৪৪ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের সামনে ম্যাঞ্চেস্টার সিটি। রবিবার তারা ইয়াইয়া তুরের জোড়া গোলে ২-০ হারাল নিউক্যাসল উনাইটেডকে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে তাদের পয়েন্ট সমান (৮৬)। কিন্তু গোলপার্থক্যে অনেক এগিয়ে। আর শেষ ম্যাচে সিটি ঘরের মাঠে পাচ্ছে দুর্বল কুইন্স পার্ক রেঞ্জার্সকে।
এ দিকে, এস্পানিওলের বিরুদ্ধে একাই চার গোল দিয়ে লা লিগায় নতুন রেকর্ড করে ফেললেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। চলতি মরসুমে বার্সেলোনার হয়ে গোলের হাফসেঞ্চুরি হয়ে গেল তাঁর। যা লা লিগায় দীর্ঘ ইতিহাসে কেউ কোনও দিন করে দেখাতে পারেনি। |
গুয়ার্দিওলাকে বিদায়ী শুভেচ্ছা মেসির। ছবি: এএফপি
|
মেসির আগে লা লিগায় এক মরসুমে সবচেয়ে বেশি গোল ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। গত মরসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩ গোল করেন তিনি। কিন্তু শেষ পর্যম্ত আর্জেন্তিনীয় মহাতারকার কাছে হার মানতে হল সি আর সেভেনকে। চলতি মরসুম ভাল কাটেনি বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতে হয়েছে। ‘এল ক্লাসিকো’-তে হজম করতে হয়েছে হার। লা লিগাতেও সন্তুষ্ট থাকতে হয়েছে দ্বিতীয় হয়ে। পদত্যাগ করেছেন কোচ পেপ গুয়ার্দিওলা। এই অবস্থায় মেসির রেকর্ড কিছুটা হলেও টাটকা বাতাস আনছে বার্সা শিবিরে। শনিবারের ম্যাচ আরও একটা কারণে মনে রাখবেন বার্সা সমর্থকেরা। এটাই ছিল বার্সেলোনা কোচ হিসেবে গুয়ার্দিওলার শেষ ম্যাচ। |