আগ্নেয়াস্ত্র-সহ চার বাইক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় খাটুয়া এলাকা থেকে তাদের ধরা হয়। ধৃত সুশান্ত ঘোষ, নিত্যগোপাল মণ্ডল, আদিত্য বৈরাগী এবং উৎপল হালদারের বাড়ি গাইঘাটা থানা এলাকার অরুরাইল এবং ঝাউতারা এলাকায়। তাদের কাছ থেকে একটি গুলিভর্তি পাইপগান এবং ভোজালি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গাড়িতে ওই চার জন এ দিন গোবরডাঙা-বেড়িগোপালপুর সড়কে জড়ো হয়েছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে। গাড়িটি আটক করেছে পুলিশ। তদন্তকারী পুলিশ অফিসারেরা জানান, সুশান্ত পাচারকারী দলের পাণ্ডা। কয়েকমাস আগে হাবরার পোস্ট অফিস রাস্তা থেকে একটি বাইক চুরির তদন্তে নেমে পুলিশ তার নাম জানতে পারে। পুলিশ জানিয়েছে, বাইক ছিনতাই করে সে বাংলাদেশে পাচার করত। ‘মিডলম্যানের’ও কাজ করত বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। বেশ কিছুদিন ধরেই তাকে খুঁজছিল গাইঘাটা থানার পুলিশ।
|
রাতে অভিযান চালিয়ে গরু, গাড়ি, গুলিভর্তি রিভলবার এবং পাচারকারী ধরা পড়েছে বসিরহাট থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে স্বরুপনগর সীমান্তে অভিযান চালিয়ে পুলিশ চারটি গাড়ি আটক করে। এ ছাড়া ১৫টি গরু আটক করা হয়েছে। চার জনকে গ্রেফতার ও করা হয়। এ ছাড়া স্বরুপনগরের হঠাৎগঞ্জ এলাকা থেকে এক চোলাই মদ বিক্রেতাকে গ্রেফতার করা হয়। হাড়োয়ার মাঝেরআইট গ্রাম থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি গুলি ভর্তি রিভলবার উদ্ধার হয়েছে। ধৃতের বাড়ি স্থানীয় আটঘরা গ্রামে। সে ওই এলাকায় তোলাবাজি করত বলে পুলিশের দাবি। এসডিপিও (বসিরহাট) আনন্দ সরকার বলেন, “পুলিশ সুপারের নির্দেশ মতো মহকুমার থানাগুলিতে জোর তল্লাশি হচ্ছে। বিশেষ করে সীমান্ত এলাকায় পাচার রোখার কাজ হচ্ছে। বিএসএফ এবং পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে।”
|
বাজ পড়ে মৃত্যু হয়েছে এর গৃহবধূর। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার নামখানায় হরিপুর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতার নাম অলোকা শাসমল (৩২)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ৬টা নাগাদ বাড়ির পাশে গোয়ালঘরে কাজ করছিলেন ওই মহিলা। সেই সময় আচমকা বাজ পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
|
এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার, সোনারপুর থানার মৌলিহাটিতে। পুলিশ জানায়, মৃতের নাম লক্ষ্মণ নস্কর (৪৫)। তাঁর স্ত্রী ও পুত্র আটক হয়েছেন। লক্ষ্মণবাবুর আত্মীয় ও প্রতিবেশীদের অভিযোগ, পরিবারে অশান্তির জেরে লক্ষ্মণবাবুর স্ত্রী রীতা ও ছেলে বাবুসোনা তাঁকে খুন করেন। ময়না-তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিষক্রিয়ায় মৃত্যু হয় ওই ব্যক্তির।
|
একটি ৯ এমএম পিস্তল-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বনগাঁ থানার পুলিশ স্থানীয় কুন্দিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। ধৃত গোবিন্দ বিশ্বাসের বাড়ি ওই গ্রামেই। পিস্তল ছাড়াও তার কাছ থেকে এক রাউন্ড গুলি মিলেছে। পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে সে ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করত। |