|
|
|
|
বিপিএল তালিকাভুক্তদের সহযোগিতা |
চিকিৎসা বিমা দেবে পুরসভা |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় চলতি আর্থিক বছরে রায়গঞ্জ পুর এলাকার বিপিএল তালিকাভুক্ত বাসিন্দাদের চিকিৎসা বিমার সুবিধা দেওয়ার কাজে নেমেছে রায়গঞ্জ পুরসভা। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আর্থিক বরাদ্দে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা প্রকল্পে শহরের ২৬ টি ওয়ার্ডের প্রায় ৪৪ হাজার বিপিএল তালিকাভুক্ত বাসিন্দাকে চিকিৎসা বিমার আওতায় আনার পরিকল্পনা নিয়েছেন পুর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পুরসভার উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে শিবির করে বিপিএল তালিকাভূক্ত বাসিন্দাদের ছবি তুলে তাঁদের মধ্যে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা প্রকল্পের কার্ড বিলির প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৪ মে পর্যন্ত ছবি তোলার কাজ চলবে। ওই কার্ড দেখিয়ে সরকারি নথিভূক্ত শহরের ৫টি নার্সিংহোম থেকে বিপিএল তালিকাভূক্ত বাসিন্দারা বিনে পয়সায় চিকিৎসা পরিষেবা পাবেন। তবে তাঁদের ২০১২-১৩ আর্থিক বছরের মধ্যেই ওই পরিষেবা নিতে হবে। পুরসভার শহর প্রকল্প আধিকারিক শ্যামল সেনগুপ্ত বলেন, “২০১১-১২ আর্থিক বছর থেকে পুরসভার উদ্যোগে শহরের বিপিএল তালিকাভুক্ত বাসিন্দাদের চিকিৎসা বিমার সুবিধা দেওয়ার কাজ শুরু করা হয়েছে। বিপিএল তালিকাভূক্ত প্রতিটি পরিবার ৩০ টাকার বিনিময়ে ৩০ হাজার টাকার চিকিৎসা বিমার সুবিধা পাবে। তবে এক বছরের মধ্যেই পরিবারের সদস্যদের ওই পরিষেবা নিতে হবে।” পুরসভা সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ পুর এলাকায় মোট বিপিএল তালিকাভূক্ত পরিবারের সংখ্যা ১৪ হাজার ১৬৫ টি। সরকারি নিয়ম অনুযায়ী আবেদনের ভিত্তিতে বিপিএল তালিকাভূক্ত প্রতিটি পরিবারের সর্বাধিক ৫ জন করে সদস্যকে চিকিৎসা বিমার সুবিধা দেওয়ার কাজ শুরু করেছেন পুর কর্তৃপক্ষ। ২০১১-১২ আর্থিক বছরে পুরসভার উদ্যোগে শহরের বিপিএল তালিকাভূক্ত ৫ হাজার ১০ টি পরিবারের প্রায় ২০ হাজার সদস্যকে চিকিৎসা বিমার আওতায় আনা হয়েছিল। বিভিন্ন রোগে অসুস্থ হওয়ায় বিপিএল তালিকাভূক্ত একাধিক পরিবারের ২০ জন সদস্য এক বছরে শহরের ৫টি নার্সিংহোমে নিখরচায় পরিষেবা পেয়েছেন। বিমার আওতায় আসা একাধিক প্রসূতির প্রসব হয়েছে নার্সিংহোমগুলিতে। বিভিন্ন নার্সিংহোম কর্তৃপক্ষের চিকিৎসা পরিষেবা দিতে প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ওই প্রকল্পের বিমা সংস্থা নার্সিংহোমগুলিকে সেই টাকা মিটিয়ে দেবে। চলতি আর্থিক বছরে পুর কর্তৃপক্ষ আবেদনের ভিত্তিতে শহরের বিপিএল তালিকাভূক্ত ১১ হাজার ৪৮৩ টি পরিবারের প্রায় ৪৪ হাজার সদস্যকে চিকিৎসা বিমার আওতায় আনার পরিকল্পনা নিয়েছেন। তার মধ্যে গত আর্থিক বছরের ৫ হাজার ১০ টি পরিবারের সদস্যদেরও নতুন করে ওই সুবিধা দেওয়ার কাজ শুরু হয়েছে। বর্তমানে পুর কর্তৃপক্ষ শহরের বিভিন্ন ওয়ার্ডে শিবির করে বিপিএল তালিকাভূক্ত প্রতিটি পরিবারের সর্বাধিক ৫ জন করে সদস্যের ছবি তোলার কাজ শুরু করেছেন। ৩০ টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা প্রকল্পের কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিপিএল তালিকাভূক্ত পরিবারগুলি থেকে আদায় হওয়া টাকা সরকারি উদ্যোগে একটি বিমা সংস্থার দফতরে জমা পড়বে। কার্ডধারী পরিবারের সদস্যরা এক বছরের মধ্যে অসুস্থ হয়ে পড়লে ওই কার্ড দেখিয়ে নথিভূক্ত নার্সিংহোমগুলিতে সর্বাধিক ৩০ হাজার টাকার চিকিৎসা পরিষেবা পাবেন। নার্সিংহোমগুলিকে পরে চিকিৎসার খরচ মিটিয়ে দেবে সংশ্লিষ্ট বিমা সংস্থা। পুরসভার ১০ নম্বর ও ২৫ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর রতন মজুমদার ও পবিত্র চন্দ বলেন, “সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা সীমিত। তাঁরা দীর্ঘদিন ধরে পুর কর্তৃপক্ষের কাছে চিকিৎসা বিমার সুবিধা দেওয়ার আর্জি জানাচ্ছিলেন। আশা করছি, এবছর শহরের বিপিএল তালিকাভূক্ত মোট পরিবারের ৭৫ শতাংশ পরিবারকেই ওই সুবিধা দেওয়া সম্ভব হবে। |
|
|
|
|
|