টুকরো খবর |
দুর্ঘটনায় মৃত দুই, জখম ৯ |
নিজস্ব সংবাদদাতা • বেলিয়াতোড় ও পুরুলিয়া |
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৯ জন। রবিবার সকালে বেলিয়াতোড় থানার বনগ্রামে, বাঁকুড়া-দুর্গাপুর রাস্তায় সাইকেল আরোহী এক ছাত্রী গাড়ির ধাক্কায় মারা যায়। মৃতার নাম প্রিয়া শূর (১৬)। বেলিয়াতোড় থানার সালুকা গ্রামে তার বাড়ি। এ বছর সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানো হলে সেখানে তার মৃত্যু হয়। অন্য দিকে, শুক্রবার সন্ধ্যায় কাশীপুর থানার ধদলা গ্রামের কাছে, কাশীপুর-উপড়রা রাস্তায় বিয়ে বাড়ি ফেরত একটি পিকআপ ভ্যান উল্টে এক যুবকের মৃত্যু হয়। জখম হন ৯ জন। মৃতের নাম নিরঞ্জন বাউড়ি (৩২)। উপড়রা গ্রামে তাঁর বাড়ি। ঝাড়খণ্ডের একটি বিয়ে বাড়ি থেকে তাঁরা ট্রেনে আদ্রায় নেমে পিকআপ ভ্যানে বাড়ি ফিরছিলেন। জখম ব্যক্তিদের বাঁকুড়া মেডিক্যালে স্থানান্তর করা হয়।
|
নদীর পাড়ে মৃতদেহ, ধৃত ৫ |
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার |
নদীর তীরে এক বধূর দেহ পড়ে থাকায় বিভ্রান্তি ছড়ায় বাসিন্দাদের মধ্যে। বধূটির পরিচয় উদ্ধার করতেও পুলিশ কর্মীদের নাজেহাল হতে হয়। বুধবার বরাবাজারের নেংসাই নদীর তীর থেকে দেহটি উদ্ধার করার কয়েকদিন পরে জানা যায়, সাপে কাটায় তাঁর দেহ ফেলে রেখেছিলেন আত্মীয়েরা। সেই অভিযোগে পুলিশ শনিবার রাতে গ্রেফতার করল বধূটির শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির ৫ আত্মীয়কে। পুলিশ জানিয়েছে, বধূটির শ্বশুরবাড়ি ঝাড়খণ্ডের কমলপুর থানার দিঘির ভীম মাহাতো, ভঁদু মাহাতো ও অর্জুন মাহাতো এবং বরাবাজারের তুমড়াশোল গ্রামে বধূর বাপের বাড়ি থেকে সনাতন মাহাতো ও সঞ্জয় মাহাতোকে গ্রেফতার করা হয়। রবিবার পুরুলিয়া আদালত ধৃতদের ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেয়।
|
বাঁকুড়ায় অফিসে লুঠের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
একটি বেসরকারি অফিসে ঢুকে সশস্ত্র দুষ্কৃতীরা লুঠপাট চালাল বলে অভিযোগ। শুক্রবার রাতে বাঁকুড়া শহরের লালবাজার এলাকায় মুরগির বাচ্চা সরবরাহকারী একটি বেসরকারি সংস্থার অফিসে এই ঘটনাটি ঘটে। সংস্থার তরফে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে, প্রায় ৯ লক্ষ ১৮ হাজার টাকা লুঠ হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই অফিসের হিসেব রক্ষক জয়ন্ত করের অভিযোগ, “রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ জনা আটেক দুষ্কৃতী অফিসে ঢোকে। তাদের হাতে বন্দুক ও ভজালি ছিল। মুখে কাপড় ঢাকা ছিল। সেই সময় তিনজন কর্মী ও কিছু সাধারণ মানুষ অফিসে ছিলেন। দুষ্কৃতীরা তাঁদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায়। পরে জোর করে আলমারি খুলিয়ে টাকা পয়সা নিয়ে চম্পট দেয়।”
|
উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে বিজেপি |
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
পশ্চিম মেদিনীপুরের দাসপুর ও বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে বিজেপি। রবিবার বাঁকুড়ায় দলীয় একটি বৈঠকে বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ বলেন, “বাঁকুড়া ও দাসপুর কেন্দ্রের উপনির্বাচনে আমরা প্রার্থী দেব।” আজ, সোমবার প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানান তিনি। ওই দু’টি কেন্দ্রের তৃণমূল বিধায়কেরা মারা যাওয়ায় আগামী ১২ জুন উপনির্বাচন হচ্ছে। তৃণমূল ও সিপিএম ইতিমধ্যেই ওই দুই কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। |
তৃণমূল প্রার্থীকে সমর্থন কংগ্রেসের |
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থীকে কংগ্রেস সমর্থন করবে। প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক অজয় ঘোষ এ কথা জানান। শনিবার বাঁকুড়ায় কর্মিসভায় তিনি বলেন, “বাঁকুড়া কেন্দ্রের প্রয়াত বিধায়ক কাশীনাথ মিশ্রের স্ত্রী মিনতিদেবীর প্রচারে আমাদের কর্মীরা থাকবেন।” কর্মিসভায় জেলা কংগ্রেস সভাপতি ব্রজবাসী বিশ্বাস ও কার্যকরী সভাপতি অরূপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।
|
জন্মজয়ন্তী |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
রবিবার পুন্দাগের আনন্দনগরে পালিত হল আনন্দমার্গের প্রবক্তা আনন্দমূর্তিজী তথা প্রভাতরঞ্জন সরকারের ৯২ তম জন্মজয়ন্তী। আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের মুখ্য জনসংযোগ সচিব দিব্যচেতনানন্দ অবধূত জানিয়েছেন, এ দিন নানা অনুষ্ঠানের সঙ্গে সেখানে দরিদ্র নারায়ণ সেবা করা হয়।
|
তার চুরি, ধৃত |
মানবাজার এলাকায় বিদ্যুতের তার চুরি করার অভিযোগে বর্ধমানের বরাকর থেকে এক যুবককে গ্রেফতার করে নিয়ে এল পুলিশ। ধৃতের নাম ইমতিয়াজ আনসারি। তার বাড়ি বরাকরে। শুক্রবার রাতে বাড়ি থেকে তাকে ধরা হয়। শনিবার পুরুলিয়া আদালতে তাকে তোলা হলে বিচারক তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশের দাবি, মাস তিনেক আগে মানবাজার থানার মহড়া গ্রামে বিদ্যুতের তার সমেত একটি লরি উদ্ধার হয়। ওই ঘটনায় ইমতিয়াজ যুক্ত ছিল। |
|