সাগরে বাঁধ তৈরির প্রকল্পের উদ্বোধন |
দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের ধবলাট গ্রাম পঞ্চায়েত এলাকায় আট কিলোমিটার সমুদ্র বাঁধ তৈরির প্রকল্পের উদ্বোধন করলেন শনিবার রাজ্যের সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী শ্যামল মণ্ডল। উপস্থিত ছিলেন সাগরের বিধায়ক বঙ্কিম হাজরা। ২০০৯ সালে আয়লার সময় প্রায় আট কিলোমিটার এলাকা জুড়ে সমুদ্রের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপরে সেচ দফতর তাপ্পি দিয়ে কোনওভাবে তা মেরামত করে জল আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। ভরা কোটালে ওই বাঁধ দিয়ে ফের জল ঢুকে পড়ত গ্রামে। এই অবস্থায় বাঁধের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য দাবি জানিয়েছিলেন এলাকার মানুষ। প্রকল্পের উদ্বোধন করে শ্যামলবাবু বলেন, “সমুদ্রবাঁধ নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার ৭৭ কোটি ৬৫ লক্ষ টাকা অনুমোদন করেছে। ওই টাকায় দ্রুত বাঁধের কাজ শেষ করা হবে।”
|
বাংলাদেশি ৯ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ও শনিবার রাতে উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর সীমান্তে সোনাই নদী পেরিয়ে এ পারে আসার সময় বিএসএফের ১৫২ নম্বর ব্যাটেলিয়ন ও পুলিশ যৌথ অভিযানে ওই ৯ জনকে ধরে। আটক করা হয়েছে ১১টি গরু। ধৃকদের সকলের বাড়ি বাংলাদেশে বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া শনিবার রাতে সন্দেশখালির কালীনগর থেকে গুলিভর্তি রিভলভার সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে নবম শ্রেণির এক ছাত্রীর। গাইঘাটার গদাধরপুর গ্রামের বাসিন্দা রিনা মিত্র (১৪) নামে ওই ছাত্রীকে মঙ্গলবার আশঙ্কাজনক অবস্থায় বনগাঁ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শুক্রবার সে মারা যায়।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পারিবারিক কারণে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী। সে সভাইপুর হাইস্কুলে পড়ত। ছাত্রীর মৃত্যুতে শনিবার ওই স্কুলে ছুটি ঘোষণা করা হয়। মেয়েটির দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। |