বাকি দুটো ম্যাচ এবং যে কোনও একটাতে হড়কানো মানেই প্লে-অফের দৌড়ে অনিশ্চিত হয়ে পড়া। দু’পয়েন্টের জন্য ঘুঁষোঘুষি এমন জায়গায় পৌঁছেছে, যে কোনও মুহূর্তে যে কেউ ছিটকে যেতে পারে। ডেকান চার্জার্স এবং পুণে বাদ দিলে বাকি সাতটা টিমের সবাই এখন প্রথম চারে থাকার দৌড়ে। এই পরিস্থিতিতে আজ বুধবার ওয়াংখেড়েতে গৌতম গম্ভীরের নাইট রাইডার্স মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের।
বিকেলের উড়ান ধরে রাতে মুম্বই পৌঁছল কেকেআর। ইরেশ সাক্সেনা, জয়বেদব উনাদকটদের নিয়ে আসা হয়নি। আগের ম্যাচ যদি কোনও টিমের মনোবল বুঝে নেওয়ার সূচক হয়, অবশ্যই অ্যাডভান্টেজ মুম্বই। বেঙ্গালুরুতে গিয়ে হেরে যাওয়া ম্যাচ বের করে নিয়েছে মুম্বই, সৌজন্য আম্বাতি রায়াডু ও কায়রন পোলার্ড। অন্য দিকে ইডেনে শেষ বলে ছক্কায় হারতে হয়েছে কেকেআরকে। তার চেয়েও গুরুত্বপূর্ণ, মাত্র দিন তিনেক আগে ইডেনে এসে নাইটদের হারিয়ে গিয়েছে মু্ম্বই। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে তারা লিগ তালিকায় দুই নম্বরে, সমসংখ্যক ম্যাচে ১৭ পয়েন্ট কলকাতার। তারা রয়েছে তিনে। টানা দুটো হোম ম্যাচ হেরেছে তারা, এখন শেষ দুটোই অ্যাওয়ে ম্যাচ। মুম্বইয়ের পরে থাকছে ১৯ মে-র পুণে ওয়ারিয়র্স ম্যাচ। পুণের যেহেতু কিছুই হারানোর নেই, ওই ম্যাচে তারা ঝাঁপাবেই। সে ক্ষেত্রে ‘দাদা বনাম খান’-এর ফিরতি লড়াই কেকেআর-এর মরণবাঁচন ম্যাচ হয়ে যেতে পারে। আর মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ জিততে পারলে প্লে অফের টিকিট নিশ্চিত হয়ে যাওয়ার কথা। |
কেকেআর-এর দুশ্চিন্তা বলতে ব্যাটিং। গত দুটো ম্যাচ হারার আগে টানা ছ’টা ম্যাচ জেতায় যা এতদিন সে ভাবে চোখে পড়েনি। কিন্তু এখন পরিষ্কার হয়ে গিয়েছে, অধিনায়ক গম্ভীর আটকে গেলে টিম আটকে যাচ্ছে। মিডল অর্ডারে একেবারেই রান নেই ইউসুফ পাঠানের ব্যাটে। ১৪টা ম্যাচ হয়ে গেল, মুম্বই ম্যাচে ৪০ নট আউট ছাড়া ইউসুফ টিমের জন্য কিছুই করেননি ব্যাটে। যা খবর, মুম্বইয়ের ডেরায় সচিনদের বিরুদ্ধে তাঁকে ব্যাটিং অর্ডারে নামতে হতে পারে। দেবব্রত দাস বা লক্ষ্মীকে তাঁর আগে পাঠানো হতে পারে। জেতার অভ্যেস নষ্ট হওয়া নিয়ে গম্ভীর বলেছেন, “দুটো ম্যাচ আমরা হেরেছি ঠিকই, কিন্তু ম্যাচ দুটো মোটেই একপেশে ছিল না। ম্যাচ যে কোনও দিকে যেতে পারত। তা ছাড়া আমি মনে করি না, কেকেআর কোনও একজন নির্ভর টিম। ড্রেসিংরুমে বেশ কয়েকজন ম্যাচ উইনার আছে।” চেন্নাইয়ের বিরুদ্ধে বেধড়ক পিটুনি খাওয়া ডি’ল্যাঞ্জের উপরেও তাই সম্ভবত কোপ পড়ছে না। তিনি মুম্বই ম্যাচে হয়তো থাকছেন।
পাশাপাশি এই মুহূর্তে মারাত্মক ছন্দে রয়েছে মু্ম্বই ইন্ডিয়ান্স। শুধু সচিনের ব্যাটে রান নেই। গত দুটো ম্যাচে ইডেনে সচিন করেছেন ২ আর চিন্নাস্বামীতে ০। ইডেনে সচিনকে ফেরান সাকিব আর চিন্নাস্বামীতে জাহির। সচিন যদি ছন্দে ফেরার জন্য কেকেআর-কে বেছে নেন, গম্ভীরের টিমের কপালে দুঃখ আছে। |