টুকরো খবর
জ্যোৎস্না-দীপিকা এশিয়া সেরা
ভারতীয় স্কোয়াশ-এ নতুন ইতিহাস গড়ে এশিয়ার সেরা হলেন জ্যোৎস্না চিনাপ্পা ও দীপিকা পাল্লিকাল। কুয়েতে এশীয় চ্যাম্পিয়নশিপে মেয়েদের টিম ইভেন্টের ফাইনালে তাঁরা ২-০ হারালেন শীর্ষ বাছাই হংকং-কে। এ দিন প্রথম খেলতে নামেন জ্যোৎস্না। বিশ্বের ষোলো নম্বর জোয়ি চ্যানের বিরুদ্ধে জ্যোৎস্না নিজের সেরা ফর্ম বের করে জেতেন ১১-৩, ১১-৮, ৮-১১, ১১-৮। পরে বিশ্বের ১৪ নম্বর দীপিকা নামেন বিশ্বের সাত নম্বর অ্যানি আউ-এর বিরুদ্ধে এবং জেতেন ১১-৮, ১২-১০, ১১-৮। এর আগে এশীয় স্তরে ভারতীয় মেয়ে দলের সেরা ফল ছিল ২০১০-এ, যখন তারা রুপো জিতেছিলেন। পুরুষদের টিম ইভেন্টের ফাইনালে পাকিস্তানের কাছে ০-২ হারল ভারত।

বাট অবসাদে ভুগছে, বললেন, আসিফ
স্পট-ফিক্সিংয়ের জেরে ইংল্যান্ডে কারাবাস-পর্ব শেষ করে পাক ক্রিকেটার মহম্মদ আসিফ জানালেন, সতীর্থ সলমন বাট ‘সম্পূর্ণ একাকী এবং অবসাদে’ জেলে কাটাচ্ছেন। প্রাক্তন পাক অধিনায়ক একই অপরাধে ৩০ মাসের কারাবাস ভোগ করছেন। “সলমন আর আমি জেলে প্রথম তিন মাস একই ঘরে কাটিয়েছি। আমার জেল থেকে বেরনোর দিন ও আমাতে শুভেচ্ছা জানিয়েছিল। কিন্তু সে দিন ওকে ভীষণ অবসাদগ্রস্ত আর একাকী দেখাচ্ছিল। চরম দুঃসময়ের মধ্যে ওর দিন কাটছে। জেল থেকে বেরনোর জন্য বাট ছটফট করছে,” পাক সংবাদপত্রে বলেছেন আসিফ। আসিফের মতো বাট-ও ক্রিকেট থেকে নির্বাসিত। কিন্তু নিজের অধিনায়কের প্রতি সমবেদনা জানিয়ে আসিফ বলেছেন, “জেলে আমরা দুই ভাইয়ের মতো ছিলাম। কোনও তিক্ততা ছিল না। জেল কর্তৃপক্ষ আমাদের জিজ্ঞেস করেছিল, দু’জনে এক ঘরে থাকতে রাজি কি না। আমরা সঙ্গে সঙ্গে রাজি হই। কারণ অন্য কোনও ধর্মের লোকের সঙ্গে এক ঘরে থাকলে সেটা আমাদের পক্ষে আরও সমস্যা হত।

শেয়ার ছাড়তে পারে ফর্মুলা ওয়ান
ফর্মুলা ওয়ানকে দেখা যেতে পারে শেয়ার বাজারে। ফর্মুলা ওয়ান প্রধান বার্নি একলেস্টোনের চেষ্টা সফল হলে আগামী দিনে বাজারে অন্তত ৩০ শতাংশ শেয়ার ছাড়তে পারে ফর্মুলা ওয়ান। যার লিস্টিং হবে সিঙ্গাপুর স্টক মার্কেটে। এ ব্যপারে সম্প্রতি ব্যাঙ্কিং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসেন একলেস্টোন। শোনা যাচ্ছে সিভিসি ক্যাপিটাল পার্টনার্স নামে যে কোম্পানির হাতে ২০০৬ থেকে ফর্মুলা ওয়ানের ৬৩.৪ শতাংশ ব্যবসা ছিল, তারা নিজেদের ভাগ কমিয়ে ৫০ শতাংশে নিয়ে আসতে চায়। পাশাপাশি, ২০০৮-এ বন্ধ হয়ে যাওয়া মার্কিন লেহম্যান ব্রাদার্স-ও ফর্মুলা ওয়ানে নিজেদের ১৫ শতাংশ অংশ বিক্রি করে পাওনাদারদের টাকা মেটাতে আগ্রহী। তাই গত দশ বছর ধরে শেয়ার ছাড়ার চিন্তাটা নিয়ে নাড়াচাড়া করে আসলেও এ বার সত্যিই সে পথে হাঁটতে চাইছেন একলেস্টোনরা। প্রাথমিক ভাবে দু’টি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যাঙ্ককে ব্যবসার মূল্যায়ণ করতে দেওয়া হয়েছে এবং অঙ্কটা দাঁড়িয়েছে কম করে ১০০০ কোটি ডলার।

বিশ্বকাপে রুপো রাহুলদের
তিরন্দাজি বিশ্বকাপে রুপো জিতল রাহুল বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত তালুকদার ও তরুণদীপ রাইয়ের রিকার্ভ দল। আন্তালয়ায় টুর্নামেন্টের ফাইনালে রাহুলরা ২১১-২২২ পয়েন্টে হেরে যান গ্রেট ব্রিটেনের কাছে। প্রথম রাউন্ডেই পাঁচ পয়েন্টে এগিয়ে যান ব্রিটেনের ত্রয়ী। দ্বিতীয় রাউন্ডে দু’পক্ষই ৫৩ পয়েন্ট তোলে। তৃতীয় রাউন্ডে ভারত ৫২, ব্রিটেন ৫৬। দীপিকা কুমারির সোনা জয়ের পরে আবার বিশ্বকাপ থেকে পদক পেল ভারত।

অন্য খেলায়
• হুগলির জেলা সাঁতার প্রতিযোগিতা ১৯ ও ২০ মে। শুরু সকাল দশটায়, রিষড়া সুইমিং ক্লাবে।

• সাদার্ন পার্ক বিদ্যুৎ সঙ্ঘের টেবল টেনিস টুর্নামেন্ট ১৯-২১ মে বিটিটিএ কোচিং স্কুল, রবীন্দ্র সরোবরে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.