টুকরো খবর
পাঁচ দিন বাদে উঠল সেনসেক্স
টানা পাঁচ দিন ৬৯৬.৮৭ পয়েন্ট পড়ার পর মঙ্গলবার কিছুটা বাড়ল সেনসেক্স। ১১২.৪১ বেড়ে তা থামল ১৬,৩২৮.২৫ অঙ্কে। তবে এখনই বাজারের ঘুরে দাঁড়ানোর লক্ষণ খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের ডিরেক্টর এস কে কৌশিক বলেন, “সূচক ১৫ হাজারের ঘরে নামলেও অবাক হব না।” এই দিন জার্মানির আশাতীত ভাল আর্থিক বৃদ্ধি ও ফ্রান্সে বৃদ্ধির হারের স্থিতিশীলতা আসার খবর কিছুটা চাঙ্গা করে ইউরোপের বাজারকে। আর মূলত তারই প্রভাব এসে পড়ে ভারতের বাজারের উপর।

অনিয়মের অভিযোগে
আর্থিক অনিয়মের অভিযোগে ভারতী এয়ারটেলের বিরুদ্ধে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী এস এস পালানিমণিক্কম এ কথা জানান। সংস্থার দাবি, তারা নিয়ম নীতি মেনেই কাজ করেছে। সংস্থার এক মুখপাত্র বলেন, “এ ব্যাপারে যে-সব তথ্য চাওয়া হয়েছিল তা কর্তৃপক্ষকে জানিয়েছি।”

রেস্তোরাঁ সংস্থার ইস্যু
ভারতীয় সংস্থা ‘স্পেশালিটি রেস্টোর্যান্টস’-এর শেয়ার বাজারে আসছে আজ। ইস্যুর মুখ্য লগ্নি -কারীর তালিকায় রয়েছে এইচএসবিসি ইন্ডিয়া আলফা (মরিশাস), প্রুডেন্সিয়াল, মর্গ্যান স্ট্যানলি, এসবিআই ম্যাগনাম গ্লোবাল ফান্ড, রিলায়্যান্স মিউচুয়াল ফান্ড। তাদের কাছ থেকে সংগৃহীত অর্থ ২৬ কোটি টাকারও বেশি। ‘মেনল্যান্ড চায়না’, ‘সিগরি’, ‘ও ক্যালকাটা’-র মতো ব্র্যান্ড-এর স্রষ্টা এই সংস্থার প্রতিটি শেয়ারের মূল্য-বন্ধনী ১৪৬-১৫৫ টাকা।

অনশন উঠল এসবিআইয়ে
অনশন ধর্মঘট তুলল কলকাতা সার্কেলের স্টেট ব্যাঙ্ক স্টাফ অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ খান জানান, “বেশ কিছু দাবি কর্তৃপক্ষ মেনেছেন। বাকিগুলি নিয়ে বৈঠকের প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা। তাই আপাতত আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।”

ইতালির ২৬টি ব্যাঙ্কের রেটিং কমাল মুডিজ
এক ধাক্কায় ইতালির ২৬টি ব্যাঙ্কের মূল্যায়ন চার ধাপ পর্যন্ত কমিয়ে দিল মার্কিন ক্রেডিট রেটিং সংস্থা মুডিজ। তাদের দাবি, ব্যাঙ্কগুলি অনাদায়ী ঋণের বোঝায় ও মুনাফা কমে যাওয়ায় জর্জরিত। ফলে সঙ্কটাপন্ন ইতালি ও ইউরোপীয় অর্থনীতির দুশ্চিন্তা আরও বাড়াতে পারে সেগুলি।

বিমান জ্বালানির দাম
বিমান জ্বালানির দাম কিলোলিটারে ২৭৩ টাকা কমাল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ফলে দিল্লিতে কিলোলিটারে দাম হল ৬৭,০৪৬.৯৫ টাকা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.