কালীঘাটে মহিলাকে নির্যাতনের ঘটনায় ফেরার চার অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করে আদালতে তোলা হল। পুলিশ জানায়, ধৃতেরা হলেন অভিযোগকারিণীর শাশুড়ি অনুভা দাস, ভাসুর মেঘনাদ দাস, জা মিতালি দাস এবং ভাসুরঝি মিঠু দাস। গত বৃহস্পতিবার বিহারের কাঞ্চনপুর থেকে তাদের ধরে কলকাতা পুলিশ। শুক্রবার ধৃতদের হাজিপুরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হয় বলে জানিয়েছে পুলিশ। গত ২৩ এপ্রিল রাতে কালীঘাটের বাসিন্দা ওই মহিলা শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জানাতে থানায় গেলে তাঁকে সাহায্য না করে অতিরিক্ত ওসি অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ। সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশের পরে গত ২৫ এপ্রিল মহিলার স্বামী বাদল দাসকে গ্রেফতার করা হয়। সাসপেন্ড করা হয় অতিরিক্ত ওসি এবং এক সাব-ইনস্পেক্টরকে। পুলিশ জানায়, অভিযুক্তদের আইনজীবী বিচারকের কাছে জামিনের আবেদনও জানান। কিন্তু বিচারক তাঁদের জামিনের আবেদন নাকচ করে এক দিন পুলিশি হেফাজত দেন। দু’দিনের ট্রানজিট রিমান্ডে ধৃতদের কলকাতায় আনা হচ্ছে। আজ, শনিবার তাদের আলিপুর আদালতে তোলা হবে। ধৃতদের আইনজীবী আলিপুরে আগাম জামিনের আবেদন করে রেখেছিলেন। কিন্তু হাজিপুরে তাঁদের গ্রেফতার করা হয়েছে জেনে ওই আইনজীবী আগাম জামিনের আবেদন প্রত্যাহার করেন।
|
নোনাডাঙার বস্তিবাসীদের জন্য সেখানে সপ্তাহে এক দিন চিকিৎসা শিবির করার আশ্বাস দিলেন মানবাধিকার আন্দোলনের নেতা তথা চিকিৎসক বিনায়ক সেন। ‘ফোরাম ফর পিপল্স হেল্থ’ নামে একটি সংগঠনের তরফে তিনি আরও চার জন চিকিৎসককে সঙ্গে নিয়ে শুক্রবার নোনাডাঙা যান। সেখানকার বস্তিবাসীদের উচ্ছেদ বিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে তিনি এ বলেন, “সপ্তাহে এক দিন এখানে চিকিৎসা শিবির করা হবে। আমার সঙ্গীরা রোগীদের পরীক্ষা করবেন।” নোনাডাঙার বস্তিবাসীরা কয়েক মাস ধরে উচ্ছেদ বিরোধী আন্দোলন করছেন। উচ্ছেদ হওয়া প্রায় দেড়শো পরিবার এখন সেখানে প্লাস্টিকের ছাউনির তলায় আশ্রয় নিয়েছে। তারা এ দিন বিনায়কবাবুকে নিজেদের সমস্যার কথা জানায়। তাদের বক্তব্য, মহিলা ও শিশুরা পেটের রোগ-সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। পানীয় জল এবং খাবারের অভাবও আছে। এর পরে বিনায়কবাবু প্লাস্টিকের ছাউনিগুলি ঘুরে দেখেন। পরে তিনি বলেন, “রাজ্য সরকার আন্দোলনকারীদের মাওবাদী তকমা দিয়ে নির্যাতন করেছে। এটা লজ্জাজনক! অনেকে নানা দুর্যোগে গৃহহারা হয়ে এখানে আশ্রয় নিয়েছেন। রাজ্য সরকারের উচিত তাঁদের পাশে থাকা। তা না করে এখান থেকে তাঁদের উচ্ছেদ করা হচ্ছে। সরকার তার দায়িত্ব পালন করছে না।” পুলিশের ভূমিকারও নিন্দা করেছেন বিনায়কবাবু। তাঁর অভিযোগ, ধরপাকড়ের সময় পুলিশ এক বছরের শিশুকেও ছাড়েনি। উচ্ছেদ বিরোধী আন্দোলনের পাশে থাকবেন বলে জানান মানবাধিকার আন্দোলনের ওই নেতা।
|
টালিগঞ্জ পুলিশ আবাসনের আগুন নেভাতে এ বার তৎপরতা দেখাল মেট্রো ফায়ার স্টেশন। শুক্রবার সকালে স্টেশন সংলগ্ন ওই আবাসনের একটি কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে। মেট্রো সূত্রে দাবি, দমকলের আগেই মেট্রো ফায়ার স্টেশন থেকে গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মেট্রোর ডিজিএম (জেনারেল) প্রত্যুষ ঘোষ বলেন, “খবর পাওয়ার দু’মিনিটের মধ্যে আমাদের ফায়ার স্টেশনের কর্মীরা পৌঁছন। মেট্রোর জিএম পেরি ভাস্কর মূর্তি আজই বলেছেন, টালিগঞ্জ মেট্রোর আশেপাশে আগুন লাগলে মেট্রো ফায়ার স্টেশনের কর্মীরা তাঁর অনুমতি ছাড়াই উদ্ধার কাজে নামতে পারেন।” যদিও দমকলের দাবি, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় তারা। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, দমকল আসে ১০টা নাগাদ। ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে এনে ফেলেন মেট্রোকর্মীরা। |