খেলাধুলা...
দি ওয়ার

আজ মেরে পাস গম্ভীর হ্যায়,
নারিন হ্যায়, ব্রেট লি হ্যায়,
কেকেআর হ্যায়।
তুমহারে পাস কেয়া হ্যায়?
মেরে পাস কলকাতা হ্যায়।

সঞ্জয় জুমানি (নিউমারোলজিস্ট)
পাল্লা ঝুঁকে পুণে ওয়ারিয়র্সদের দিকেই। মে মাসের পাঁচ তারিখ। অর্থাৎ ৫/৫। পুণের মালিক সুব্রত রায়ের লাকি নম্বর হল ৫। সৌরভ গঙ্গোপাধ্যায় হলেন আটের জাতক। তাই তাঁর কাছেও পাঁচ তারিখটা শুভ। একটাই মোচড় আছে। নাইট ক্যাপ্টেন গৌতম গম্ভীরের জন্যও পাঁচ শুভ সংখ্যা। সুতরাং হাড্ডাহাড্ডি লড়াই হবে।
আমার এক বন্ধু বলছিল যে আজ সৌরভ সেঞ্চুরি করুক। আর কে কে আর জিতুক। আমারও তাই মত। ক্যাপটেন্সিতে তো সৌরভ বার বার নিজেকে প্রমাণ করেছে। আমি এ বার চাই ও একটু রান করুক। আর চাই কেকেআর জিতুক। তার কারণ একটাই। শেষ পর্যন্ত কেকেআর তো কলকাতার টিম!
সুনীল গঙ্গোপাধ্যায়
শাহরুখ জিতলে শ্যাম্পেন খুলবেন যাঁরা

জন বুকানন

গ্রেগ চ্যাপেল
সৌরভ জিতলে ঢিন্-কা-চিকা করবেন কে?

সলমন খান

আমির খান

যোগেন চৌধুরী
আমার সমর্থনের অনুপাত ৬০-৪০। ৬০ অবশ্যই দাদার দিকে। ও একটা অন্য দলের অধিনায়ক হয়ে যে ভাবে দলটাকে টেনে তুলছে, দেখার মতো। কেকেআর’কে ৪০ দিতাম না। দিলাম শুধুমাত্র একটা কারণেই। নামটায় ‘কলকাতা’ আছে যে! তাই আমার শহরের প্রতি মায়ায়, প্রায় বাধ্য হয়েই দিতে হল। কিন্তু প্রাণ কাঁদবে সেই দাদার জন্যেই।
আমার হিসেব অনুযায়ী লড়াই হবে হাড্ডাহাড্ডি। শেষ বল পর্যন্ত নখ কামড়াতে হবে। এক ফোঁটা জমিও কেউ ছেড়ে দেবে না। কিন্তু শেষে জয়ের মুকুট পরবে কে? আমি কিন্তু বলব আজ পুণে ওয়ারিয়র্স-এর দিকেই জয়ের পাল্লা ভারী। সুতরাং দুর্ধর্ষ একটা ম্যাচ দেখার জন্য তৈরি থাকুন।
অসীম দাস (জ্যোতিষী)

রূপম ইসলাম
বাড়ির লোক খেললে তো তাকেই সমর্থন করব। সৌরভকে সমর্থন করার ব্যপারটাও তেমনি। উনি জিততে পারবেন কি না, সে প্রশ্ন অবান্তর। কারণ, যখনই বলা হয়েছে উনি ফুরিয়ে যাচ্ছেন, তখনই উনি পারফর্ম করে দেখিয়েছেন। বিশেষ করে ক্যাপ্টেন হিসেবে। হয়তো প্রতিদিন সৌরভ ফাটিয়ে পারফর্ম করতে পারেন না। কিন্তু যে দিনগুলোয় করেন সেই দিনগুলোর অপেক্ষাতেই থাকি। আজ যদি সে রকম একটা দিন হয় তাহলে তো কথাই নেই!
সৌরভকে পাগলের মতো ভালবাসি। ক্রিকেটার হিসেবে। মানুষ হিসেবে। কিন্তু ক্রিকেটটা টিম গেম। আর আমার শহরের নামে যে টিম, তাদের দিকেই তো আমার সমর্থন থাকবে। সুতরাং বরাবরের মতো আজ কেকেআর-এর দিকেই থাকব।
উষা উত্থুপ
ডন হারলেও যিনি ডনের সঙ্গে:
প্রিয়ঙ্কা ‘কালি বিল্লি’ চোপড়া

নন্দনা দেব সেন
(হাসতে, হাসতে) সারা জীবন এই ধরনের প্রশ্নের বিরুদ্ধে কথা বলেছি। আপনি কি আপনার বাবাকে বেশি ভালবাসেন না মাকে? আপনার কি কবিতা বেশি ভাল লাগে না গদ্য? এটাও তো তেমনই। কলকাতা না পুণে? আমি দু’টো দলকেই ভালবাসি। দু’টো দলকেই সাপোর্ট করি। আজ যে দল ভাল খেলবে, সেই যেন জেতে।
আমি বাঙালি। মুম্বইতে থাকি। তাই পুণে ওয়ারিয়র্সকেই সমর্থন করব। কারণ দু’টো। যেহেতু মুম্বইতে থাকি, পুণে শহরটা ঘরের কাছে। সুতরাং পুণেকে সাপোর্ট করাটাই আমার পক্ষে স্বাভাবিক। দু’ নম্বর কারণ সৌরভ গঙ্গোপাধ্যায়। বাঙালির সব স্টিরিওটাইপকে লোকটা একাই চ্যালেঞ্জ করে যাচ্ছে। বাংলার বাইরে বাঙালিদের মনে করা হয় অলস, কর্মবিমুখ। সেই ধারণাটাকেই চ্যালেঞ্জ করেন দাদা। উনি হলেন সফল বাঙালির প্রতিভূ। স্বাভাবিক ভাবেই ওঁর প্রতি আমার সমর্থন থাকবে আজ।
শান্তনু মৈত্র
মিস করবেন না
• তিনটের মধ্যে ইডেন পৌঁছন। হোমগ্রাউন্ডে অন্য টিমের হয়ে প্র্যাক্টিস করছেন দাদাএটা না দেখলেই নয়
• দাদা ব্যাট করতে নামার সময়, কিংবা ছয় মারলে ইডেনের ডেসিবেল লেভেলটা খেয়াল রাখুন
• দাদা আউট হয়ে গেলে কিং খানের রিঅ্যাকশন শটের ওপর নজর রাখতে ভুলবেন না
সাক্ষাৎকার: ইন্দ্রনীল রায়, শতরূপা বসু


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.