রফতানির নতুন বাজার ধরতে কেন্দ্রের আর্জি শিল্পমহলকে |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
বিশ্ব অর্থনীতিতে মন্দা তথা ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সঙ্কট থেকে শিক্ষা নিয়ে আফ্রিকা ও লাতিন আমেরিকায় বাজার বাড়াতে শিল্পমহলকে আরও সক্রিয় হতে অনুরোধ করলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আজ নয়াদিল্লিতে সিআইআই-এর সভায় আগামী দু’বছরে ওই সমস্ত দেশে ৫০ হাজার কোটি ডলার রফতানির লক্ষ্যমাত্রা স্থির করার জন্য শিল্প -মহলের কাছে আর্জি জানান তিনি। বর্তমানে তা ২০ হাজার কোটি ডলার। |
আর্থিক বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছর ধরে বিশ্ব অর্থনীতিতে মন্দার ফলে ভারতের রফতানি বাজার ভাল রকম ধাক্কা খেয়েছে। কারণ আমেরিকা, ব্রিটেন রফতানির বড় বাজার। কিন্তু ওই দেশগুলি সম্প্রতি মন্দার শিকার হওয়ায় স্বভাবতই বরাত কমেছে। যার খেসারত দিতে হচ্ছে দেশীয় শিল্পকে। এই অবস্থায় আমেরিকা-ব্রিটেনের মতো চিরাচরিত বাজার ছেড়ে অপেক্ষাকৃত নতুন লাতিন আমেরিকা ও আফ্রিকার বাজার ধরতে সংস্থা -গুলিকে অনুরোধ করেন সিন্ধিয়া। বাণিজ্য মন্ত্রকের মতে, কৃষি, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ক্ষেত্রে ওই সব দেশে লগ্নি করার বিপুল সুযোগ আছে ভারতের। ইতিমধ্যেই সেই লক্ষ্যে দক্ষিণ আমেরিকা, আফ্রিকার মতো দেশগুলিতে বাণিজ্য বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি করার বিষয়েও ভাবনা-চিন্তা চলছে বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। সিআইআই-এর জাতীয় কমিটির চেয়ারম্যান (আমদানি-রফতানি) সঞ্জয় বুধিয়া বলেন, “ইউরোপীয় সঙ্কটের পরিপ্রেক্ষিতে ওই সব দেশে ভারতের বাণিজ্য বাড়ানোর প্রভূত সম্ভাবনা আছে। শুধু শিল্পমহলকে সাহস করে এগিয়ে আসতে হবে।” এ জন্য শিল্প সংস্থাগুলিকে অতিরিক্ত ছাড় দেওয়ার বিষয়েও চিন্তা-ভাবনা করছে বাণিজ্য মন্ত্রক। আজকের অনুষ্ঠানে ভারতীয় শিল্পমহলের প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন লাতিন আমেরিকা ও আফ্রিকার বেশ কিছু দেশের প্রতিনিধিরা। |