উত্তর ২৪ পরগনার বনগাঁ ক্রিকেট অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত সারা বাংলা অনূর্ধ্ব ১৪ ভূপেন্দ্রনাথ স্মৃতি চ্যালেঞ্জ ট্রফিতে জয়ী হল দুর্গাপুর ক্রিকেট ক্লাব। প্রতিযোগিতায় ১৪টি দল যোগ দিয়েছিল। শুরু হয় ১৭ এপ্রিল। রবিবার বনগাঁ স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে দুর্গাপুর ক্রিকেট ক্লাব এক রানে হারায় বনগাঁ ক্রিকেট অ্যাকাডেমিকে। প্রথমে ব্যাট করে ৩৫ ওভারে ১৯৯ রান তোলে দুর্গাপুর। দলের হয়ে সর্বোচ্চ রান করে অরিত্র দাস। সে করে ৮১ রান। বনগাঁর কৌস্তভ সিংহ আট ওভারে ৩৮ রান দিয়ে তিনটি উইকেট পায়। জবাবে ব্যাট করতে নেমে বনগাঁ নির্ধারিত ৩৫ ওভারে ১৯৮ রান তোলে। উত্তেজনা পূর্ণ ম্যাচে শেষ বলে জয়ের জন্য বনগাঁর দরকার ছিল ৩ রান। কিন্তু সমর্থকদের হতাশ করে ওঠে মাত্র ২ রান। বনগাঁর হয়ে অমর্ত্য সেনগুপ্ত সর্বোচ্চ ৬৯ রান করে। ব্যাটের পাশাপাশি দুর্গাপুরের অরিত্র বল হাতেও সফল হয়। আট ওভারে ৪৬ রানের বিনিময়ে বিপক্ষের তিনটি উইকেট তুলে নেয় সে। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন সিএবি-র যুগ্ম সভাপতি সুজন মুখোপাধ্যায়, বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক সঙ্কর আঢ্য, বনগাঁ ক্রিকেট অ্যাকাডেমির কর্ণধার অপু সেনগুপ্ত, বিধায়ক বিশ্বজিৎ দাস, প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ প্রমুখ। সুজনবাবু বলেন, “টি-২০-র সময়ে ছোটদের নিয়ে ৩৫ ওভারের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন যথেষ্ট কৃতিত্বের।”
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ক্রিকেট সুপার লিগের খেলায় চ্যাম্পিয়ন হল দুর্গাপুর ক্রিকেট ক্লাব। ডিসিসি মাঠের খেলায় তারা ৫০ রানে শ্রমিকনগর স্পোর্টিং ক্লাবকে হারায়। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে দুর্গাপুর। রতনেশ প্রসাদ ৪৫ এবং আকাশদীপ ঘোষ ২৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৯৬ রানে শেষ হয়ে যায় শ্রমিকনগর। বিজিত দলের গৌতম দাস ২৪ রান করেন। বিজয়ী দলের আকাশদীপ ঘোষ ৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা। ম্যাচটি পরিচালনা করেন পার্থসারথী বন্দ্যোপাধ্যায় ও চন্দন চট্টোপাধ্যায়। ভলিবলে লিগ চ্যাম্পিয়ন তানসেন অ্যাথলেটিক ক্লাব। রানার্স ডিএসপিএসএ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন তাপস সরকার, দেবাশিস পাল ও অসীম ঘোষ।
|
সিএবি পরিচালিত অনূর্ধ্ব ১৭ ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বিজয়ী হল আসানসোলের শান্তিদেবী ক্রিকেট কোচিং সেন্টার। তারা কলকাতার ভিডিওকন অ্যাকাডেমি মাঠে কলকাতার স্কুল অফ ক্রিকেটকে ৪ রানে হারায়। প্রথমে ব্যট করে কলকাতা স্কুল সব উইকেট হারিয়ে ২০৫ রান করে। জবাবে শান্তিদেবী ৬ উইকেটে জয়ের রান তুলে নিয়ে ফাইনালে ওঠে। সর্বোচ্চ ৭৩ রান করেন বিজিত দলের অরিন্দম ঘোষ। অন্য দিকে, বল হাতে দু’টি উইকেট এবং ব্যট হাতে ৫৩ রান করেন বিজয়ী দলের বিবেক সিংহ।
|
দোমহানি একাদশ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি প্রিমিয়ার ক্রিকেট লিগের মঙ্গলবারের খেলায় বিজয়ী হল দোমহানি ব্ল্যাক। তারা দোমহানি গ্রিনকে ১৭ রানে হারায়। প্রথমে ব্যাট করে ব্ল্যাক দল ৮ উইকেটে ১৫২ রান করে। জবাবে গ্রিন ৯ উইকেটে ১৩৫ রান করে। সর্বোচ্চ ৪৮ রান করে বিজয়ী দলের গোপি শর্মা। |