পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে কংগ্রেসের বৈঠক
মে লালগড়ে সভা করার কথা ঘোষণা করেছিল কংগ্রেস। উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশের। কিন্তু তা স্থগিত রাখা হয়েছে। আগামী দিনে লালগড়ের সভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় থাকার ইচ্ছে প্রকাশ করেছে বলে কংগ্রেস সূত্রের খবর। সে জন্যই অপেক্ষা চলছে। কংগ্রেস নেতা তথা রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, “প্রণববাবুর সময় পেলেই লালগড়ে সভার দিন ঘোষণা করা হবে।”
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের হালহকিকত পর্যালোচনায় বৈঠক ডাকা হয়েছিল খড়্গপুরে। ছিলেন কাউন্সিলর, বিধায়ক থেকে ব্লক ও জেলা স্তরের নেতৃত্ব। আগামী দিনে কংগ্রেস কোন পথে চলবে, পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি কেমন হবে এ সব নিয়েই আলোচনা হয়। দল সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনে জোট হবে না ধরে নিয়েই নেতৃত্বকে এগিয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকেই বুথ কমিটি তৈরির উপরে জোর দেওয়া হয়েছে। এলাকায় মিছিল-মিটিয়ের নির্দেশও দেওয়া হয়েছে। জেলা নেতাদের এক একটি করে এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা নিয়মিত এলাকায় যাবেন। তারপর জেলা সভাপতিকে রিপোর্ট পাঠাবেন। কোথাও কোনও সমস্যা থাকলে জেলা সভাপতি ব্যবস্থা নেবেন। বৈঠক শেষে জোট নিয়ে অবশ্য তেমন কোনও মন্তব্য করতে রাজি হননি মানসবাবু। আসন্ন পুরভোট ও বিধানসভা উপ-নির্বাচনে কংগ্রেস ও তৃণমূলের জোট না হওয়ার ব্যাপারে মানসবাবু বলেন, “শুনেছি, উভয়পক্ষই জোটের জন্য আলোচনায় বসেছিল। কেন তা ফলপ্রসূ হয়নি সে সম্বন্ধে মন্তব্য করা কঠিন। খোঁজখবর নেওয়ার পরেই যা বলার বলব।” পঞ্চায়েতে জোট হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “পঞ্চায়েত নির্বাচন এখনও অনেক দূরে। এখনই এ নিয়ে বলার মতো কিছু নেই। তাছাড়াও স্থানীয় স্তরের নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কিছু চাপিয়ে দেয় না। স্থানীয় নেতারাই সিদ্ধান্ত নেবেন।”
বৈঠকে মানস ভুঁইয়া, জ্ঞানসিংহ সোহনপাল।- নিজস্ব চিত্র।
কংগ্রেস সূত্রে অবশ্য জানা গিয়েছে, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের উন্নয়নমূলক কাজের খতিয়ান সংগ্রহ করতে বলা হয়েছে নেতাদের। রাজ্যে সরকার পরিবর্তন হলেও পশ্চিম মেদিনীপুর জেলার সিংহভাগ পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ সিপিএমের দখলে। এই অবস্থায় এখন থেকেই স্থানীয় ভাবে আন্দোলন সংগঠিত করতে বলা হয়েছে। মানসবাবু বলেন, “রাজ্যে পরিবর্তন হলেও জেলার ত্রিস্তর পঞ্চায়েতের সবই প্রায় সিপিএমের দখলে। উন্নয়নের কাজ হচ্ছে না। কেন উন্নয়ন হচ্ছে না তা জানতে চাওয়া হবে। তারই সঙ্গে দ্রুত উন্নয়নের দাবিতে আন্দোলন সংগঠিত করতে বলা হয়েছে।” পাশাপাশি রয়েছে লালগড়ে সমাবেশ করার পরিকল্পনাও। কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশকে নিয়ে সেই সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস। পরে ঠিক হয় সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, শাকিল আহমেদ, প্রদীপ ভট্টাচার্যকেও সমাবেশে সামিল করা হবে। তাই আগের ঘোষিত দিন পিছিয়ে দেওয়া হয়েছে। শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে বলে কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.