নিছক স্বান্তনা দেওয়া নয়, তাঁর টিমের প্রতি এতটুকু আস্থা হারাননি শাহরুখ খান। ইডেনে পরপর দুটো হারেও এতটুকু চিড় ধরেনি মনোবলে। বরং পরপর দুটো হার নিয়ে তাঁর বক্তব্য, “থোড়া সা ছুটা, লেকিন টুটা নেহি!” সাফ জানাচ্ছেন, কোনও ভাবেই প্লে-অফের আশা ছাড়ছেন না। “একটা-দুটো ম্যাচে টিম হারতেই পারে। তাতে ভেঙে পড়ে না টিম। অবশ্যই আশা আছে আমাদের। এখনও দুটো ম্যাচ বাকি। আপনাদের ভালবাসা আর সমর্থন চাই,” সোমবার চেন্নাই ম্যাচ শেষে রাত দু’টো নাগাদ টিম হোটেলে ডাকা সাংবাদিক সম্মেলনে বলছিলেন শাহরুখ। যাঁর টিম আজ বুধবার ওয়াংখেড়েতে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
ইডেনে শেষ হোম ম্যাচের পরে প্রচারমাধ্যমকে ডেকেছিলেন নাইট মালিক। আগের সাতটা ম্যাচের একটা নিয়েও কথা বলেননি, সে ক্ষেত্রে এই প্রথম তাঁর আইপিএল ফাইভে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন। জানাচ্ছেন, একেবারেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর নাম জড়িয়ে বিরোধিতা পছন্দ নয়। প্রায় অনুরোধের সুরে বলেছেন, “প্লিজ, একটু আপনারা পরিণতি দেখান। খেলাটাকে খেলার মতো করে দেখুন। সৌরভ আর খান নিয়ে আমরা কথা বলেই চলেছি। কোনও মানে নেই।” তারপর কখনও, “দাদা ওর মতো খেলুক না। যে টিম পছন্দ সেখানে খেলুক। এ ভাবে তুলনা টেনে শুধু আমার সঙ্গে অন্যায়ই হচ্ছে না, দাদার সঙ্গেও হচ্ছে।” |
মিডিয়ার এত দিনের খোঁচাখুঁচিতে ভুলেও মুখ খোলেননি একবারও। উল্টে ৫ মে-র ম্যাচ শেষে সৌরভকে নিয়ে ইডেন ঘুরেছেন ‘কিং খান’। কিন্তু শেষ পর্যন্ত নীরবতা ভাঙল। আর চেন্নাই ম্যাচ শেষে টিম হোটেলে শাহরুখ খান বুঝিয়ে দিলেন, পুরো ‘এপিসোড’ নিয়ে কতটা বিরক্ত তিনি। “আমি সবাইকে ভাল ভাবেই বলছি। এটা স্রেফ একটা খেলা। সে ভাবেই দেখা ভাল। ব্যাপারটা এ বার থামানো উচিত। এতে কারও কোনও লাভ হচ্ছে না। যত বার কলকাতায় আসছি, আপনারা কিছু মশলা আর ভাল হেডলাইনের জন্য এই এক কথা জিজ্ঞেস করে যাচ্ছেন। একটু অন্যায় হচ্ছে না?”
এখানেই না থেমে সংবাদমাধ্যমকে আরও একহাত নিয়ে ‘বাজিগর’-এর আরও সংযোজন, “দাদা যা করেছে, ওর যা যা কীর্তি আছে, সে সবের জন্য ওর নামে জয়ধ্বনি দেওয়া উচিত। সে সব না করে এই সব তুলনা টেনে দাদাকে ছোট করা হচ্ছে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ওর গুরুত্বটাই কমে যাচ্ছে এ সব হয়ে।” শাহরুখ দাবি তুলে দিচ্ছেন, এ বার অন্তত রেহাই দেওয়া হোক সৌরভকে। “শুধু আমার কাছেই নয়, দাদার কাছেও ব্যাপারটা সমান অস্বস্তির।”
তা হলে কী সৌরভকে এ বার কেকেআরের মেন্টর হিসেবে ভাবা হবে? সরাসরি উত্তর নয়, বরং বাদশা ফিরলেন নিজের স্বভাবসিদ্ধ মেজাজে। ‘মেন্টর’ সৌরভের প্রশ্নে শাহরুখের জবাব, “কেকেআরে আমিই মেন্টর। আমিই মালিক। আমিই নায়ক। আমার টিমে আমিই ভগবান।” তার পর বিশদ ব্যাখ্যা, “আমার বক্তব্য হচ্ছে, সব ক্রিকেট কিংবদন্তিদের জন্যই আমাদের ভালবাসা ও সম্মান দু’টোই আছে। দাদার সঙ্গে আমার বেশ কিছু ভাল স্মৃতি আছে। ওর শুভকামনাই করি আমরা। যেখানেই খেলুক, দাদার সঙ্গে আমাদের শুভেচ্ছা সব সময়ই থাকে। খেলাধুলোয় দেশের সেরাদের একজন হচ্ছে দাদা। ক্রিকেটার দাদার আমিও বিরাট ফ্যান। ওর পরিবারের সঙ্গেও আমার বেশ কিছু ভাল স্মৃতি আছে।” |