|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
দেশীয় আঙ্গিকে রূপায়িত |
মৃণাল ঘোষ |
চিত্রকূট আর্ট গ্যালারিতে সম্প্রতি অনুষ্ঠিত হল ভিন্ন ধারার তিন শিল্পীর সম্মেলক চিত্রপ্রদর্শনী। বিক্রম সেন এক জন আলোকচিত্রী। বিজ্ঞাপনের জগতেও বিশেষ অবদান রেখেছেন। কল্পরূপাত্মক অবয়বী ছবির মধ্য দিয়ে তিনি অন্তর্লীন জীবনভাবনাকে রূপ দিয়েছেন। কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজের ফলিত কলার প্রাক্তন ছাত্র অলোক সেনগুপ্ত সৃজনধর্মী চিত্র ও ভাস্কর্যেও নিজস্ব অবদান রেখেছেন। এই প্রদর্শনীতে তাঁর রঙিন কালি-কলমের ছবিগুলি প্রয়োগের দক্ষতায় বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। রত্না মজুমদার কলকাতার বিড়লা অ্যাকাডেমিতে শিখেছিলেন। তাঁর ছবিতে ঐতিহ্যগত ধর্মীয় বোধ মূলত দেশীয় আঙ্গিকে রূপায়িত হয়েছে। |
|
প্রদর্শনী
চলছে
বিড়লা অ্যাকাডেমি: কল্পনা শাহ কাল শেষ।
প্রদীপ রাওয়াত কাল শেষ।
অ্যাকাডেমি: বিশ্বজিৎ চৌধুরী, সৈকত ঘোষাল প্রমুখ ৮ পর্যন্ত।
শেখর দাস ৮ মে পর্যন্ত। ‘ব্ল্যাক’-এর প্রদর্শনী ৮ মে পর্যন্ত।
শম্ভু দাস ৮ মে পর্যন্ত।
চিত্রকূট:
রামকুমার মান্না, রুমা নায়েক প্রমুখ ১০ মে পর্যন্ত।
মাইরেজ গ্যালারি: ‘এক্সপ্রেশনস’ ২০ মে পর্যন্ত।
ইমামি চিজেল: ‘সামার রাইমস’ ২২ মে পর্যন্ত। |
|
|
|
|
|