণীয় করে দিচ্ছে কিংস বোলাররা, তখনই মাহেলা জয়বর্ধনের প্রত্যাঘাত। ৪৯ বলে অপরাজিত ৫৬ টি-টোয়েন্টির বিচারে দুর্দান্ত না হলে কী হবে, পরিস্থিতির বিচারে দূর্মূল্য। ওই অবস্থায়, আরও গোটা কয়েক উইকেট চলে গেলে ম্যাচ হাতছাড়া হতে পারত দিল্লির। |
দিল্লিরই ছেলে পারভিন্দর আওয়ানা (৩-২২) যে ভাবে বল করছিলেন! কিন্তু জয়বর্ধনের ইনিংস, নমন ওঝার (৩৪) সহায়তা, এবং শেষ লগ্নে ইরফান পাঠানের ছোটখাটো ঝড় দিল্লিকে প্লে অফে তুলে দেয়। এক ওভার বাকি থাকতেই। ১৪ ম্যাচে এখন ২০ পয়েন্ট দিল্লির। সহবাগরা মোটামুটি বাকিদের ধরাছোঁয়ার বাইরে।
আওয়ানার বোলিং ছাড়া পঞ্জাব নিয়ে বলার মতো শুধু ডেভিড হাসির ৩৫ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস। তিনি যা অল্প কিছু রান করেছেন। শন মার্শ (১৩) থেকে শুরু করে আজহার মেহমুদ (৯)সবাই ব্যর্থ। পঞ্জাব ব্যাটিং লাইন আপকে শেষ করে দেন দুই ভারতীয় পেসার। বরুণ অ্যারণ (২-১৯) ও উমেশ যাদব ( ৩-২১)। ১৪ ম্যাচে কিংস ইলেভেনের পয়েন্ট এখন ১৪। প্লে অফের আশা তাদের এই হারের পরেও রইল।
|