|
|
|
|
সিপিএমের সঙ্গে ‘মানসিক সংস্রব’ না-রাখার পরামর্শ জ্যোতিপ্রিয়র |
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
‘সামাজিক’ নয়, এ বার সিপিএম নেতা-কর্মীদের সঙ্গে দলের কর্মী-সমর্থকদের ‘মানসিক সংস্রব’ না-রাখার পরামর্শ দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
রবিবার হাবরার শ্রীপুরে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে জ্যোতিপ্রিয়বাবু দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, “আপনারা সিপিএমের লোকেদের সঙ্গে চায়ের দোকান, হাটে-বাজারে গল্প বা মেলামেশা করবেন না। এই শপথ আপনারা নিন। তা হলে পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে আপনারা দুর্বল হয়ে পড়বেন।” সম্প্রতি হাবরা পুরসভার একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগেও তিনি জানিয়েছিলেন, সিপিএমের সঙ্গে ‘সামাজিক সম্পর্ক’ না রাখা নিয়ে তাঁর বক্তব্য থেকে তিনি সরছেন না। তাঁর ব্যাখ্যা ছিল, ‘সিপিএমে এখন কোনও ভাল লোক নেই।” এ দিন ফের একই মন্তব্য করলেও তা সিপিএমের সঙ্গে ‘সামাজিক সংস্রব’ না-রাখার ‘পরামর্শ’ বলে মানতে চাননি মন্ত্রী। তাঁর দাবি, “আমি সিপিএমের সঙ্গে সামাজিক সংস্রব না রাখা বা সিপিএমকে সামাজিক বয়কটের কথা কখনও বলিনি। ওদের সঙ্গে মানসিক সম্পর্ক না রাখার কথা বলেছি।” কেন তিনি বারবার সিপিএমের সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে দলীয় কর্মী-সমর্থকদের সতর্ক করছেন, এ দিন তার ব্যাখ্যাও দেন জ্যোতিপ্রিয়বাবু। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের অন্য মন্ত্রী এবং সরকারি আধিকারিকদের খুনের জন্য সিপিএম মাওবাদীদের মদত দিচ্ছে। আর আপনারা (দলীয় কর্মী-সমর্থক) ওদের সঙ্গে গল্প করবেন, এটা হতে পারে না।” জ্যোতিপ্রিয়বাবুর অভিযোগ প্রসঙ্গে সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নেপালদেব ভট্টাচার্য বলেন, “উনি আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন। যে সব কথা বলছেন, তার আর কী প্রতিবাদ করব? এটা ওঁর রুচির ব্যাপার।” |
|
|
|
|
|