বাজার গরম যাচ্ছে
টাইটানের ওরিয়ন কালেকশনে এসেছে জ্যোতির্বিজ্ঞান অনুপ্রাণিত কম্পাস টাইমপিস। এই ঘড়ির বৈশিষ্ট্য ডুয়াল টাইম, ডুয়াল ডেট, রেট্রোগ্রেড টোয়েন্টি ফোর আওয়ার কাউন্টার। তা ছাড়া এটির ডালা খুলে দিলে চুম্বকের কাজ করবে। দাম শুরু ১০,৫০০ টাকা থেকে। পন্ডস এজ মিরাক্ল এনেছে নতুন দু’টি ক্রিম, সেল রিজেন ডে ক্রিম এসপিএফ ফিফটিন পিএ প্লাস প্লাস , ডিপ অ্যাকশন নাইট ক্রিম (দু’টিরই ৫০ গ্রামের দাম ৩৯৯ টাকা)। এই ক্রিমগুলিতে সিএলএ, রেটিনল প্রভৃতি ছয়টি বায়োঅ্যাক্টিভ রয়েছে, এর ফলে তারুণ্য ত্বকে বন্দি হয়ে যাবে।


সুপার ম্যাক্স রেজর ব্লেড এনেছে থ্রি ব্লেড সিস্টেম
রেজর এসএমএক্স থ্রি। দাম ৯৯ টাকা।

টাটা সল্ট এনেছে বিশেষ স্বাদযুক্ত নুন ফ্লেভারিটজ। লেমন
করিয়েন্ডার, রেড প্যাপরিকা, অনিয়ন গার্লিক, ব্ল্যাক পেপার
এই চারটি ফ্লেভারে পাওয়া যাবে।

টিউলিপ ইন খুলেছে কলকাতায় তাদের প্রথম ডাইনিং
আউটলেট: পার্ক প্যাভিলিয়ন। এই রেস্তোরাঁ ২৪ ঘণ্টা খোলা
থাকবে। থাই, জাপানিজ, মেক্সিকান, কন্টিনেন্টাল, ভারতীয়
প্রভৃতি প্রায় প্রতিটি নামী ঘরানার খাবার পাওয়া যাবে।
দু’জনের খরচ ৮০০ টাকা (কর অতিরিক্ত)।
সল্টলেকে খুলেছে নতুন মাল্টিকুইজিন রেস্তোরাঁ
বেসিল স্কোয়্যার। এখানে উত্তর ভারতীয়,
চিনা, কন্টিনেন্টাল, পাস্তা প্রভৃতি
খাবার পাওয়া যাবে।


স্যামসনাইট এনেছে ছেলেদের স্টাইলিশ জুতোর কালেকশন। এতে ফর্মাল, পার্টিওয়্যারের সঙ্গে বিশেষ নকশার আমন্ড টো’জ ও ক্যাপ টো’জ জুতোও পাওয়া যাবে। দাম শুরু ৪,৪৯০ টাকা থেকে। ক্যানভাস শু-এর দাম ২,৪৯০ টাকা। লাইফবয় দু’টো নতুন হেলথ কেয়ার সাবান এনেছে। ক্লিনিকেয়ার কমপ্লিট ও ক্লিনিকেয়ার টেন ফ্রেশ (৭৫ গ্রামের দাম ২৭ টাকা)। এই সাবানগুলি দশ গুণ বেশি জীবাণুনাশক এবং ত্বকের পক্ষে উপকারী।

কলেজপড়ুয়াদের জন্য বশ অ্যান্ড লম্ব এনেছে ‘আইকানেক্ট ইয়ুথ কনট্যাক্ট লেন্স’।
এক মাস পরে ফেলে দিতে হবে। ৫০০ টাকায় তিন জোড়া লেন্স পাওয়া যাবে।

হোয়ার্লপুল অব ইন্ডিয়া তাদের গেরস্থালি সামগ্রীতে কিছু নতুনত্ব যোগ করেছে। যেমন নতুন নিয়ো আইচিল ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটর, ডিরেক্ট কুল রেফ্রিজারেটরস আইসম্যাজিক, স্প্লিট এয়ার কন্ডিশনারের দু’টো মডেল থ্রিডি কুল ও ক্রোম টার্বো। কিচেন প্রডাক্ট-এ এসেছে বিল্ট ইন ওভেন, বারবিকিউ, হবস ও হুডস ম্যাজিক কুক ওয়ান টু থ্রি মাইক্রোওভেন। ইমামি এনেছে নতুন এনার্জি ড্রিঙ্ক ঝান্ডু গ্লুকো চার্জ। এতে গ্লুকোজ ছাড়াও ভিটামিন সি আছে। পাওয়া যাবে তিনটি স্বাদে। ক্লাসিক, কমলালেবু ও আনারস। ক্লাসিক স্বাদের ১০০ গ্রামের দাম ২১ টাকা।

টাইটান আইপ্লাস-এর নতুন দোকান খুলল বেহালার ডায়মন্ড
হারবার রোডে। এখানে হাউসব্র্যান্ড টাইটান ছাড়াও এস্পিরিট,
মঁ ব্লাঁ প্রভৃতি আন্তর্জাতিক ব্র্যান্ডের আই গিয়্যার,
কনট্যাক্ট লেন্স প্রভৃতি পাওয়া যাবে।
গুজরাতি পোশাক ব্র্যান্ড বন্ধেজ
কলকাতায় প্রথম দোকান
খুলল সাদার্ন এভিনিয়্যুতে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.