টুকরো খবর |
নিখোঁজ বালিকার পচাগলা দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
নিখোঁজ হওয়ার তিন দিন পরে এক বালিকার পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার জামবাদ ইটভাটা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম পার্ব্বতী সিংহ (১০ )। মৃতার মা আদুরি সিংহের অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা দায়ের করেছে। গ্রেফতার করা হয়েছে জামবাদ ইটভাটার দুই কর্মীকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদুরি সিংহ তাঁর মেয়ে পার্ব্বতীকে সঙ্গে নিয়ে ইটভাটায় কাজ করার জন্য পুরুলিয়ার বড়াবাজার থেকে জামুড়িয়ায় আসেন। মেয়েও তাঁর সঙ্গে ইটভাটায় জোগান দেওয়ার কাজ করত। ১২ মে সকাল থেকেই মেয়ের খোঁজ মিলছিল না। মঙ্গলবার সকালে তিনি জানতে পারেন, স্থানীয় কেয়াবাঁধ পুকুরের অদুরে জঙ্গলে একটি পচাগলা দেহ মিলেছে। সহকর্মীদের সঙ্গে গিয়ে তিনি দেহটি শনাক্ত করেন। তিনি বলেন, “মেয়েকে যারা খুন করেছে তাদের কঠোর শাস্তি চাই।” আসানসোল পুলিশের এডিসিপি ভাস্কর মুখোপাধ্যায় জানান, তদন্তে নেমে পুলিশ নিতীশ ওরাও এবং বিরিঞ্চি ওরাও নামে ইটভাটার দুই কর্মীকে গ্রেফতার করেছে। তারা দু’জনেই পুরুলিয়ার বড়াবাজার এলাকার বাসিন্দা। ভাস্করবাবু বলেন, “আসানসোল মহকুমা হাসপাতালে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল কি না।”
|
তালিতে দুর্ঘটনা, মৃত ৩
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
|
নিজস্ব চিত্র। |
বাস ও লরির সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন যাত্রীর। মঙ্গলবার বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ বর্ধমান -সিউড়ি রোডে তালিতের কাছের দিঘির পাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে দু’জন মহিলা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থেকে আউশগ্রামের ভোঁতার দিকে দিকে যাচ্ছিল বর্ধমান -ভোঁতা রুটের একটি বেসরকারি বাস। তালিতের কাছে একটি বাঁকের মুখে উল্টো দিকে আসা একটি পাথ বোঝাই লরির সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। ঘটনাস্থেই মৃত্যু হয় দুই মহিলা। তাঁদের এক জনের নাম -পরিচয় জানতে পারেনি পুলিশ। অপর জনের নাম গীতা মাঝি (৪৫ )। বাড়ি বর্ধমান থানার বড় কাশিয়াড়া গ্রামে। বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হলে মৃত্যু হয় সুকুমার গড়াই (৫৫ ) নামে আরও এক জনের। বাড়ি আউশগ্রামের ভোঁতা গ্রামে। চালক ও এক প্রতিবন্ধী ছাত্রী -সহ পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে তিন জনকে পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। বর্ধমান মেডিক্যালে ভর্তি রয়েছেন মোট ৪১ জন। বর্ধমানের জেলাশাসক খবর পেয়ে হাসপাতালে যান। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র জরুরি ভিত্তিতে বাইরে থেকে কিনে নেওয়ার নির্দেশ দেন।
|
জলের দাবি অন্ডালে
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
|
নিজস্ব চিত্র। |
কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের নেতৃত্বে ইসিএলের কাজোড়া এরিয়া অফিসে বিক্ষোভ দেখালেন কয়েকশো খনিকর্মী ও বাসিন্দা। জিএম না থাকায় ভারপ্রাপ্ত আধিকারিককে দাবিপত্র দেন তাঁরা। তাঁদের দাবি, রোপওয়েজ টপ লাইন থেকে পরাশকোল গ্রামের সংযোগকারী রাস্তা বেহাল। অবিলম্বে তা সারাতে করতে হবে। কর্মী আবাসনে পরিশ্রুত জল ও আবাসনগুলি সংস্কারেরও দাবি জানান তাঁরা।
|
ছুরিতে হত বৃদ্ধা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ছেলের ছুরির ঘায়ে জখম বৃদ্ধার মৃত্যু হল হাসপাতালে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম বর্মাদেবী নুনিয়া (৫৫)। বাড়ি কুলটি থানার চিনাকুড়ি দুই নম্বর এলাকায়। বর্মাদেবীকে তাঁর বড় ছেলে সতীশ নুনিয়া গত ৮ মে ছুরি দিয়ে গলায় কোপ মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রতিবেশীরা আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করান। মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সতীশ নুনিয়া পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।
|
রানিগঞ্জে মিছিল
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রাজ্য সরকারের এক বছরের সাফল্য প্রচারে রানিগঞ্জ শহরে মিছিল করলেন রাজ্যের আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সোহরাব আলি। রানিগঞ্চের সেতুবাগান মোড় থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় চিনকুঠি মোড়ে।
|
কোথায় কী |
বর্ধমান
বিবেকানন্দের জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে আলোচনাসভা। দুপুর ১২টা। পৌর উচ্চ বিদ্যালয়।
দুর্গাপুর
শিক্ষামূলক অনুষ্ঠান : জ্ঞান জ্যোতি। বিজড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সকাল ১০ টা। উদ্যোগ : এসার ফাউন্ডেশন।
চব্বিশ প্রহর উপলক্ষে কীর্তন। ভিড়িঙ্গী গ্রাম। রাত্রি ১০ টা।
আসানসোল
রামনাম সংকীর্তন। বিকাল ৫ টা। রামকৃষ্ণ মিশন আশ্রম।
বারাবনি
দোমহানি প্রিমিয়ার ক্রিকেট লিগ। সকাল ৬ টা। দোমহানি মাঠ। উদ্যোগ : দোমহানি একাদশ।
জামুড়িয়া
পালাকীর্তন। বীরকুলটি গ্রাম গোয়ালা পাড়া। রাত ৮ টা।
কুঞ্জভঙ্গ। ইগরা গ্রাম। সকাল ১১ টা।
|
|