এক শিশুর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল। শুক্রবার, পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে। এ ব্যাপারে শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে চিকিৎসকদের একটি বোর্ড গঠন করা হবে বলে পুলিশ সূত্রে খবর। ওই বোর্ডের রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে পুলিশ।
|
রাজ্যের অন্যতম প্রধান মেডিক্যাল কলেজ। গত দু’মাস ধরে সেখানে এন্ডোস্কোপি বন্ধ। কারণ, দু’টি এন্ডোস্কোপ যন্ত্রই বিকল। ফলত কলকাতা মেডিক্যাল কলেজের সার্জিক্যাল ও মেডিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজি থেকে রোগীদের এন্ডোস্কোপি ও কোলনোস্কোপির জন্য রেফার করা হচ্ছে এনআরএস, এসএসকেএম, আরজিকরে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, একটি যন্ত্র নতুন কিনতে হবে। আর একটি যন্ত্র সারাতে হবে। তার জন্য দরপত্রই ডাকা হয়নি। |